আসসালামু আলাইকুম
আশাকরি সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে খুব দরকারি একটি বিষয় নিয়ে আলোচনা করবো।
অনেক সময় দেখা যায় যে আমরা কম্পিউটার এ pendrive বা memory card লাগালে অটোমেটিক pendrive ওপেন হয়ে যায়।
এতে করে pendrive এ যদি ভাইরাস থাকে, তাহলে সেই ভাইরাস আমাদের কম্পিউটার এ ঢুকে যায়।
আর আপনারা তো জানেন, কম্পিউটার এ ভাইরাস ঢুকলে কি কি সমস্যা হয়।
আজ আমি আপনাদের সাথে একটি উপায় শেয়ার করবো, যাতে করে আপনারা এই সমস্যা থেকে চিরো মুক্তি পান।
কাজের কথায় আসি।
- তারপরে turn off autoplay তে ক্লিক করুন।
- এখানে আপনি enable এ ক্লিক করুন এবং ডান পাশে একটি বক্স এর মধ্যে cd drive লিখা আছে তার উপর ক্লিক করে all drive সিলেক্ট করুন,এর পরে নিচে ok বাটন প্রেস করুন।
- এইতো কাজ শেষ।
- এবার শুধু কম্পিউটার টি একবার restart দিন।
- এবার আপনি pendrive বা memory card লাগিয়ে দেখুন, আমার এই পদ্ধতি কাজে লাগছে কিনা।
যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটি দেখতে পারেন।
এই রকম আরও ভিডিও টিউটোরিয়াল পেতে চাইলে এই channel টি Subscribe করতে পারেন।
একই সাথে এখানে প্রকাশিত।
সবাইকে আমার সাইট থেকে ঘুরে আসার জন্য আমন্ত্রন করলাম।
আমি SAHADAT HOSAIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
auto play on korbo kivabe?