আপনার MICROSOFT OFFICE কে আরও বেশি আকর্ষনীয় , আরও বেশি কার্যকরী ও সুন্দর করে তুলুন ছোট্ট একটি SOFTWARE দিয়ে।

আপনার MICROSOFT OFFICE কে আরও বেশি আকর্ষনীয় , আরও বেশি কার্যকরী ও সুন্দর করে তুলুন ছোট্ট একটি SOFTWARE দিয়ে। আমরা বিভিন্ন NET BROWSER যেমন মজিলা ফায়ারফক্স, ক্রোম, ফ্লক, ইত্যাদি ব্যবহার করি। যেগুলোতে এক সাথে অনেক গুলা নিউ ট্যাব খুলে কাজ করতে পারি। সে রকম ভাবেই আজকের উল্ল্যেখিত সফটওয়্যার টি ব্যবহার করে OFFICE এর একটা উইন্ডোতে যতগুলো খুশি ততগুলো NEW TAB খুলে কাজ করতে পারবেন। পারবেন প্রতিটা ট্যাব কে আপনার পছন্দের রঙ এ রাঙ্গিয়ে নিতে ।

আশা করি আপনাদের সকলদের software টি ভাল লাগবে।

Software টির নিউ ভার্সন 9.5. বেরিয়েছে কিছু দিন আগে।

এই সফটওয়্যার টির ফ্রী ভার্সন ডাউনলোড করতে পারবেন। তবে ফ্রী ভার্সন এ কিছু অপশন বন্ধ থাকে। সফটওয়্যার টির ২ টি প্যাকেজ আছে।

১। Office Tab Enterprise

২। Office Tab

অফিসের যে ভার্সন গুলি সাপর্ট করে............।।

আসলে এটি একটি Add-in

১।  এটা ব্যবহার করে ওপেন থাকা সব গুলা ট্যাব এর ডকুমেন্ট সেভ বাটন এ এক ক্লিক করে এক বারেই সেভ করতে পারবেন।

২।  কোন ডকুমেন্টের নাম যত বড়ই হোক না কেন প্রতিটা ট্যাব এ পুরা নামটাই Show করবে।

৩।  নিউ ভার্সন এ আপনি ট্যাব এ রাইট বাটন ক্লিক করেই ফাইল rename করতে পারবেন। এর জন্য বার বার আপনাকে save as ক্লিক করে চেঞ্জ করতে হবে না।

৪।  অফিস ট্যাব অনেক শর্টকাট সাপর্ট করে। যা আপনি নিজেই প্রয়োজন মত পরিবর্তন করে নিতে পারবেন।

৫।  আপনি কোন ট্যাব ক্লোজ করতে সেই ট্যাব এর উপর ডাবল ক্লিক করলেই হবে।

৬।  প্রতিটা ট্যাবকে আলাদা আলাদা কালার দিয়ে রাঙ্গাতে পারবেন। ট্যাব এর উপর রাইট ক্লিক করে কালার অপশন সিলেক্ট করুন।

আর ও বিস্তারিত সেটিংস এর জন্য ট্যাব এ রাইট ক্লিক করে Tab for Word Options সিলেক্ট করুন। এরকম

স্ক্রীন দেখতে পাবেন

অফিস ট্যাব এর  নতুন ভার্সন টি ফ্রি ডাউনলোড করুন...।

ডিরেক্ট লিঙ্ক-   http://www.extendoffice.com/downloads/SetupOfficeTabFreeEdition.exe

নিউ    Office Tab Enterprise এর ফ্রি ভার্সন নেই।।

ট্রায়াল ভার্সন ৩০ দিনের।

মুল সফটওয়্যার ওয়েবসাইট--http://www.office-tabs.com/         &        http://www.extendoffice.com/

আমার কাছে এটার 9.1 & 9.2 ভার্সন দুটো আছে   সিরিয়াল কি সহ ।

যেটা তে উপরের ছবিতে যে রাইট এবনফ লেফট সাইড এক্সটেন্ডেড ট্যাব মেনু দেখছেন সেটা পাবেন না। এজন্য office tab এর ফ্রি ভার্সন ব্যাবহার করতে পারেন।

টরেন্ট এখন ও  অ্যাক্টিভ আছে এজন্য মিডিয়া ফায়ার লিঙ্ক আর দিলাম না...

