Windows ৭ নাকি ৮, আপনি কোনটা ব্যবহার করবেন?

Windows  ৭  নাকি  ৮, আপনি কোনটা ব্যবহার করবেন?

যদি আপনি সম্প্রতি নতুন একটা কম্পিউটার কেনেন হয়তো আপনি উইনডোস ৮ ব্যবহার করবেন, কারন এটি মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম, যেটা এসেছিল ২০১২ তে। এর আপডেট ৮.১ এবং ৮.১ প্রো ও বাজারে চলে আসছে।

এদিকে Windows ৭ পাওয়া যায় ২০০৯ থেকে। দ্বিধাদন্দে আসলে তারায় পড়েন যারা অনেক আগে থেকে Windows ৭ ব্যবহার করেন।

তাহলে আসুন আমরা দেখি নতুন কি আছে windows ৮ এ-

  • সবথেকে বড় যে পরিবর্তনটা আমরা দেখতে পায় সেটা হল, যখন আমরা কম্পিউটার লগ ইন করি Windows ৮ এ স্টার্ট স্ক্রিন দেখা যায়, যা METRO নামে পরিচিত।

  • আইকনের পরিবর্তে নতুন  START স্ক্রিনে  TILES  আছে। অ্যাপস ওপেন করার জন্য, এটাতে ক্লিক করতে হয়।
  • আপনি যদি একটি নির্দিষ্ট  TILES (Microsoft Compatibility Telemetry)  খুঁজে না পান, তাহলে স্ক্রিনের নিচে মাউসে রাইট বাটন ক্লিক করে  ALL  APPS পাওয়া যায়।

  • প্রয়োজনীয় অ্যাপস APPs STORE থেকে ডাউনলোড করা যায়, এগুলো windows ৭ এর মতো ওপেন হয়।
  • windows ৮ এর DEFENDER নামে অ্যান্টি ভাইরাস আছে; যা আপডেট করা যায়।

  • Windows  ৭ এ Windows Live mail ছিল, অন্য দিকে Windows ৮ এ নতুন আপডেট mail অ্যাপ আছে। নেট ইউজ করতে Windows ৭ এর থেকে ৮ এ একটু বেশি মজা পাওয়া যায় বেশিরভাগই তাই মনে করে।
  • Windows ৮ এ Internet Explorer 10 দেওয়া আছে। যেটা Windows ৭ এ কম ভার্সনে থাকতো।

সব দিক থেকে বিচার করলে Windows ৮/৮.১/৮.১ প্রো এর পারফরমেন্স Windows  ৭ এর থেকে ভালো।

তবে কিছু সাইট এবং গেম Windows ৮ এর থেকে Windows ৭ এ ভালো পারফর্ম করে। কারণ Windows ৭ এ আছে হাই-কম্পাবিলিটি। তাছাড়া Windows ৭ এ অনেকে কাজ করে মজা পান। যদিও T3 ম্যাগাজিন Windows ৭ কেই বেশি রেটিং দিছে। যাইহোক এটা সত্য, ব্যবহার অনুসারে কেউ কেউ Windows ৭ এবং কেউ কেউ Windows ৮ কে বেশি পছন্দ করেন।

এখন আপনারা বিবেচনা করুন, কোনটা আপনারা ব্যবহার করবেন, আপনার প্রয়োজন অনুসারে?

Windows ৭ নাকি ৮?

ফেসবুকে আমি

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

https://www.techtunes.io/help-ask/tune-id/280081
একটু সাহায্য দরকার

    Level 2

    @শহিদুল ইসলাম: apni offline version naman. ar install korar somoi jno onno kono application running na thake.

ধন্যবাদ আপনাকে, আমি windows ৭ই ব্যবহার করি

    Level 2

    @রিয়াদ হাসান: ধন্যবাদ ভাই, আসলে শিকড় ছাড়া কঠিন!! যতই ভালো কিছু পাই না কেন?

I think Windows 7 is more user friendly than Windows 8

    Level 2

    @sadia sultana: That’s right, I think that also. Thanks…. Windows 8 mainly build for Smart Phone, Tab ETC

Level 0

উইন্ডোজ ৮ কয়েক মাস ব্যাবহার করেছিলাম..কিন্তু শেষ পর্যন্ত পুরনো জায়গায় ফিরে আসতে হল 7 কে নিয়ে

