আপনার উইন্ডোজ এর স্টার্টআপ সাউন্ড পরিবর্তন করুন ইচ্ছা মত

আজকে আপনাদের এমন এক্তা সফটওয়্যার উপহার দিব যা দিয়ে আপনি আপনার উইন্ডোজ এক্সপি/৭/৮/৮.১ এর স্টার্টআপ সাউন্ড মানে আপনার উইন্ডোজ অন হবার সময় যে সাউন্ড দেয় সেটা পরিবর্তন  করতে পারবেন নিমিষেই। এর জন্য আপনার দরকার স্টার্টআপ সাউন্ড চেনজার সফটওয়্যার এবং একটি অডিও ফাইল যেটি আপনার কম্পিউটার অন হবার বাজবে। ফাইলটি অবশই wav* ফরম্যাট এর হতে হবে। প্রথমে সফটটি ডাউনলোড করুন। ডাউনলোড লিঙ্কঃ https://shared.com/ajaxtbxbyv?s=di

পাসওয়ার্ডঃ ashik

এবার play বাটন এর ক্লিক করে দেখে নিন এখন কোন সাউন্ড দেয়া আছে। আর পরিবর্তন করতে চাইলে Replace বাটন এ ক্লিক করে যে সাউন্ডটি দিতে ছান টা সিলেক্ট করে ওকে করে দিন। সফটওয়্যারটির সাথে আমি আপনাদের ৩ টি সাউন্ড ফাইল ফ্রী দিয়ে দিসি। তার মধে অন্যতম হল "বিসমিল্লাহির রাহমানির রাহিম" । Replace করা হলে হলে Exit করে বাইরে ছলে আসুন। আর আগের সাউন্ড ফিরিয়ে আনতে চাইলে Restore বাটন চাপুন। আর হ্যাঁ আপনি যে সাউন্ড টি সিলেক্ট করবেন টা অবশ্যই কিন্তু wav ফরম্যাট এর হতে হবে।

কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন।

ফেসবুক এ আমিঃ এখানে

Level New

আমি ব্লগার বীরবল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস