Windows Xp আর Windows 8 অন হতে সময় অনেক?

আমার কম্পিউটারে উইডোজ এক্সপি চালাই। আর লেপটপে উইডোজ ৮ চালাই। কিন্ত কম্পিউটার অন অফ হতে অনেক সময় নেই ডেক্সটপ এ। আর লেপটপে প্রায় ১৫-২৫ টিনিট অন হতে সময় নেই। আমার পিসি ছাড়া অনেক জনকে সেটাপ দিয়েছি কিন্ত তাদের উইডোজ ৮ এর এক অবস্থা তাই অনেক বিপাকে পড়েছি। এই দুটি অপেরিটিং আমার প্রিয়, ছাড়তে পারি না।

আমাকে কি কেউ সাহায্য করবেন? দয়া করে সাহায্য করেন আমার অনেক উপকার হবে? আমার মোবাইল নম্বার ০১৭৩৩ ১০৮ ১৩৮ মিসকল দেন আমি কল দিব?

Level 2

আমি আব্দুর রব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 633 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার শিক্ষার নেশা বেশী। আমি যে কোন কাজ শিক্ষতে চাই। আমার কোন প্রকার নেশা নেই, এমন কি চা পর্যন্ত খাই না। নেশা আমার শুধু কম্পিউটারে কাজ শিক্ষা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওই মিয়া এগুলা কী কন ! WINDOWS 8 এর startup time 3 to 5 second মাত্র । আর shut down time 10 to 15 second . আপনি তাইলে আবার windows 8 দেন ।

    @আমি কে !!!: আরে ভাই সমস্যই না পড়লে এমনি কই?

Level 0

ভাই আমি Win Xp, Win 7, Win 8, Linux একসাথে আমার PC তে চালাই (Multi-boot) Win 8 সবচেয়ে Fast Boot নেয়। (কয়েক সেকেন্ড) কিন্তু win 8 বেশী ব্যবহার করিনা, কারন কাজ করার গতি অনেক কমে দেয়। মূলত Win 8 Touch Device গুলোর জন্য তৈরী করা হয়েছে। ♥♥ Win 7 is the best ♥♥

Level 0

এখন অবশ্য Win 8 Delete করে দিয়েছি। 😆

আমি XP use করি। এত সময়তো নেয় না।
………………………………………..
আনলিমিটেড রিজিউম সাপোর্টসহ মুভি

ভাই, মিসকল দেয়ার টাকা নাই, ফ্লেক্সি করেন। 😀
মজা করলাম। আশা করি সমাধান পেয়ে যাবেন।

ওই মিয়া এগুলা কী কন ! WINDOWS 8 এর startup time 3 to 5 second মাত্র । আর shut down time 10 to 15 second . আপনি তাইলে আবার windows 8 দেন ।

কি বলেন ভাই, গত বছর অক্টোবর থেকে উইন্ডজ ৮ ইউজ করছি। আজ পর্যন্ত শাট ডাউন হতে ৩- ৪ সেকেন্ড এর বেশী সময় লাগেনি।

super fast shutdown software ta use koren.

পিসি ক্লিন করেন। ভাইরাস এক্টিভিটির কারনেও হতে পারে।