Office Tab Enterprise  9.2 এর টরেন্ট লিঙ্ক...     http://www.torrenthound.com/download/2b4cd4dbda0529d692349512aaaae3cb984b47da  

    Office Tab Enterprise  9.1 এর টরেন্ট লিঙ্ক... http://www.torrenthound.com/torrent/b916cefce69cffdc90408fbe2de6c47504fe09f2

Torrent speed কম পেলে zbigz.com ব্যবহার করবেন।

আর লিঙ্ক না কাজ করলে আমি পরে সফটওয়্যার   অ্যাড-ইন  টি up করে দিব।

Office Tab Enterprise এর নিউ ভার্সন কী সহ কেউ পেলে লিঙ্ক দিয়েন...

আর হ্যা ...।

BCS EXAM  এর preparation জন্য একটা ফেসবুক পেজ শুরু করা হয়েছে ... ঘুরে আসতে পারেন এখান থেকে...   http://www.facebook.com/Bcsstudy

যদি ভাল লাগে লাইক দিয়েন। আর না লাগলে তো.................................।

আজ বহু দিন পর টিউন করলাম।।

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন...।

সবাই ভাল থাকবেন........................।।

কমেন্ট করবেন প্লিজ.........যাতে পরবর্তীতে ভাল টিউন করতে পারি...............।

টেক টিউন্স দীর্ঘজীবি হোক.....................

A.L.

Level 0

আমি Apu mondal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

HA HA HA..............LOL..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

খুবই উপকারি টিউন। তবে আপনার লাইসেন্স ফাইল এ ভাইরাস আছে।

Level 0

9.2 ভার্সন টা আমার পিসি তে ক্যাস্পারস্কি দিয়ে স্ক্যান করা আছে……।। ইটস ক্লীন ভাইয়া
………।।

name – Tracy Shaffer-1
key – 000016-Q4F8Y7-Y79K5Q-2BHBZE-8QB29N-Q15BHF-3J3R8Y-GC2XPE-XK8T0Q-UJ02K9

    Level 0

    @Labonnapu: the serial key you are given is not working.you say you have the serial key of office tab 9.1 & 9.2. I request you to give the serial key of office tab 9.1 & 9.2 or any serial of office tab by whom i can continue to my use of the tool.Thanks.+++++++++

আফসোস, নতুন ভার্শনটা অফিস ২০১৩ সাপোর্ট করে না।

Level 0

onek sondor akta tune hoise…
brother torrent na diye plz mediafire link ta den plz….

Level 0

ধন্যবাদ আপনাকে এমন একটি উপকারি এর কার্যকরী প্রোগ্রাম শেয়ার করার জন্য।

Labonnapu অনেক ধন্যবাদ আপনাকে সাজিয়ে গুছিয়ে টিউনটি করায়। কিন্তু আফসুস অফিস ২০১৩ ব্যবহার করি কোন কাজেই আসলোনা

office 13 r jonno akti valo download link diyen to keu . Amar dorkar . Karo jana thakle link ti diyen

    Level 0

    @Md Arif Hossain: আপনি চেয়েছেন তাই দিলাম…
    ৫ টি পার্ট এ বিভক্ত…প্রথম চারটি ২০০mb করে আর একটি একটু কম…… মিডিয়াফায়ার লিঙ্ক…
    এতে Adf.ly এর Ad আছে…আগেই বলে দিলাম…যদি আপনার ইচ্ছা না হয় তাহলে ডাউনলোড করবেন না…কারন Ad দেখলে অনেকেই খারাপ ভাবতে পারেন…আপনার সমস্যা না থাকলে এখান থেকে অফিস ২০১৩ ডাউনলোড করতে পারেনঃ
    http://tknowmore.blogspot.com/2013/01/microsoft-office-professional-plus-2013.html