একই পিসিতে ব্যাবহার করুন একাধিক operating system যেমন: windows xp/7/8 & জানুন hard disk partition করার সহজ ২ পদ্ধতি।

অনেকে windows 8/7 দিয়ে বিপদে পড়েছেন।যেমন: পুরাতন সফটওয়্যার চলে না অথবা একাধিক ওপারেটিং সিস্টেম ব্যাবহার করতে চান।  কেমন হয় যদি একই কম্পিউটারে একাধিক ওপারেটিং সিস্টেম ব্যাবহার করা যায়।যেমন:windows 8/7/xp/linux.

এখন আপনাদের বলব কিভাবে একাধিক ওপারেটিং সিস্টেম একই কম্পিউটারে ব্যাবহার করা যায়।সাথে hard disk partition

ধরুন আপনি windows 8 ও windows xp করবেন।

প্রথমে windows xp  C drive এ install করুন।

এবার আপনি অন্য যে কোনো  drive এ windows 8 install করুন।তবে একই  drive এ windows 8 & windows xp  install করবেন না।

যদি আপনি ১টি নতুন partition এ  তৈরী করে তাতে  install করতে চান তবে নিচের পদ্ধতিতে অনুসরন করুন।

 hard disk partition করার ১ম পদ্ধতি

desktop থেকে  computer এ right click করে manage  এ যান।

এবার disk management এ যান।

এখন যে ডিস্ক কে partition করবেন তার উপরে right click করে shrink volume এ যান।

এখানে enter the amount of space in MB তে নতুন partition এর সাইজ দিন।তবে এখানে তা MB তে দিতে হবে।যেমন: ১০০০mb = ১GB

তবে windows 8/7 এর  install এর জন্য কমপক্ষে ১৬ জিবি সাইজ রাখবেন।এখানে total size after shrink in MB তে দেখতে পারবেন নতুন  partition এ সাইজ বরাদ্দ দেয়ার পর পুরাতন   partition এ কত ‍ সাইজ বাকি থাকবে।তবে আপনি ততটুকু সাইজ নিয়ে নতুন  partition করতে পারবেন যতটুকু সাইজ প‍ুরাতন  partition এ free space থাকবে।এই পদ্দতিতে নতুন  partition তৈরৗর সময় ডাটা হারাবার ভয় নেয়।

shrink দেয়ার পর disk management এ নতুন  partition দেখতে পাবেন।তবে তা ব্যবহার করতে পারবেন না বা তা কম্পিউটারে  show করবে না।কাজটি সম্পূর্ন  করার জন্য নিচের পদ্দতি ‍অনুসরন করুন। নতুন  partition ্এর উপর  right click করে new simple volume এ click করুন।

নতুন ডায়ালগ বক্স এর volume label এ  partition এর নাম দিয়ে next দিন। এর পর সব গুলোতে  next দিয়ে finish দিন।

এবার দেখবেন   partition হয়ে গেছে।

 hard disk partition করার ২য়পদ্ধতি

১মে http://partitionwizard.com/download.html softwar ti install  করে চালু করুন।

ধরুন ‍আপনি  J:PELU drive কে partition করবেন।এখন  J:PELU drive এর উপর right click করে split এ click করুন িএটি হবে নিচের মত

এখানে new partition size  এ আমি ১০ জিবি দিলাম।তবে এটি দিতে হবে  drive এর free size এর  থেকে।ওকে দিন।

দেখুন L: নামে নতুন একটি  partition তৈরৗ হয়েছে।

 

 

এবার apply এ click করুন।

yes দিন

অপেক্ষা করুন।

কাজ হয়ে গেছে।

দেখুন নতুন drive হয়ে গেছে।

এবার নতুন   partition এ windows 8  install করুন।তবে মনে রাখবেন  windows xp & 8/7 install করতে চাইলে  windows xp আগে  install করবেন।এর পর ৮/7   install করবেন।

তা না হলে  windows xp পরে  install  দিলে শুধু  xp চালাতে পারবেন।বি.দ্র: এই সমস্যা মোকাবেলা করা যায় তবে তা জামিলা।তাই আগে  xp   install  করে পরে  8/7 install করুন॥ এখন  কাজ শেষ হলে  কম্পিউটার restart দিন।

এখন boot manager দেখবেন।এটি নিচের ছবির মত

এই রকম দেখাবে যদি default ভাবে xp থাকে।এখানে earlier version of windows হল xp

এই রকম দেখাবে যদি default ভাবে  windows ৮ থাকে।

আপনি 30 সেকেন্ড এর মধ্যে operating system সিলেক্ট করে চালু করুন।

এখন উপভোগ করুন একাদিক os

যদি  default  operating system বা কমিপউটার  চালুর পরে উপরের ছবিটি আসার   30 সেকেন্ড এর  পর automatic ভাবে  windows ৮ /xp  চালু হওযা পরিবর্ত

ন করতে চাইলে নিচের প্দ্ধতি অনুসরন করুন।

desktop এ computer এর properties এ click করে  automatic system setting এ যান।

advanced এ যান।এখানে  start up and recovery এর  setting  যান।

এখানে default  operating system পরিবর্তন করে earlier version of windows বা xp/ 8/7 সিলেক্ট করে ok  দিন।

এখানে display operating system time পরিবর্তন করতে পারেন।

.................................

Abu Raihan Pelu

facebook: http://facebook.com/aburaihan.pelu

Level 0

আমি প্রোফাইল প্রোফাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

jotil

VALO LAGLO.

Level 0

অনেক সুন্দর লিখেছেন ভাই।

    Level 0

    @Maars: thanks for comment & reading

Level 0

ভাই, আমার C ড্রাইভে জায়গা খালি আছে ৮০ জিবি। কিন্তু Shrink করতে গেলে দেখায় ৯৯১০ মেগাবাইট বা ৯.৯ গিবি। এর বেশি Shrink করতে গেলে হয়না। আর জায়গা দেখায় ০। এখন আমি কি করতে পারি? কেউ জানালে উপকৃত হব। উল্লেখ্য, আমার ড্রাইভ ৩টি যথা, HP tools (1.5 GB), Local Disk C (149 GB) এবং System Reserved D (100 MB)

    Level 0

    @Maars: যেহেতু আপনার ৮০ জিবি খালি সেহেতু ২০ জিবি খালি রেখে enter the amount of space in MB তে ৬০০০০ বসিয়ে Shrink করুন

      Level 0

      ভাই, আপনি মনে হয় আমার কথা বুঝেননি। আমার C ড্রাইভে জায়গা খালি আছে ৮০ জিবি। কিন্তু Shrink করতে গেলে খালি জায়গা দেখায় ৯৯১০ মেগাবাইট বা ৯.৯ গিবি। অর্থাৎ আমি যদি এর বেশি মানে ৯ জিবির বেশি বা ১০ জিবি Shrink করতে যাই তবে Space After Shrink এর জায়গা দেখায় ০। আর নিচ থেকে Shrink এর অপশনটাও উধাও হয়ে যায়। মানে আমি যে Shrink এর উপর ক্লিক করবো তা ই থাকেনা। এখন আমি কি করতে পারি।

        Level 0

        @Maars:েএই রকম হবার কথা তো নয়।আপনি পার্টিসানের soft ব্যবহার করতে পারেন।

        Level 0

        @Maars: আপনি amount টা ঠিক ভাবে বসিয়েছেন কিনা দেখুন

          Level 0

          অনেকবার বসিয়েছি তাই ভুল হবার কথা নয়। যাই হোক, Partition এর কোন সফটওয়্যারতা ভাল হবে জানালে খুশি হব

        Level 0

        @Maars: partitionwizard.com/download.html ei soft dia try koren

        Level 0

        @Maars: পোস্টটি update করে দিয়েছি।

অনেক ধন্যবাদ আপনাকে আশাকরি কাজে লাগবে।

AMAR EKTI SOMOSSA HOYCE.
AMI PERTION KORECI. NOTUN DRIVE BANAICI KINTU SHOW KORCHE NA. NEW VOLUME
KORTE NEXT DEUR POR FINISH ASAR SOMOY LEKHA ACHE.
You cannot create a new volume in this unallocated space because the disk already contains
the maximu number of partitions.
Akhon to show korche a dike (F:) drive er size kome gece formate deua jacche na akhon ami ki korbo please help me.

    Level 0

    @Rihdoy Islam: NEW VOLUME করার সময় কোন রুপ পরিবর্তন না করে সব গুলোতে next click করেন।আর যদি নতুন partition করা VOLUME কে অন্য একটি VOLUME এর সাথে এক সাখে করতে চান বা পূর্বের অবস্থায় যেতে চান তবে পুরাতন VOLUME এ উপর right click করে extend volume অপশনে click করে ok করুন।

    Level 0

    @Rihdoy Islam: http://partitionwizard.com/download.html সফটওয়্যার দিয়ে পার্টিশন করতে পারেন খুব সহজে।

      Level 0

      @pelu: এটি ডাউনলোড় করে চালু করে নিচের কাজ গুলো করুন
      First select the segment of free space you would like to create a partition on by clicking on an Unallocated space in the main interface. Then there are three ways to initiate the Create Partition function.
      1. Click Partitions in the top menu » click Create
      2. Click Create in the Tool Bar
      3. Click Create partition under the group Partition Operations on the Action panel
      Partition Wizard supports file systems FAT12, FAT16, FAT32 and NTFS.
      After initiating the function, a dialog box will appear and you will decide on the following parameters:
      a. Main partition/logical partition.
      b. Drive letter.
      c. Type of file system.
      d. Cluster Size.
      e. Volume label of the partition.
      f. We recommend using the NTFS file system, as it is much more reliable and stable than FAT. For the Cluster Size, we recommend selecting default.

