WinXP জন্য নিয়ে নিন Win8 এর থিম (ট্রান্সপারেন্সি সহ)!!!

অনেক ইচ্ছে আছে! তবে পিসি গতির মোটেই ভাল নয়! তাই উইন্ডোজ ৮ চালাতে পারি না! আরে ৭ ই তো চলে খুউউউউউউব ধীরে ধীরে! আহা রে!

লুল! জ্বী! ঠিক আপনাদেরই জন্য আমি গেমওয়ালা নিয়ে এলাম উইন্ডোজ ৮ এর থিম শুধুমাত্র উইন্ডোজ এক্সপির জন্য। থিমকে আরো সুন্দর করেছে ট্রান্সপারেন্সি প্যাক!

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র উইন্ডোজ ৮ এর থিম। কোনো ট্রান্সফরমেশন প্যাক নয়।

দুধের স্বাদ ঘোলে মেটান এটি দিয়ে!!

স্টেপস:

১। জিপ ফাইলটি ডাউনলোড করুন:

http://www.ziddu(dot)com/download/22060055/win8.zip.html ---((ডট) এর জায়গায় শুধু . দিবেন।)

২। জিপ ফাইলের ভিতর একটি ফাইল এবং একটি ফোল্ডার পাবেন।

৩। এই দুটি আইটেমকে C:\WINDOWS\Resources\Themes এই ফোল্ডারে কপি পেষ্ট করুন।

৪। এবার পিসি রিষ্টার্ট দিন। এরপর রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিস অপশনে যান। এখানে থিম মেনু থেকে উইন্ডোজ ৮ সিলেক্ট করে ওকে ক্লিক করে বেরিয়ে আসুন।

উইন্ডোজ ৮ এর থিম একটিভ হবে।

এবার ট্রান্সপারেন্সির পালা।

ট্রান্সপারেন্সি ইফেক্ট (টাইটেল বার টি ঝাপসা ইফেক্ট) দেওয়ার জন্য নিচের ফাইলটি ডাউনলোড করুন:

http://www.ziddu(dot)com/download/22060121/TrueTransparency.zip.htm ----- ((ডট) এর জায়গায় শুধু . দিবেন।)

১। আনজিপ করে আপনার পিসির যেকোন একটি সুরক্ষিত জায়গা রাখুন।

২। ফোল্ডারে যান। ট্রু ট্রান্সপারেন্সি প্রোগ্রামে ক্লিক করুন।

৩। এবার টাস্কবারের এই আইকনে ক্লিক করুন।

৪। এখানে রান এট স্টার্টআপ অপশনটি টিক দিয়ে রাখুন।

কাজ শেষ!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

xp-র দিন কি আর আছেরে ভাই………………………।

কারোর কাছে ultraseps v2 ফুল র্ভাশন ডাউনলোড লিংক থাকলে শেয়ার করেন প্লিজ। আর যদি সিরিয়াল থাকে তবেও দেন ।

ভাই ziddu থেকে ডাউনলোড করতে পারতেছি না । ফাইলের সাইজ তো অনেক ছোট অন্য সাইটে আপলোড করে দিলে বড় উপকার হইত ।

game wala vai.dload hoyna.file missing dekhai.

ডাওনলোড হয়নাতো ! অন্য সাইট এ আপলোড দেন।

WoooooooW…. ফাটাফাটি ফাটাফাটি লাগে রে… হ ও ও ও… ♫ ♫ ♫

ধন্যবাদ ভাই 😀