কিছু ছোট সফটওয়্যার ,আপনার কাজে আসবে ৯৯% (বিশ্বাস না হলে একবার পোস্টটি দেখুন)

السلام عليكم আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।এটা আমার ২য় পোস্ট ।আজ আমি আপনাদের সাথে কিছু সফটওয়্যার শেয়ার করব।আশা করি আপনাদের ভাল লাগবে।

চলুন শুরু করি......।

ছবি+ফাইল (সাইজঃ ৩০৭ কেবি)

এই সফটওয়্যার এর মাধ্যমে ছবির ভিতর ফাইল লুকিয়ে রাখতে পারবেন।এই রকম পোস্ট টিটি তে

আগেও হয়েসে , সেটা “jpg image এর ভিতর কিভাবে প্রয়োজনীয় ফাইল লুকিয়ে রাখবেন’’ এই নামে

কিন্তু সেটা সফটওয়্যার ছাড়া, আর আমি দেখাব সফটওয়্যার দিয়ে...

১) প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করুন এখানে ক্লিক করুন

২) এবার আপনার ছবি(jpg) নিবাচিত করুন

৩) এবার যে ফাইলটি ছবির ভিতর লুকিয়ে রাখবেন সেটি রার (rar) ফরম্যাট এ কম্পপ্রেস করুন

এবং নিবাচিত করুন

8) তৈরী ফাইল টি যেখানে save করে রাখবেন তা নিবাচিত করুন

৫) ওকে প্রেস করুন......কাজ শেষ

৬) ফাইল টি তে ক্লিক করলে ছবি ওপেন হবে

৭) আর ছবিটি কে ওপেন উইথ winrar/7zip দিলে আপনার লুকান ফাইল দেখতে পারবেন...।

[এখানে ক্লিক করবেন না]

উইন্ডোজ এর startup সাউন্ড পরিৱ‌তন করুন (size:2.60 mb)

১) প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করুন এখানে ক্লিক করুন

২) এবার আপনার পছন্দের মিউজিক ফাইল টি সিলেক্ট করুন ফাইল টি wmv

ফরম্যাট এর হতে হবে। ডাউনলোড করা ফোল্ডার এ কিছু সাউন্ড ফাইল পাবেন

৩)play তে ক্লিক করুন। আপনার দেয়া ফাইল টি প্লে হলে কাজ শেষ

উইন্ডোজ ৭ এর মত এক্সপি তে ওয়াল পেপার চেঞ্জার (size:326 kb)

সফটওয়্যার টির নাম হল-Any Wall paper. এটি ব্যবহারে পিসি স্লো করবেনা ও ব্যবহারবিধি অতি সহজ। অবশ্য এটি একটি ফ্রিওয়্যার। টাকা দিয়ে ক্রয় করতে হবে না। সফট ওয়্যারটি আমার লিংক সাইট থেকে প্রথমে ডাউনলোড করে ইনষ্টল করে নিন।

১) প্রথমত আপনাকে যে কোন ড্রাইভে গিয়ে একটি ফোল্ডার তৈরি করতে হবে-এবার আপনার পচ্ছন্দের ছবি গুলো ঐ ফোল্ডারে যোগ করবেন।

২) এবার সফট ওয়্যারটি ওপেন করে Add বাটনে ক্লিক করে আপনার তৈরি করা ফোল্ডারটি দেখিয়ে দিন। যে ড্রাইভটা আসবে সেখানে টিক মার্ক দিন। (যেমন উপরের ছবিতে-D:/Bitmap)

৩) এবার Option এ- ক্লিক করে সেটিংস ঠিক করে দিন। Ok করুন। এবার উপভোগ করুন। ভূলেও আপডেট করবেন না। এই কাজটি এক্সপি সিস্টেমে করা হয়েছে আমি নিজেও ব্যবহার করছি।

আপনার কম্পিউটার ছেলে না মেয়ে(size:151 bytes)

১) আপনার কম্পিউটার ছেলে না মেয়ে জানে হলে ডাউনলোড করুন

২) ক্লিক করে ওপেন করুন

৩) ছেলে কণ্ঠ শুনতে পেলে আপনার কম্পিউটার ছেলে

আর মেয়ে কণ্ঠ শুনতে পেলে আপনার কম্পিউটার মেয়ে

[ভূত দেখতে চাইলে এখানে ক্লিক করুন]