    Level 0

    @Rihdoy Islam: পোস্টটি update করে দিয়েছি।

অসংখ্য ধন্যবাদ

darun……………..

Var Amar Ekta Problem Hoy J : win7 ache Sei Obostai New Xp Set up Dile Win7 Boot Hoy Na mane XP ache Seven Nai ai provlem er joono ki korte pari plz Vai Tell Me

    Level 0

    @khanbappyCSE: windows 7 je drive e ace sei drive e abar windows 7 install korun.sob somoy windows 7/8 pore install korben

আমার ল্যাপটপে মাত্র ১টি ড্রাইভ। আমি পার্টিশনউইজার্ড কী ল্যাপটপে ব্যবহার করে পার্টিশন করতে পারবো? ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ। অনেক ভাল টিউন করেছেন। তবে ভাই আমার একটি অসুবিধা হল, আমার লেপটপে ৪ টি ড্রাইভ আছে। কিন্তু উইন্ডোজ সেটাপ দেয়ার সময় শুধু ২ টি ড্রাইভে সেটাপ নেয়। বাকি ২ টি ড্রাইভে সেটাপ নেয় না। তার মানে লেপটপ কিনার সময় যে ২ টি ড্রাইভ ছিল তাতে শুধু সেটাপ হয়। পরে আমি যেই দুইটি ড্রাইভ বানিয়েছি তাতে হচ্ছে না । দয়া করে সমাধান দিবেন আশা করি।

Level 0

@Amir Hossain: windows 8/xp install korte drive gulote 20 gb space rakhun.tahole asha kore,install hobe.jodi 20 gb space thakar poreo na hoi, tobe setup er somoy drive ti format kore install korun

Level 0

ami new je 28GB drive korlam tate win8 install dile load nei na. Format korle o nei na.It contains a dynamic volume not a system volume dekai. Dynamic k system volume kivabe korbo. kono bai janle upokarta koren.C DRIVE a win7 ase.

    Level 0

    @Saimon: setup dewar somoy drive ti format kore windows 8 install korun

Level 0

pls reply soon…. waiting…

    Level 0

    @Saimon: techtunes e comment notification system tai reply korte dari hoi

Level 0

আমিও আমার পিসিতে এমনটা করতে চাই । আমি ঠিক বুঝতে পারছিনা ।
আপনার মোবাইল নাম্বারটা যদি দিতেন ।

আমার মেইল আইডি [email protected]

Level 0

ভাইয়া আমি windows xp চালাই …. আমি কি এই xp uninstall না করেই এখন windows 8 সেটআপ দিতে পারবো? এবং একসাথে ২ তাই চালাইতে পারবো?

Level 0

আর আমি তো কোনো shrink এর অপসন পাচ্ছি না … plz help করেন

Level 0

@orko68: xp uninstall na kore onno drive windows 8 setup korun hobe.ami shrink option ta windows 7/8 er jonno boleci.
Ei system na parle
softwar ti use korun

Level 0

Format diyechi bai.Tarpor o It contains a dynamic volume not a system volume dekacche. Pls help….

Level 0

ami c drive e windows 7 use kori. notun drive 26 GB. PURA KHALI . format diyechi. tobo o win 8 setup hosche na. pls help….

ভাই কেউ আমাকে হেল্প করেন প্লিজ
কম্পিউটারের sund Driver চলে গেছে এখন কোথা থেকে download করব লিনক দেন প্লিজ ?
আমার কম্পিউটার এর detels

motherboard- Gigabyte GA-G31M-ES2C

Prossesor-Pentium(R) Dual-Core CPU E5300 2.60GHz 1.80 GHZ

Ram- 3 Gb

প্লিজ ভাই কেউ হেল্প করেন অনেক দিন খোজতেছি পাইতাছিনা,,কেউ যদি বলেন যে টাকা দিতে হবে ত আমি রাজি
প্লিজ প্লিজ প্লিজ হেল্প মে

আমার মোবাইল ০১৮৪৩০৪৪৪০২