Acer
ASPIRE ONE 722
CPU: AMD Dual-core C60
RAM: 2GB
HDD: 500GB
আমার নুটবুক-এ windows 7 setup দেয়া আছে. কিন্তু আমি যদি windows xp use করতে চাই তাহলে কি সেটা করা যাবে? একটু বিস্তারিত জানাবেন কি? আর pendrive থেকে windows xp setup দেবার নিয়মটা কেউ বলবেন কি? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম.
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
নোটবুকের জন্য এক্সপিই সবচেয়ে কমফোর্টেবল ।আপনি পেনড্রাইভ বুটেবল বানিয়ে এক্সপি ইনস্টল করতে পারেন।তবে মাদারবোর্ডের সিডি আলাদা ইনস্টল করতে হবে । এত ঝামেলাই না গিয়ে একবারে সেভেন পেনড্রাইভ এ বুটেবল বানিয়ে ইনস্টল দিন ।আলাদা মাদারবোর্ড ইনস্টল এর ঝামেলা নেই ।WinSetupFromUSB_1-0-beta6
এটা ব্যাবহার করে ইনস্টল দিতে পারবেন।ডাউনলোড ও বিস্তারিত জানতে টেকটিউন্সে সার্চ দিন।
না পেলে আপনার ইমেইল আইডি দিন ,আমি বা অন্য কেউ আপনাকে পাঠিয়ে দিব ।অথবা ০১৯১৭৫৮৯৯৩৯ ফোন দিতে পারেন।