কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের কে নতুন কিছু দেয়ার চেস্টা করবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি android নিয়ে ধারাবাহিক ভাবে পোস্ট করবো। যাই হোক কাজের কথায় আসি। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার android ফোনে windows 95 ব্যবহার করবেন।
প্রথমে এখানে ক্লিক করে জিপ ফাইলটি ডাউনলোড করে নিন।
এখন আনজিপ করুন।
এখন আনজিপ করা ফোল্ডারে ঢূকে apk ফাইলটি কপি করে ফোনের internel মেমোরী তে কপি করুন।
এখন দেখুন আনজিপ করা ফোল্ডারের ভিতর sd card নামের একটা ফোল্ডার আছে, তার ভিতর sdl নামের একটা ফোল্ডার আছে। ফোল্ডার টা কপি করে apk ফাইলের সাথে পেস্ট করুন।
এখন আপনি apk ফাইলটি ইন্সটল করুন এবং ওপেন করুন। এখন আপনার আর কোনো কাজ নেই শুধু তাকিয়ে দেখুন আর কয়েক মিনিট অপেক্ষা করুন। ব্যস, আপনার জন্য windows 95 প্রস্তুত। তাও আবার আপনার ফোনে।
কিছু সমস্যা
১। আপনার মোবাইলে এটা ফুল স্ক্রিন হবে না।
২। এটা একটূ স্লো কাজ করবে।
কিছু সুবিধা
১। যখন আপনি শাট ডাউন করবেন তখন আপনি আবার android অপারেটিং সিস্টেম এ ফিরে যাবেন।
২। windows 95 সেটাপ এর জন্য পারদর্শী হউয়ার দরকার নাই।
সুতরাং আপনি নিশ্চিন্তে windows 95 ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলে।
আর কোনো সমস্যা হলে আমি তো আছি। ব্যস্ততার জন্য স্ক্রীনশট দিতে পারলাম না, এর জন্য ক্ষমা প্রার্থী।
আপনাদের যদি আমার এই টিপস ভালো লাগে তাহলে আমার সাইট টা একটু ভিজিট করে বলবেন কেমন হলো।
আমার সাইটে যা যা পাবেনঃ
১। কেনা বেচা
২। চাকূরী খোজা
৩। বাংলা মিউজিক স্টেশন
৪। বাইকের তথ্য এবং বাংলাদেশের দাম
৫। বিজনেস ডিরেকটরী
আমি কার্জন জাহাঙ্গীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
android নিয়ে ধারাবাহিক ভাবে পোস্ট -চালিয়ে যান । আপনি কী Android Software Develop করতে পারেন ?