নিয়ে এলাম PC এর জন্য Wise Care 365 । যা লাগবে বছরের ঠিক ৩৬৫ দিনই। তাও আবার পোর্টেবল ভার্সন। So, এখনই হোক শুরু…!

আসসালামুআলাইকুম, আপনারা ভাল আছেন তো সবাই। অনেকদিন পর ফিরে আসলাম টেকটিউনস এ। এখন থেকে মাঝে মাঝেই টিউন করবো আশা রাখি।

প্রথমে দেখা যাক কি আছে এতে?

Wise Care 365 এর সাথে আছে Wise Disk Cleaner and Wise Registry Cleaner। এর সাথে আছে আরও অসাধারণ কিছু ফিচার। যা আপনার পিসিকে করবে সুপার ফাস্ট।

এর এক ক্লিক এ আপনার পুরাতন পিসি হবে নতুন। এর সাথে আছে  automatic cleanup and tune-up. যা আপনার কাজকে আরও সহজ করবে। আর এর  scanning speed CCleaner এবং Advanced System Care Pro 5 এর চেয়ে অনেক ফাস্ট।

আপনি আরও শুনে অবাক হবেন যে এর review করেছে PCWorld, PCAdvisor, ComputerBild, CHIP, CNET, ZDNet সহ আরও অনেকে।

তাই আর দেরি নয় Download.

আর Wise Care 365 কে Full Version করতে অর্থাৎ Wise Care 365 Pro করতে সোহরাব হোসেন ভাই এর দেয়া Activation Key গুলো দিলাম। যা ১০০% কাজ করে।

DC58-E160-F472E1-56B6-C881
F272-CB8F-A582F1-66A6-F852
F57F-C684-D0AD9E-8A82-9CB5

 

নিম্নে কিছু স্ক্রীন শুট দিলাম।

তো আজ এ অবধি। ভাল থাকবেন।

Level 0

আমি Maidul Islam Mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানিনা কিছুই। তাই বলে জানতে তো নেই মানা। আর এই কারনেই টেকটিউনস এ আসা............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bro, its a trial version. 🙁

    Bro, its not a trial version. It’s Free Version. এটি Full Version এর চেয়ে কম না। Full Version করলে হয়তো ২/১ টি Option বেশি কাজ করবে। সেক্ষেত্রে আপনাকে 29$ খরচ করতে হবে। তবে এর Free Version এর কাছে Scanning speed CCleaner & Advanced System Care Pro এবং এ জাতিও আরও যত Software আছে, এটি তাদের বাপ। বিশ্বাস না হলে আপনি নিজে Use করে জানান।

vai full version den

    It’s Free Version. এটি Full Version এর চেয়ে কম না। Full Version করলে হয়তো ২/১ টি Option বেশি কাজ করবে। সেক্ষেত্রে আপনাকে 29$ খরচ করতে হবে। তবে এর Free Version এর কাছে Scanning speed CCleaner & Advanced System Care Pro এবং এ জাতিও আরও যত Software আছে, এটি তাদের বাপ। বিশ্বাস না হলে আপনি নিজে Use করে জানান।

Mithu ভাই কে সফটওয়্যার টা শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাদের সুবিধার্থে ফুল ভার্সনের Activation Key সরবরাহ করলাম। key গুলো আমি নিজে টেষ্ট করেছি এবং ১০০% কাজ করে।

DC58-E160-F472E1-56B6-C881
F272-CB8F-A582F1-66A6-F852
F57F-C684-D0AD9E-8A82-9CB5

ধন্যবাদ।

    সোহরাব হোসেন, ভাই আপনাকে ধন্যবাদ।

আগে Advanced system care ব্যবহার করতাম, তবে আমার মনে হয় wise care আরো ভাল। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ 🙂