অনেক সময় দেখা যায় আপনার পেনড্রাইভের সব ফাইল Shortcut হয়ে গেছে । কি বিপদ! এবার কি হবে? ফাইল গুলো যদি রিকভার করতে চান তবে নিচের যেকোনো একটি নিয়ম follow করুন।
লিনাক্স চালিত কোন কম্পিউটারে এখনি আপনার পেনড্রাইভ প্রবেশ করান । আপনার সব ফাইল যেগুলো হাইড আর শর্টকাট হয়ে গিয়েছিল সব ফিরে পাবেন ! শুধু দরকারি ফাইল গুলো কপি করুন এবং পেনড্রাইভটি এবার format দিয়ে দিন ! কি কাজ করছেতো?
এই নিয়মটি আপনার পিসি তেই apply করতে পারবেন। এখনি 7zip ডাউনলোড করে নিন । এবার 7zip file manager ওপেন করুন। এবার আপনার পেনড্রাইভ টির address এ browse করুন । আগের মত ফাইল কপি করে পেনড্রাইভটি format দিয়ে দিন।
Install করুন "WINDOWS DEFENDER" এবার scan করুন পেনড্রাইভটি ।
আমি maxearn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
NA VAI WINDOWS DEFENDER KAJ KORE NA…………………