Windows ৭ নাকি ৮, আপনি কোনটা ব্যবহার করবেন?
যদি আপনি সম্প্রতি নতুন একটা কম্পিউটার কেনেন হয়তো আপনি উইনডোস ৮ ব্যবহার করবেন, কারন এটি মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম, যেটা এসেছিল ২০১২ তে। এর আপডেট ৮.১ এবং ৮.১ প্রো ও বাজারে চলে আসছে।
এদিকে Windows ৭ পাওয়া যায় ২০০৯ থেকে। দ্বিধাদন্দে আসলে তারায় পড়েন যারা অনেক আগে থেকে Windows ৭ ব্যবহার করেন।
সব দিক থেকে বিচার করলে Windows ৮/৮.১/৮.১ প্রো এর পারফরমেন্স Windows ৭ এর থেকে ভালো।
তবে কিছু সাইট এবং গেম Windows ৮ এর থেকে Windows ৭ এ ভালো পারফর্ম করে। কারণ Windows ৭ এ আছে হাই-কম্পাবিলিটি। তাছাড়া Windows ৭ এ অনেকে কাজ করে মজা পান। যদিও T3 ম্যাগাজিন Windows ৭ কেই বেশি রেটিং দিছে। যাইহোক এটা সত্য, ব্যবহার অনুসারে কেউ কেউ Windows ৭ এবং কেউ কেউ Windows ৮ কে বেশি পছন্দ করেন।
এখন আপনারা বিবেচনা করুন, কোনটা আপনারা ব্যবহার করবেন, আপনার প্রয়োজন অনুসারে?
Windows ৭ নাকি ৮?
ফেসবুকে আমি
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
https://www.techtunes.io/help-ask/tune-id/280081
একটু সাহায্য দরকার