আমি এখন কম্পিউটার নেটওয়ার্ক এর একটি গুরুত্বপূর্ণ অংশ কথা বলতে চাই সেইতা হল MAC address . পুরা নাম MAC = Media Access Control .
এই টেকটিউন সাইট কতটুকু লেখা হইয়াসে তা টিক আমি জানি না। কিন্তু আমি যতটুকু জানি তাই লেখলাম।
Mac অ্যাড্রেস একটি OSI মডেল এর দ্বিতীয় স্তুরে একটি ঠিকানা । OSI মডেলের দ্বিতীয় স্তর ডাটা লিঙ্ক লেয়ার থাকে । ডাটা লিঙ্ক লেয়ারের দুটি সাব লেয়ার গঠিত হই ।
মিডিয়া অ্যাকসেস কনট্রোল (MAC) লেয়ার এবং লজিক্যাল লিংক কন্ট্রোল (এলএলসি) স্তর ।
কিভাবে একটি নেটওয়ার্ক ডাটা প্রেরণ করবে তার অনুমতির কাজটি MAC সাব লেয়ার নিয়ন্ত্রণ করে থাকে ।
MAC অ্যাড্রেস বিশ্বব্যাপী অনন্য এবং হার্ডওয়্যার তৈরি করা সময় MAC এড্রেসটি লেখা হই । এই কারনে MAC অ্যাড্রেস কে বার্ন অ্যাড্রেস বলা হই । উত্পাদন করার পরেও , অনেক ক্ষেত্রে সফটওয়ারে দ্বারা পরিবর্তন করা যেতে পারে ।
বিভিন্ন ধরনের দ্বিতীয় স্তর প্রযুক্তি যেমন ইথারনেট, টোকেন, 802.11, ব্লুটুথ, FDDI, এটিএম বিষয়ক, SCSI, এবং ফাইবার চ্যানেল গুলো Mac অ্যাড্রেস ব্যাবহার করে থাকে ।
MAC-ইথারনেট নির্দেশের মধ্যে সম্ভূত ঠিকানা ও MAC ঠিকানা কখনও কখনও ইথারনেট ঠিকানা হিসেবে উল্লেখ করা হয় ।
একটি MAC ঠিকানা 48 বিটের হই । এর মানে 281.474.976.710.656 MAC অ্যাড্রেস আছে ।
একটি সাধারণ mac অ্যাড্রেস এর নমুনা
00-0C-F1-56-98-AD
এই ঠিকানা প্রথম তিনটি বাইট (00-0C-F1) এই নেটওয়ার্ক ডিভাইস এর নির্মাতার সনাক্ত করা. এই ক্ষেত্রে এটা ইন্টেলে অ্যাড্রেস সনাক্ত করে ।
যখন ইন্টেল শেষ তিন বাইট বার্ন করে তখন ডিভাইসটি নির্মিত হয়েছিল ।
আমারা অনেকে জানি যে শুধু মাত্র ব্রোড ব্যান্ড লাইন বা ইথারনেট এর সংযোগ এ mac থাকে । এতা কিন্তু মতেও টিক নই ।
ওয়ারলেস নেটও mac থাকে । খুব সহজে আপনি আপনার mac পরিবর্তন করতে পারেন।
কমান্ড এর দ্বারা আপনি এটি বের করতে পারেন । রান -টাইপ cmd- ipconfig/all.
physical address দেখুন দেয়া আসে ওইটাই আপনার পিসি অ্যাড্রেস । যদি আপনি ওয়ারলেস নেট ব্যাবহার করেন তাহলে প্রথনে না পেতে পারেন স্ক্রল করে দেখুন আছে ।
অনেক আবার মনে করে কম্পিউটার আইপি দিয়া ট্রাক করা হই । কিন্তু আপনি কি একবারও জানতে পারছেন যে আপানার ওই আইপি অনেকে ব্যাবহার করে ।
ফাইন্ড করে দেখুন আপনার বাড়ি কম্পিউটার দেখাবে না । ঢাকা কিংবা অন্য কথাও সার্ভার অফিস দেখাবে ।
আপনি হইত MAC অ্যাড্রেস পরিবর্তন করে অন্য কারও বা হ্যাকার থেকে লুকিয়াই থাকতে পারবেন কিন্তু আপনার আইএসপি থেকে লুকাতে পারবেন না সেইটা কেন ওয়ারলেস নেট হোক ।
আমার লেখাটি ভাল লাগে তবে মন্তব্য করবেন।আমার একটি সফটওয়ারে দরকারি সাইট আছে এইলিংক দেখতে পারেন
আমি toukir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, আপনি কি গুগল অনুবাদ ব্যবহার করে এই ভাষা লিখেছেন? ভালো বাংলায় লিখতে না পারলে লেখার দরকার কি? আপনি যে বাংলা লিখেছেন, সেটা দুই অনুচ্ছেদের বেশি আমি পড়তে পারিনি। বাংলা না পারলে ইংরেজীটাই দিতেন, আমরা পড়ে নিতাম।