    Level 2

    @meglariad: আমিও তাই করসি ভাই, অনেক দিনের অভ্যাস বদলাতে কষ্ট লাগে।

উইন্ডোজ সেভেন একটা পূর্নাঙ্গ ডেক্সটপ অপারেটিং সিষ্টেম। আমার কাছে উইন্ডোজ ৮.১ কে মনে হয়েছে ৭ এর টাচ সংস্করনের সাথে উইন্ডোজ ফোন ৮ এর ইমুলেটর লাগিয়ে দেওয়া এক সিষ্টেম। উইন্ডোজ ৮.১ এর মেট্রো ইন্টারফেস ও ডেক্সটপ সম্পূর্ন বিপরীতমুখী দুইটি জিনিস। তবে টাচে উইন্ডোজ ৮.১ স্বাভাবিকভাবেই ভাল। ৭ রেখে একান্ত কেউ এটা ডেক্সটপে ব্যবহার করতে চাইলে কিছুদিন পরে রিলিজ হওয়া উইন্ডোজ ৮.১ আপডেট ১ ব্যবহার করা উচিৎ। এটাতে মাউস ব্যাবহারকারীদের জন্য বহু সংস্কার করা হয়েছে। উইন্ডোজ ৮.১ এর থিম এর থেকে উইন্ডোজ ৭ এর এরো থিম সুন্দর। তবে উইন্ডোজ ৮.১ এর গতি সামান্য বেশি। এছাড়াও উইন্ডোজ ৮.১ এ বিভিন্ন পিসিতে ড্রাইভারের অনেক প্রব্লেম আছে। অনেক মেট্রো এপস বহুবার ক্র্যাশ করে। বর্তমানে উইন্ডোজ ৮.১ ও ৭ দুটোরই ইন্টারনেট এক্সপ্লোরারের লেটেস্ট ভার্সন ১১।

    Level 2

    @Junaid Ahmed Shawon: হুম ভাই, ঠিক বলছেন।

Level 2

Windows 8 mainly build for Smart Phone, Tab ETC

Level 0

So u r no need to post this articale

    Level 2

    @sapon_khan: ভাই, আপনি হয়তো জানেন বলে একথা বলছেন, কিন্তু সবায় তো সমান জানে না। আপনার কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে। আমাদের কে জানান টেকটিউন্সের মাধ্যমে। আমরাও শিখবো। নতুন হোক তাও জানলাম নতুন করে।

win 8 মুক্তি পাওয়ার পর থেকেই use করছি । এখন win 8.1 …এবং এটাই চালিয়ে যাব ইনশা আল্লাহ্‌

    Level 2

    @মোঃ- শাহজালাল আপন: আসলে ভাই win ৮ কোন দিক থেকে win ৭ থেকে কম না, শুধু নিজের ভালো লাগা, আর কিছু চেঞ্জ তো থাকবেই। ধন্যবাদ।

ami 8.1 use korchi, khub e valo 🙂

    Level 2

    @ওয়াহিদুজ্জামান হৃদয়: আসলে ভাই win ৮.১ কোন দিক থেকে win ৭ থেকে কম না, শুধু নিজের ভালো লাগা, আর কিছু চেঞ্জ তো থাকবেই। ধন্যবাদ।

৭ এ বাংলা লেখার খাটিঁ পদ্ধতি কি?
৮ এ কি বাংলা বা বিজয় সাপোর্ট করে?
একটু জানাবেন প্লিজ।

    Level 2

    @হাবীবুল্লাহ আল কাছেম: ভাই, Win ৭ এ আপনি অভ্র এবং বিজয় দিয়ে বাংলা লিখতে পারন, ৮ এ পারবেন অভ্র এবং বিজয় দিয়ে বাংলা লিখতে। যদিও আমি Win ৮ এ শুধু অভ্র দিয়ে লিখছি।

Level New

7 is the best till now.

    Level 2

    @JOYANTA: ধন্যবাদ ভাই, আসলে অভ্যাস ছাড়া কঠিন!! যতই ভালো কিছু পাই না কেন? তবে, Win ৭ আসলে খারাপ লাগার মতো কিছু না।

Level 2

তবে একটা কাজ করলে ভালো হয় বলে আমার মনে হয়, সেটা হল যারা একটু ভালো বুঝেন, তারা দুইটাই ব্যবহার করে, যেকোনো একটা চালালে ভালো করবেন বলে আমার মনে হয়। যেটা আপনার কাছে ভালো মনে হবে।

Level 0

ভাই আমার নতুন toshiba c50-a630 ল্যাপটপে কোন ভাবে win-7 boot করতে পারছি না। কোন সমাধান কি দিতে পারেন। খুব উপকারে আসবে। আজ দুই দিন আমি windows করতে পারছি না। উল্লেখ্য আমার নোটবুকে কোন os নাই। dos. . কম্পিউটারের boot option new look. so pls help me …

    Level 2

    @shahidul72: অনেক সময় আপনার Windows এ মিসিং ফাইল থাকে, সেগুলো নিচ্চিত হয়ে নতুন করে দিন। অথবা নতুন ডিস্ক থেকে দেওয়ার চেষ্টা করুন। তারপরও না হলে অভিজ্ঞ কাউকে দেখান। মাঝে মাঝে এমন হয়।

Level 0

ধন্যবাদ ভাই …

    Level 2

    @shahidul72: ধন্যবাদ।

Level 0

আমি ৭ এবং ৮ দুইটাই ইউজ করি এক পি সি তে। যখন যেটা ভাল লাগে