কিভাবে আপনার ফোনের Call Waiting সার্ভিস চালু করবেন [উইন্ডোজ ১০ ফোন ব্যবহারকারীদের জন্য]

আশাকরি সকলেই ভাল আছেন, আজ আমি আপনাদের জন্যে যে টিউন টা নিয়ে হাজির হয়েছি তা হয়তো শিরোনাম দেখেই বুঝে ফেলেছেন। আশা করি আপনাদের জন্যে কিছুটা হেল্প হবে। আসলে টেকনোলজি যেমন আমাদের উপকার করে আবার অনেক সময় ক্ষতিরও কারন হয়ে দাড়ায় এবং মন মালিন্যের কারন হয়ে দাড়ায়। অনেক সময় আমরা দীর্ঘ সময় ফোনালাপ করে থাকি তাতে কোন সমস্যা নাই কিন্তু সমস্যা হয় ঠিক তখন যখন অপর প্রান্ত থেকে অন্য কেউ ইম্পরট্যান্ট কল দেয় কিন্তু আমরা তা বুঝতেই পারিনা, যদিও সকল ফোনেই কল ওয়েটিং অপশন থাকে কিন্তু আমরা না জানার ফলে এমন টা ঘটে থাকে। তো চলুন দেখে নেই কিভাবে উইন্ডোজ মোবাইলে কল ওয়েটিং সার্ভিস চালু করতে পারি।
প্রথমে Setting যাই।

তারপর Extras তে প্রবেশ করি।


এবার Network Services এ প্রবেশ করি।


এবার আমরা ২ টি সিম দেখতে পাবো Sim 1 এবং Sim 2। আমি এখানে Sim 1 এ কল ওয়েটিং চালু করব তাই সেটা সিলেক্ট করলাম আপনি যেটা করতে চান সেটাই সিলেক্ট করুন।


এবার আমরা Call Waiting অপশন পাবো সেটা Off থাকলে(Off থাকারই কথা) On করে দেব।

আশা করি আপনাদের যাদের এই সমস্যা টা ছিল তাদের উপকার হয়েছে
ফেসবুকে আমিঃ Najmul Hassan
আমার ওয়েবসাইটঃ Tohfa সুযোগ পেলে ঘুরে আসতে পারেন

Level 2

আমি নাজমুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস