আস্সালামু আলাইকুম,
বর্তমান সবাই উইন্ডোজ ৮.১ নিয়ে উঠে পড়ে লেগেছে। আমি নিজেও ব্যবহার করি এটি। কিন্তু ছোট্ট সাইজের একটা অপারেটিং সিস্টেম যদি সংগ্রেহে থাকে তাহলে ক্ষতি কি। আমার কাছে মোটামুটি উইন্ডোজ ৯৮ থেকে শুরু করে ৮.১ প্রো পর্যন্ত আছে। জানি না কখন কোনটা লেগে যায়। এইতো সেদিন এক বিশেষ কাজের জন্য ৯৮ খোঁজ করছিলেন। নেটে খুঁজে পেয়ে গেলাম। সঙ্গে আমিও রেখে দিলাম। তাই আপনাদেরকেও উৎসাহিত করছি ওএস গুলো সংগ্রেহে রাখতে পারেন।
Serial Key file এর লিংক কমেন্টে দেয়া আছে।
ধন্যবাদ সবাইকে
এরকম আরো সফটওয়্যার পেতে চাইলে সংগে থাকুন
আমি রিজভী আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice tune .
Apnar ka6e ei rokom short file full version windows xp service pack 3 takle ameke din amar khub dorkar.