সেভেন ও ভিস্তায় God Mode এক্টিভেট করুন এবং উপভোগ করুন সুপার কন্ট্রোল প্যানেলঃ

সেভেন বা ভিস্তার কন্ট্রোল প্যানেলে ঢুকে কাজ করতে অনেকে অনেক কিছু খুজে পাননা। তারা গড মোড অ্যাক্টিভেট করার মাধ্যমে এই সমস্যার সমাধান পাবেন। সব রকম কন্ট্রোল সিস্টেম একসাথে পাওয়া যায় বলেই একে গড মোড বলা হয়ে। এই অপশন অ্যাক্টিভেট করার জন্য যা যা করতে হবেঃ

১. ডেক্সটপের যেকোনো খালি যায়গায় একটি নিউ ফোল্ডার (New Folder) খুলুন,

২. এবার এটি রিনেম করুন এই নামেঃ GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

৩. এন্টার প্রেস করুন।

ব্যাস গড মোড রেডি। এখন এটাকে নিজের মত ব্যবহার করতে পাবেন। এটি উইন্ডোজ সেভেন ও ভিস্তা তে কাজ করবে।

ফেসবুক স্ট্যাটাস

১)
▀██▀─▄███▄─▀██─██▀██▀▀█
─██─███─███─██─██─██▄█
─██─▀██▄██▀─▀█▄█▀─██▀█
▄██▄▄█▀▀▀─────▀──▄██▄▄█ এরকম আর্ট চাইলে ক্লিক করুন

২) এরকম লিখতে চাইলে ক্লিক করুন

আপনার উইন্ডোজ ভাল না খারাপ জানতে, একটি ফোল্ডার খুলন এবং নাম দিন

Con   যদি ফোল্ডার টির  নাম con দিতে পারেন তাহলে আপনার উইন্ডোজ খারাপ আর যদি না

তাহলে আপনার উইন্ডোজ ভাল

[উপরের নিয়মটি শুধু ফ্যান করার জন্য, এর মাধ্যমে উইন্ডোজ যাচাই করা যায় না]

আমার ফেসবুক পেজ- ক্লিক করুন

আমার ওয়েবসাইট- ক্লিক করুন

আমার ফেসবুক আডি- থাক, দিমু না

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ-

Level 0

আমি Dark shadow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Good Tips !!

ধইন্না+++

Aowlad Hossain , মোহাম্মদ খালিদ হোসাইন ও সাইকেলের পাইলট™ ভাই কে ধন্যবাদ কমেন্ট করার জন্য………

thanktou

Level 0

Thanks Bro.Evabei amader jonno valo post kore jaben

image hide ar prothom software ar khetre file ta pore pabo kothae.

Level 0

ছোট ছোট হলেো প্রয়োজনিয় টিউন..ধন্যবাদ আপনাকে

……………………………. কমেন্ট করার জন্য আপনাদের সকল কে ধন্যবাদ জানাই………………………………..

@sohag sahjee ভাই এর প্রশ্ন টা ঠিক বুঝতে পারিনি… তার পরও আমি ধাপ গুল আবার বলছি
১) ১টি ফরম্যাট এর ফাইল , যেমন- A.jpg
২) যে ফাইল টি লুকাবেন, সেটি rar/zip ফরম্যাট এ কম্পপ্রেস করুন , ধরুন – B.rar
৩) এবার ও এ ক্লিক করে ফাইল গুল দেখিয়ে দিন
৪) ক্লিক করে , যেখানে সেভ করতে চান , সে স্থান দেখিয়ে , নতুন নাম দিয়ে সেভ করুন…ধরুন- AB
৫) সবকরা হলে , আপনি পিকচার পাবেন, – AB.jpg
৬) এবার AB.jpg ফাইল টি কে ওপেন উইথ winrar/7zip দিলে, লুকান ফাইল দেখতে পাবেন……..
আশা করি আর সমস্যা হবে না…….

Level 2

valo laglo.

sohel3042 ভাই , ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Level 0

ধন্যবাদ

Level 0

Darun hoisay vai

Level 0

id dimu? na thak dimu na moja lagse doinnobad

Khub valo laglo……