অনেকে windows 8/7 দিয়ে বিপদে পড়েছেন।যেমন: পুরাতন সফটওয়্যার চলে না অথবা একাধিক ওপারেটিং সিস্টেম ব্যাবহার করতে চান। কেমন হয় যদি একই কম্পিউটারে একাধিক ওপারেটিং সিস্টেম ব্যাবহার করা যায়।যেমন:windows 8/7/xp/linux.
এখন আপনাদের বলব কিভাবে একাধিক ওপারেটিং সিস্টেম একই কম্পিউটারে ব্যাবহার করা যায়।সাথে hard disk partition ও
ধরুন আপনি windows 8 ও windows xp করবেন।
প্রথমে windows xp C drive এ install করুন।
এবার আপনি অন্য যে কোনো drive এ windows 8 install করুন।তবে একই drive এ windows 8 & windows xp install করবেন না।
যদি আপনি ১টি নতুন partition এ তৈরী করে তাতে install করতে চান তবে নিচের পদ্ধতিতে অনুসরন করুন।
hard disk partition করার ১ম পদ্ধতি
desktop থেকে computer এ right click করে manage এ যান।
এবার disk management এ যান।
এখন যে ডিস্ক কে partition করবেন তার উপরে right click করে shrink volume এ যান।
এখানে enter the amount of space in MB তে নতুন partition এর সাইজ দিন।তবে এখানে তা MB তে দিতে হবে।যেমন: ১০০০mb = ১GB
তবে windows 8/7 এর install এর জন্য কমপক্ষে ১৬ জিবি সাইজ রাখবেন।এখানে total size after shrink in MB তে দেখতে পারবেন নতুন partition এ সাইজ বরাদ্দ দেয়ার পর পুরাতন partition এ কত সাইজ বাকি থাকবে।তবে আপনি ততটুকু সাইজ নিয়ে নতুন partition করতে পারবেন যতটুকু সাইজ পুরাতন partition এ free space থাকবে।এই পদ্দতিতে নতুন partition তৈরৗর সময় ডাটা হারাবার ভয় নেয়।
shrink দেয়ার পর disk management এ নতুন partition দেখতে পাবেন।তবে তা ব্যবহার করতে পারবেন না বা তা কম্পিউটারে show করবে না।কাজটি সম্পূর্ন করার জন্য নিচের পদ্দতি অনুসরন করুন। নতুন partition ্এর উপর right click করে new simple volume এ click করুন।
নতুন ডায়ালগ বক্স এর volume label এ partition এর নাম দিয়ে next দিন। এর পর সব গুলোতে next দিয়ে finish দিন।
এবার দেখবেন partition হয়ে গেছে।
hard disk partition করার ২য়পদ্ধতি
১মে http://partitionwizard.com/download.html softwar ti install করে চালু করুন।
ধরুন আপনি J:PELU drive কে partition করবেন।এখন J:PELU drive এর উপর right click করে split এ click করুন িএটি হবে নিচের মত
এখানে new partition size এ আমি ১০ জিবি দিলাম।তবে এটি দিতে হবে drive এর free size এর থেকে।ওকে দিন।
দেখুন L: নামে নতুন একটি partition তৈরৗ হয়েছে।
এবার apply এ click করুন।
yes দিন
অপেক্ষা করুন।
কাজ হয়ে গেছে।
দেখুন নতুন drive হয়ে গেছে।
এবার নতুন partition এ windows 8 install করুন।তবে মনে রাখবেন windows xp & 8/7 install করতে চাইলে windows xp আগে install করবেন।এর পর ৮/7 install করবেন।
তা না হলে windows xp পরে install দিলে শুধু xp চালাতে পারবেন।বি.দ্র: এই সমস্যা মোকাবেলা করা যায় তবে তা জামিলা।তাই আগে xp install করে পরে 8/7 install করুন॥ এখন কাজ শেষ হলে কম্পিউটার restart দিন।
এখন boot manager দেখবেন।এটি নিচের ছবির মত
এই রকম দেখাবে যদি default ভাবে xp থাকে।এখানে earlier version of windows হল xp
এই রকম দেখাবে যদি default ভাবে windows ৮ থাকে।
আপনি 30 সেকেন্ড এর মধ্যে operating system সিলেক্ট করে চালু করুন।
এখন উপভোগ করুন একাদিক os
যদি default operating system বা কমিপউটার চালুর পরে উপরের ছবিটি আসার 30 সেকেন্ড এর পর automatic ভাবে windows ৮ /xp চালু হওযা পরিবর্ত
ন করতে চাইলে নিচের প্দ্ধতি অনুসরন করুন।
desktop এ computer এর properties এ click করে automatic system setting এ যান।
advanced এ যান।এখানে start up and recovery এর setting যান।
এখানে default operating system পরিবর্তন করে earlier version of windows বা xp/ 8/7 সিলেক্ট করে ok দিন।
এখানে display operating system time পরিবর্তন করতে পারেন।
.................................
Abu Raihan Pelu
facebook: http://facebook.com/aburaihan.pelu
আমি প্রোফাইল প্রোফাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
jotil