Download করুন Windows XP Live CD or Pendrive এবং ব্যবহার করুন Portable Operating System!!!

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন । আমরা বর্তমানে অনেকেই Windows 8 or Windows 7 or Vista ব্যবহার করছি । কিন্তু আমরা প্রাই বিভিন্ন সমস্যার সম্মুখিন হই, এর ফলে আমাদের পুনরাই ৭, ৮, ভিস্তা বা এক্সপি সেটআপ দিতে হয় এতে এমন হয় যে আপনি পিসি ওপেন করতে পারছেন না ফলে bootable cd/dvd দিয়ে সেটআপ দিতে গিয়ে আপনার অনেক প্রয়োজনীয় ফাইল ডিলিট হয়ে যেতে পারে । এ ক্ষেত্রে আপনি windows xp live cd অথবা live pendrive ব্যবহার করে সহজেই ফাইল গুলো যেখানে খুশি copy করে নিতে পারেন । এছাড়া কিছু কাজ করা লাগে যা windows 8,7or vista তে করা কঠিন কারন windows xp microsoft এর সবচেয়ে সহজ এবং stable operating system যা চালাতে অনেক কম RAM লাগে এবং অনেক পুরনো কিন্তু প্রয়োজনীয় Software & Games শুধুমাত্র Windows XP তে ভাল কাজ করে । windows xp operating system এর Live pendrive/cd/dvd টি যখন আপনি pc তে যুক্ত করবেন তখন আপনি Windows xp ব্যবহার করে কাজ করতে পারবেন কোন সেটআপ করা লাগবে না আবার pc থেকে খুলে ফেললে আবার আগের operating system এ ফিরে যাবেন তাই এটি ব্যবহার করা খুব সহজ এবং আপনার অনেক সময় বাচবে ।

নিচ Link এ গিয়ে ফাইলটি Download করে কোন ভাল সফটওয়ার দিয়ে এটিকে আপনার Pendrive/cd/dvd তে bootable করে নিন এবং pc restart করে bios থেকে ঐ pendrive/cd/dvd টি default boot media select করে boot করুন এবং windows xp এর মজা নিন ।

http://koolwap.in/games_app/dld.php?url=/rar/tdPgN2_N/Win_XP_Live_CDPt_BR_.htm&ext=rar

Level 0

আমি NayemPro। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sound কি আসে? নরমাল windows এর সব ফাংশান কি আসে?
জানাবেন প্লিজ।

পটোবল উনডোস তিরি করা জানি। শেয়ার করতে চাই। তবে ফাইল ৩০০ মেগা তাই আপলোড দিচ্ছি না।
আর সাইন্তড জন্য মাষ্টার সিডি কালেকষন আছে আপাতত অনেক একপ্রি মানুষ করছি সাইন্তড।
এখন কথার কথার হল কি ভাবে শেয়ার করি ।? ২০/২৫ কেবি স্পীড আমার ।

পটোবল উনডোস তিরি করা জানি। শেয়ার করতে চাই। তবে ফাইল ৩০০ মেগা তাই আপলোড দিচ্ছি না।
আর সাইন্তড জন্য মাষ্টার সিডি কালেকষন আছে আপাতত অনেক একপ্রি মানুষ করছি সাইন্তড।
এখন কথার কথার হল কি ভাবে শেয়ার করি ।? ২০/২৫ কেবি স্পীড আমার ।

সাউন্ড পায় না । বোবা 😀 ধুর । HBCD is the best iso.

এটা কি iso করা

ভাই কিছু মনে কইরেননা, কিছু প্রশ্ন ছিলঃ আপনার দেয়া ফাইলটি কি কাজ করে? আপনি নিজে টেস্ট করে দেখেছেন? জানাবে আশা করি।

Pendrive bootable করবো কি ভাবে?

    @মাসুদ রানা: Google এ সার্চ দেন অনেক রকম এর পদ্ধতি পাবেন। ধন্যবাদ।