আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন।
উইন্ডোজ ফোন ৮ একটি অসাধারণ fast and smooth operating system. স্টোর থেকে যেকোন অ্যাপ try করতে পারবেন। ইউজার ইন্টারফেস সম্পর্কে জানতে চাইলে youtube এবং nokia showroom এ গিয়ে দেখতে পারেন।
আপনারা যারা উইন্ডোজ ফোন ইউজ করেন বা উইন্ডোজ ফোন সম্পর্কে জানেন, তারা অনুগ্রহ পূর্বক রিভিউ দিন। এতে যারা ইউজার তাদের এবং যারা নতুন ফোন কিনতে চাচ্ছেন সবার অনেক উপকার হবে। আমি একটা community আশা করছি। কষ্ট করে টিউন টি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
আমি riasadrion। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি লুমিয়া ৬২০ ব্যাবহার করি। উইন্ডোজ ফোন সত্যিই অনেক ফাস্ট অ্যান্ড ফ্লুয়িড। কিন্তু সমস্যা হল অ্যাপস অ্যান্ড গেমস এর সংখ্যা কম, যদিও পরিস্থিতি পালটাচ্ছে অনেক তাড়াতাড়ি। ডোন্ট গো ফর উইন্ডোজ ফোন ৭। উইন্ডোজ ফোন ৮ Android এর মতো স্ল না। closed OS/ Ecosystem তাই malware, virus এর সমস্যা নেই। তবে অনেক ঝামেলাও আছে। কন ফাইল ম্যানেজার নেই, .mkv ফাইল চালান যায়না ইটিসি। তবে ভবিষ্যতে আপডেট এনে এগুলো ঠিক করা হবে আসা করা যায়। কারন all Windows Phone 8 can be upgraded to Windows Phone 9 when it will be available… thanks