আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো।
আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা কম্পিউটারে দ্রুত কাজ সম্পাদন করতে কমাণ্ড ব্যাবহার করে থাকি।
আজ আমি আপনাদের জন্য অতি প্রয়োজনীয় কিছু সিস্টেম ইউটিলিটি কমাণ্ড ও ডস কমাণ্ডের প্রয়োগ দেখাব। আশা করি এগুলো ব্যাবহার করে আপনারা আপনাদের কাজ আরো দ্রুত সম্পন্ন করতে পারবেন।
সমস্ত সিস্টেম ইউটিলিটি কমান্ডগুলো Run প্রোগ্রামের সঙ্গে খুলুন Windows button এবং R একসঙ্গে চেপে ধরে রান চালু করুন তারপর কমাণ্ড লিখুন।
সিস্টেম ইউটিলিটি কমান্ড তালিকা
Msconfig = সিস্টেম কনফিগারেশন টুল চালু করতে।
Diskmgmt.msc = ডিস্ক ম্যানেজমেন্ট চালু করতে।
Devmgmt.msc = ডিভাইস ম্যানেজার ওপেন করতে।
Compmgmt.msc = কম্পিউটার ম্যানেজমেন্ট ওপেন করতে।
Control = কন্ট্রোল প্যানেল চালু করতে।
Sysdm.cpl = সিস্টেম প্রোপারটিজ দেখতে।
Regedt32 or regedit = রেজিস্ট্রি এডিটর ওপেন করতে।
dfrgui.exe = ডিস্ক ডিফ্রাগমেন্ট করতে।
cleanmgr.exe = ডিস্ক পরিস্কার করতে।
মাইক্রোসফট এর ডস কমান্ড তালিকা:
রান থেকে Cmd লিখে মাইক্রোসফট এর কমান্ড প্রম্পট খুলে ডস কমাণ্ডগুলো প্রয়োগ করা হয়।
Dir = ফাইল এবং ফোল্ডার তালিকা দেখতে।
Cd = এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে যেতে।
Mkdir / md = নতুন ফোল্ডার তৈরী করতে।
Copy = ফাইল কপি করতে।
Xcopy = ফোল্ডার সহ ফাইল কপি করতে।
Del = কোন ফাইল মুছে ফেলতে।
Rmdir = ফাইল সহ ফোল্ডার মুছে ফেলতে।
Edit = টেকস্ট ফাইল তৈরী ও এডিট করতে।
Type = ফাইল ওপেন না করে ফাইলের বিষয়বস্তু দেখতে।
Move = ফাইল অন্য কোথাও মুভ করতে।
Rename / ren = ফাইল এবং ফোল্ডার রিনেম করতে।
Chkdsk = ডিস্ক এরর চেক এবং রিপেয়ার করতে।
Format = ডিস্ক পার্টিশন ফরমেট করতে।
Convert = FAT32 ফাইল সিস্টেম থেকে NTFS Files system এ কনভার্ট করতে।
Attrib = ফাইলের attributes ম্যানেজমেন্ট এর জন্য।
Shutdown = কম্পিউটার শাটডাউন করতে।
লেখায় কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো বা মন্দ অবশ্যই মন্তব্য করবেন যাতে ভুলগুলো শুধরে নিতে পারি।
ভালো থাকবেন সবাই।
আমি Tiplu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কমন কয়েকটা দিয়েছেন।আনকমন কিছু কমান্ড এড করেন।