টেক টিউন এর টেকনিক্যাল এক্সপার্ট যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষন করছি, আপনারা যারা অহরহ উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক থ্রি বিভিন্ন মেশিনে ইন্সটল করে থাকেন হয়তো আমাকে সাহায্য করতে পারেন। সম্প্রতি আমার এক ছোট ভাই তার একটি পার্টিশনে উইন্ডোজ এক্সপি এর সার্ভিস প্যাক থ্রি ইন্সটল করেছে, কিন্তু তার কম্পিউটার ডিস্প্লে ড্রাইভার ইন্সটল করার পর স্বয়ংক্রীয় ভাবে রিস্টার্ট হয়ে যাচ্ছে স্টপ এরর শো করার পর। তার ডিসপ্লে কার্ডটির নাম হচ্ছেঃNVIDIA GefORCE 7050/NVIDIA nForce 610i .
আমি অবশ্য ইন্টারনেটে এই সমস্যা সমাধানের উপায় খুজছি, ইতপুর্বে আমার ল্যাপটপে এটি আই ডিস্প্লে কার্ডের এধরনের সমস্যা হলেও তার পরিত্রান পেয়েছিলাম, সেফ মোড এ ড্রাইভার ইন্সটল করে।এর মধ্যে বেশ কয়েকবার সেফ মোড এ ড্রাইভার ইন্সটলেশন ফাইল রান করা হয়েছে, কিন্তু লাভ হয়নি, স্ট্যান্ডার্ড ড্রাইভার (জেনেরিক) ব্যবহার করলে, হাই কোয়ালিটির কালার আউট পুট পাওয়া যাচ্ছে না। আপনাদের কেউ যদি একই সমস্যায় পড়ে থাকেন, এবং পরবর্তিতে তার সমাধান করে থাকেন, এখানে জানালে উপকৃত হব। সবাইকে অগ্রিম ধন্যবাদ।
আমি সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অতি সাধারন একজন মানুষ। তাই দেশ ও দশের উপকারে আসে এমন কিছু উদ্ভাবন করে অসাধারন হবার চেষ্টায় নিজেকে ব্যস্ত রাখার তীব্র ইচ্ছা টাকে পুরন করাই আমার হবি, হা হা হা। ইলেক্ট্রনিক যন্ত্রপাতি আর বিজ্ঞান বিষয়ক বই আমাকে দারুন ভাবে আকর্ষন করে থাকে। পেষায় একজন কম্পিউটার প্রকৌশলী।
এক্সপি সার্ভিস প্যাক থ্রী চরম ফালতু…
আমি একবার ইন্সটল করেছিলাম । অনেক সফটওয়ার সাপর্ট করে না ।
এর একমাত্র সমাধান হচ্ছে… সার্ভিস প্যাক টু ইন্সটল করা ।