ধীরে ধীরে লিখে ফেললাম আমার ৫০ তম টিউনটি......... এক সময় শুধু নিয়মিত টেকটিউনস ভিজিটই করতাম
কিন্তু কখনও ভাবিনাই যে নিজেই একজন টিউনার হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো!! টেকির টিউনস গুলো নিয়মিত
পড়তাম আর ভাবতাম কিভাবে নিজেও কিছু টিউন করে অন্য টিউনারদের কাতারে নিজেকে একটু দাড়া করানো যায়!!!
যদিও অন্য টিউনারদের কাতারে দাঁড়ানো আমার মত একজন অধমের কখনই সম্ভব না! তারপরও একটু চেষ্টা করা আর কি????
তাই অনেক ভুল ভ্রান্তি নিয়েও চলে এলাম আজকের ৫০ তম টিউনে।
যাক অনেক কথা বলে ফেললাম, এবার মুল টিউনটি দেখুন। আপনাদেরকে আজ উপহার দিব মাত্র এক মেগাবাইটের উইন্ডজ এক্সপি ও নয় মেগাবাইটের উইন্ডজ সেভেন, ভাবছেন আমি পাগল হয়ে গেছি তাই না ? হা হা হা… এবার ডাওনলোড করে extract করে দেখুন, দেখবেন
আপনিই পাগল হয়ে গেছেন। xp ডাওনলোড করতে এখানে ক্লিক করুন, আর 7 এর জন্য এখানে অথবা এখানে ক্লিক করুন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন..................
আমার ব্লগে ঘুরে আসতে পারেন...............।
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
ভাই কিছু মনে করবেন না, আপনি কি এ-ই দুটি ফাইল ট্রাই করে দেখেছেন? যে Windows Xp এবং Windows 7 Setup দেওয়া যায় কি না? ভাই এসব Fake ফাইল তৈরী করা হয়েছিল Visitor দের আকর্ষন করার জন্য এবং তার মাধ্যমে বিভিন্ন উপায়ে আয় করার জন্য। ধন্যবাদ