সবাইকে আমার সালাম , প্রীতি ও শুভেচ্ছা ।
Biometric Security - সংক্ষিপ্ত আকারে এর মানে হচ্ছে , চেহারা বা কন্ঠস্বর বা হাতের আঙ্গুলের
ছাপ দিয়ে কোন ইলেকট্রনিক ডিভাইস বা প্রোগামকে UNLOCK করা ।
WEBCAM - সহজলভ্য ও প্রাপ্তি হিসেবে এটি সাধারণভাবে LAPTOP বা PC এর একটি অপরিহার্য
অংশ । এর সাহায্য নিজের চেহারা দিয়ে আপনি LAPTOP বা PC এর WINDOWS খুলতে পারবেন ।
তার জন্য ছোট একটা SOFTWARE ইনস্টল করতে হবে । পোষ্টের শেষে লিংক পাবেন DOWNLOAD
করার জন্য । অনান্যা সফ্টওয়্যারের মত এটাকে ইনস্টল করার পর অটোমেটিকভাবে ওপেন হবে আপনার
চেহারার ছবি নেওয়ার জন্য । আপনার WEBCAM তখন ACTIVATE হবে এবং বিভিন্ন PORTION এ
নিজের ছবি রেকর্ড করুন । এরপর এটি পরবর্তী ধাপে PASSWORD চাইবে আপনার FACE দিয়ে
PROFILE তৈরির জন্য । নিজের পছন্দমত PASSWORD দিন এবং SAME PASSWORD আপনার WINDOWS ADMINISTRATION USER ACCOUNT ও দিন । বুঝিয়ে বলছি , এ SOFTWARE
আপনার চেহারা ও পাসওয়ার্ড দিয়ে নিজে একটা USER ACCOUNT তৈরি করবে । যখন LAPTOP
বা PC ওপেন করবেন তখন এ SOFTWARE ও WINDOWS এর একসাথে দুটো USER ACCOUNT
পাবেন । প্রথমবার SOFTWARE টর USER ACCOUNT এ ক্লিক করুন ( পরেরবার এটা নিজেই চালু
হবে ) WEBCAM সয়ংক্রিয়ভাবে চালু হবে আপনার চেহারা দেখার পর চালু করবে WINDOWS ।
মনে রাখবেন , ইনস্টল করার পর WEBCAM চেহারার যে FLASH ও PORTION তুলবে আপনার
চেহারায় সেটা যেন সবসময় থাকে যখন LAPTOP বা PC চালু করবেন ।
SOFTWARE টি আগে ফ্রি ছিল না । এখন কিছু FEATURE ছাড়া বাকিটা ফ্রি করে দেওয়া হয়েছে ।
অনেক চেষ্ঠা করেছি CRACK এর জন্য । যেগুলো পেয়েছি কাজের বদলে অকাজ বেশি করেছে । চিন্তা
করবেন না , FREE VERSION এর ব্যবহার UNLIMITED ।
WINDOWS XP থেকে শুরু করে সর্বশেষ ভার্সনেও ইনস্টল করা যায় এমনকি APPLE MAC ভার্সনও
পাবেন । আশা করি আপনাদের ভালো লাগবে । প্রশ্ন থাকলে COMMENT করতে পারেন এবং নিচের
LINK থেকে DOWNLOAD করে নিন ।
আমি Metaloxide। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai ei software jodi amake e vule jay tokhon pc open korbo kivabe?!!