এইটা শুধুমাত্র উইন্ডোজ ১০ rs1 build 14393.448 এর জন্য।
সুতরাং আপনার ফোন এ latest update দিয়ে নিতে হবে।
এবং আপনার ফোন অবশ্যই Miracast supported হতে হবে।
সুবিধা :
আপনার ফোন যে কোন wireless mirascast supported ডিভাইসকে Windows 10 PC বানাই ফেলতে পারবে।(যেমন : HDTV)
-OTG Suppport পাবেন।ইত্যাদি ইত্যাদি।আরও জানতে গুগল রে জিগান 'What Is continuum"
যা যা দরকার :
1.PC/Laptop.
2.Interop Unlocked ফোন(কিভাবে করবেন সেটা গুগল করলেই পেয়ে যাবেন)
(Lumia 430, 435, 532,535 and 540- Not supported)
1st step..
download করেন নিছের ফাইলগুলা.
Link-- goo.gl /Kar0JJ
৩ টা ফাইল আছে সব ডাউনলোড করেন।
১ম cab - microsoft.ms_docking.mainos.cbs_7f41c945c5c080e97a(এটা ১ম এ deploy hobe)
২য় cab - microsoft.ms_docking.mainos.cbsu_2e49fb6e263c7172৯
৩য় - i386.zip
এবার i386.zip pc তে extract করেন।এরপর iutool.exe যে ফোল্ডার এ আছে ওইটাতে ঢুকেন।i386 folder এই থাকে।
এবার shift button চেপে ধরে mouse এর right button click করেন। এরপর সিলেক্ট করেন "Open command window Here'
cmd open হবে।এবার এটা minimize করেন।
এখন C: drive এ একটা ফোল্ডার বানান cabs নামে।
১ম cab টা ওই ফোল্ডার এ রাখেন। এরপর minimize করা cmd আবার ওপেন করেন।phone পিসি তে connect করেন USB দিয়ে।connect হলে।
এবার type করেন
"iutool.exe -V -p c:\cabs"
Transferred successfully এসে এরপর একটা error দিবে।
ভয় নাই।ফোন এ আপডেট পুষ হয়ে গেছে।ওয়েট করেন ফোন restart হয়ে আপডেট নিবে।
১ম টা আপডেট এর পর একই ভাবে ২য় cab টা Push করবেন,২য় টা নিতেও পারে না ও নিতে পারে।
এভাবে করার পর
interop tool এ ঢুকেন।
এরপর registry editor এ গিয়ে registry hive এ সিলেক্ট করেন HKEY_LOCAL_MACHINE(HKLM)
registry Type-- Integar(DWORD)
Registry Key PAth-- SOFTWARE\Microsoft\Shell\Docking
Registry value name-- EnabledForTest
Registry value data -- 1
এগুলা বসিয়ে write এ ক্লিক করেন।ফোন restart দেন
শেষ।
এবার যে কোন ওয়ারলেস ডিভাইস এর সাথে connect করে use করেন full Windows 10 pc
আমি নাহিদ হাসান রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন!!! এতদিন কোথায় ছিল এটা???