OS Editing:এসো Gruping এর মাধ্যমে Windows XP OS কে Edit করে নিজের মনের মতো বানাই।(পর্ব-০2)

Easy Mod:

আশা করি আপনারা ভালো আছেন।আমি আমিনুল ও ভালো আছি তাই আপনাদের জন্য আজ আমি windows xp os edit এর ২য় part নিয়েএলাম।২য় part বুঝার জন্য ১ম part পড়তে হবে আর যদি না পড়ে থাকেন তাহলে একানে ক্লিক করে পড়ে নিন

আপনারা অনেকেই উপরে Easy mod লিখা টি দেখে আবাক হয়েছেন মনে হয়। আমি windows edit tune গুলো কে দুই ভাগে বাগ করেছিঃ

১।Easy Mod, -নিজের computer er উইন্ডোজ file কে এডিট করা।

২.Hard Mod-windows xp setup cd কে edit করা।

আমি ভাবলাম যে সুরুতেই যদি আমরা কঠিন জিনিস শিখি তাহলে অনেক কিছু শিখতে পারবো না আর লিখে অনেক কিছু শিখা যায় না,তাই আমি video tutorial করলাম।video tutorial টি download এর আগে আমরা জানে নেই যে easy mod এ আমরা কি কি শিখিবঃ

১. Explorer-Windows Start Menu Bottom & Text Logg.

2.Them Making

3.Shell 32-computer এর প্রাই অরধেক ছবি

৪.nslookup-computer boot screen

5.loginai.computer log off screen

 

এগুলুই আমরা শিখব easy mod এ আর heard mod এর কথা পড়ে আলউচনা হবে।

তা হলে আজ আমরা শিখব কিবাবে Windows Start Menu Bottom & Text এডিট করতে হবে।

 

 

 

 

Video Download এর আগে আমাদের একটি softwear download করতে হবে।

Softwear:

Name:Resurce Hacker (reshack.exe)

Size:1.57 MB

DOWNLOAD

Tuterial:

 

Video Tuturial Download:6 MB.zip

 

 

যে সময়ই video শেষ হয়ে যাবে তখন Computer restart করবেন।

আমার বিষেশ ভাবে Help পেতে আর gruping এর মাদ্দমে windows os বানাতে চাইলে facebook grup এ join করুন।

Whatsapp Number-01856694948

Face Book Grup-https://web.facebook.com/groups/1640182212932516

 

Level 0

আমি মাইক্রো রাযার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আমিনুল।বলতে পারেন বড় রকমের এক প্রযুক্তিপ্রেমী।আমার টিউনগুলোর অধিকাংশই হবে টিপস এন্ড ট্রিকস নির্ভর,আমাদের জীবনে প্রতিনিয়তই যেগুলোর দরকার হয়।এছাড়া অন্যান্য বিষয়েও যথেষ্ঠ টিউন করা হবে। আমরা কেউই পরিপূর্ণ না তাই টিউনগুলোতে কোনো ভুলভ্রান্তি হলে দয়া করে আমাকে শুধরে দেবেন।ফেসবুকে আমাকে পাবেন: www.facebook.com/aminul000 ধন্যবাদ সবাইকে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস