এবার যেকোন সফটওয়্যার ইস্টল করুন সুপার স্পিডে! (অভিজ্ঞদের প্রবেশ নিষেধ)

অনেকদিন ধরে ভাবছি একটা টিউন করব। আজকে সাহস করে করেইল ফেললাম।

আজকে আমি আপনাদের দেখাব কি করে এক্সপিতে বড়/ছোট সফটওয়্যার খুব দ্রুত ইনস্টল করা যায়।

উইন্ডোজ সেভেনে েএই ট্রিকস টা কাজ হবে না।

কথা না বাড়িয়ে শুরু করি

প্রথমে যে সফটওয়্যার টা ইনস্টল করতে চান তা রান করান।

এবার নিচের স্টেপ অনুসরণ করুন।

১. প্রথমে টাস্ক ম্যানেজার ওপেন করুন।

২. এখানে অ্যাপ্লিকেশন ট্যাব এর মধ্যে আপনার সফটওয়্যারগুলো SHOW করবে।

৩. এবার আপনার রান করানো সেটআপ সফটওয়্যারটার উপর মাউসের রাইট ক্লিক করে GO TO PROCESS-এ ক্লিক করুন

এবার সিলেক্ট হওয়া সফটওয়্যার টার ওপর রাইট ক্লিক করে set priority এ ক্লিক করে high অথবা above Normal সিলেক্ট করুন।

আর দেখুন মজা!এটা আমার প্রথম পোস্ট ।
এর আগে কেউ এধরণের টিউন করে থাকলে ক্ষমা করে দিবেন

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না

Level 0

আমি সংগ্রামী ছাত্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সংগ্রামী ছাত্র


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার w7 🙁