কোন সফটওয়্যার ছাড়াই খুব সহজে আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারকে নিয়ন্ত্রন করুন

আসাসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন। টেকটিউনসে এটা আমার প্রথম পোষ্ট । কথা না বাড়িয়ে আসল কথায় আসা যাক। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব যে, কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই খুব সহজে আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারকে নিয়ন্ত্রন করবেন।

প্রয়োজনীয় উপকরন :

১. কম্পিউটার।

২. ল্যান (LAN) ক্যাবল।

ধাপ-১: প্রথমে উভয় কম্পিউটারকে LAN দিয়ে সংযুক্ত করুন।

ধাপ-২: তারপর run (Win+r) এ গিয়ে ncpa.cpl  লিখে ok দিন।

ধাপ-৩: সেখান থেকে Local Area Connection অথবা Ethernet এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties এ যান।

ধাপ-৪: তারপর internet protocol version 4(TCP/ipv4) এ ডাবল ক্লিক করুন। এবার একটা window আসবে সেখানে use the following ip তে ক্লিক করুন।

এবার আপনার কম্পিউটারে নিছের মত করে দিন :

ip-address : 192.168.1.1

subnet-mask: 225.255.255.0

আপনার কম্পিউটারে সাথে সংযুক্ত কম্পিউটারে নিছের মত করে দিন :

ip-address : 192.168.1.২

subnet-mask: 225.255.255.0

তারপর ok দিয়ে বেরিয়ে আসুন।

উভয় কম্পিউটার আসলে LAN দ্বার সংযুক্ত হয়েছে কিনা তা দেখার জন্য run(win+r) এ গিয়ে cmd লিখে ok দিলে দেখবেন যে, একটা window আসবে সেখানে ping 192.168.1.2 -t লিখে Enter চাপুন। যাদি সেখানে এ রকম লেখা আসে যে "Riply From 192.168.1.2 : bytes=32 time<1ms TTL=64" তাহলে বুঝবেন দুইটি কম্পিউটার LAN দ্বার সংযুক্ত হয়েছে।

ধাপ-৫ :  এবার My Computer এ মাউসের রাইট বাটন ক্লিক করে Properties যান।

ধাপ-৬ : তারপর Change Settings এ ক্লিক করলে দেখবেন যে নিছের মত একটা Window আসবে, সেখানে Remote ট্যাবে ক্লিক করুন।

তারপর Allow Remote Assistance Connections to the Computer এ টিক দিয়ে apply করে ok দিন।

আপনি যে কম্পিউটারকে নিয়ন্ত্রর করতে চান সে কম্পিউটারে ও ধাপ ৪ থেকে ধাপ ৫ এর পূনরাবৃত্তি করুন।

ধাপ-৭ : এবার run (Win+r) এ গিয়ে mstsc লিখে ok দিন।

ধাপ-৮ : তারপর Computer এ আপনি যে কম্পিউটারকে নিয়ন্ত্রন করতে চান সে কম্পিউারের নাম বা সেই কম্পিউারের ip-address লিখে connect এ ক্লিক করুন।

দেখবেন যে একটা window আসবে সেখানে আপনি যে কম্পিউটারের নাম দিয়েছিলেন সে কম্পিউটারের desktop দেখা যাবে। এবার আপনি ইচ্ছামত ঐ কম্পিউটারকে নিয়ন্ত্রন করতে পারবেন।

[বি:দ্র:] আপনি connect এ ক্লিক করার সাথে আপনি যে কম্পিউটারের নাম দিয়েছিলেন সে কম্পিউটার Log Off হয়ে যাবে।

লিখার ক্ষেত্রে কিছু ভুল হলে মাপ করবেন । বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন।

আর সময় হলে এখানে ক্লিরে আমার Website থেকে একটু ঘুরে আসাবেন।

Level 0

আমি milonfci। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট এ কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যয়নরত আছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

modem dia ki hobe na???????

    @zoaddar:
    অনলাইনে team viewer এর মাধ্যমে করা যায়

Level 0

ধন্যবাদ…এরকম পোষ্ট দরকার ছিল…

    @bdsharif: ভাই আপনাকে ও অনেক ধন্যবাদ

Level 2

আমি বুঝলাম না। এটাকে কি নিয়ন্ত্রণ করা বলে? ল্যাণ শেয়ারিং। ঠিক কিনা?

    @naz_jal73: ভাই এটা শুধু ল্যান শেয়ারিং না…….এখানে Remote Desktop Connection এবং ল্যান শেয়ারিং দুইটাই আছে………

Dorkari Tune, kaje ashbe, Donnobad share korar jonno.

    @এনামুল ইসলাম: ভাই আপনাকে ও অনেক ধন্যবাদ

ভাই আমি যতটুক জানি এই সম্পর্কে, এটাতে কাজ করতে হলে Password সেট করা লাগে এবং তা জানা লাগে।। Control Panel এর একটি নিদ্রিস্ট জায়গায় গিয়ে access টা enable করা লাগে। অনেক আগে করেছিলাম। তবে এতে তেমন কাজ করা যায় না। আমি একবার দেখেছিলাম আমার স্কুলের শিক্ষক তাঁর কম্পুটার এ বসে ল্যান এর মাধ্যমে আমাদের সবার কম্পিউটার এর Onscreen দেখছেন এবং মাঝে মাঝে কিছু কিছু Computer নিয়ন্ত্রন করছেন। কিন্তু এতে আমাদের কম্পিউটার logoff হচ্ছে না। তিনি এটা কিভাবে করেছিলেন তা আজ অবধি শিখতে পারি নাই। কম্পিউটার গুলি শুধু মাত্র Local Area Connection এ যুক্ত ছিল। কোন ইন্টারনেট connection ছিল না।

    @হিমালয়:
    হ্যা অবশ্যই connect এ ক্লিক করার সাথে সাথে আপনার কাছ থেকে সেই কম্পিউটারের passwod চাইবে……….
    আপনার স্যার File Sharing বা ultra-VNC দিয়ে আপনার কম্পিউটারকে নিয়ন্ত্রন করত……….আর হা ….এই কাজ করতে কিন্তু internet connection লাগে না………
    কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

      @Saidur Rahman Milon: vai apni amar total comment bujhen nai.. Ami ekta bepar jante caisi…..vai kosto kore abar ek2 poren…

এটার মাধ্যমে Net & File share করা যাবে?

    Level 0

    @shuvo islam:

    এটার মাধ্যমে Net & File share করা যাবে

Level 0

http://www.amaderad.com/?r=1000016667
বাংলাদেশে একটা ভাল উদ্দেগ। আশা করি সবাই আয় করতে পারবে, বিজ্ঞাপন দিতে বিদেশি কোম্পানি কাড়ি কাড়ি টাকা দিতে হবে না, কম খরছে সবাই উপকার পাবে।