আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যে টিউনটি প্রকাশ করতে যাচ্ছি তা হলো কোনো রকম সফটওয়্যার এর ব্যবহার ছাড়াই কিভাবে পেনড্রাইভ বুটেবল করতে হয়।
প্রথমত, আপনাকে পেনড্রাইভটি পিসিতে প্রবেশ করিয়ে start মেনু থেকে run কমান্ডের সাহায্যে cmd প্রোগ্রামটি চালু করতে হবে। লক্ষ্য রাখবেন যাতে, পেনড্রাইভ খালি থাকে। এবার DISKPART কমান্ডটি CMD প্রোগ্রামে লিখুন। আলাদা একটি উইন্ডো আসবে। এতে LIST DISK লিখে এন্টার চাপুন। এবার নিচের কমান্ডগুলো এক এক করে দিন।
SELECT DISK 1
CLEAN
CREATE PARTITION PRIMARY
SELECT PARTITION 1
ACTIVE
FORMAT FS=NTFS
ASSIGN
EXIT
এবার কমান্ড উইন্ডোটি মিনিমাইজ করে windows 7 or 8 DVD ইনসার্ট করুন। আপনার DVD drive letter (example 'H') এবং PEN DRIVE letter (example 'I') দুটিতে লক্ষ্য রাখুন। কমান্ড উইন্ডোতে H: CD BOOT এবং CD BOOT লিখুন। সর্বশেষ BOOTSECT.exe /NT60 I: কমান্ডটি লিখে এন্টার বাটন চাপুন।এবার উইন্ডোজ DVD এর কন্টেন্টগুলো পেনড্রাইভে কপি করে নিন।
তৈরি হয়ে গেল আপনার বুটেবল পেনড্রাইভ। তবে এই প্রোগ্রামটি উইন্ডোজ এক্সপি তে কাজ করবে না।(উইন্ডোজ ভিস্তা, সেভেন এবং এইট এর জন্য)
আমি hridoycufl। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai ata hocha na, amar pendrive format o hoi na, kivaba format korbo ?? ami ata use korbo na