পকেটে স্মার্টফোন আর বিদায় জানান কম্পিউটার বা ল্যাপটপকে!! আসুন পাঠক সবাই একটি চমৎকার পকেট কম্পিউটার স্মার্টফোনের সাথে পরিচিত হই।

 

সুপ্রিয় পাঠক, আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চমৎকার একটি স্মার্টফোন নিয়ে। এটি বাজারে আসার পর থেকেই বিশ্ব বাজারে সবার নজর কাড়ছে খুব ভালোভাবেই। এই স্মার্টফোন নির্মাতার দাবি, এটি পকেটে থাকলে নাকি অফিস বা বাড়িতে আলাদা করে কম্পিউটার বা ল্যাপটপ লাগবে না। লাগবে শুধু একটি কিবোর্ড ও মাউস আর একটি ডিসপ্লে ডক। ও হ্যা পাঠক এই অসাধারন স্মার্টফোনটির নামটিই তো এখনও বলা হলো না, এটির ব্র্যান্ড নেম হচ্ছে Acer Liquid Jade Primo

এই স্মার্টফোন ব্যবহারকারীরা খুব সহজেই ডিসপ্লে ডকের মাধ্যমে স্মার্টফোনটিকে যেকোনো স্ক্রিনে প্রজেক্টশন হিসাবে ব্যবহার কারতে পারবে। আর সাথে কিবোর্ড ও মাউসের সাহায্যে কম্পিউটার ব্যবহারের অনুভূতি তো থাকছেই। এসব অনবদ্য ফিচার স্মার্টফোনটিকে করে তুলেছে অসাধারন। তো চলুন পাঠক এই অসাধারন স্মার্টফোনটিতে আরো কি কি অসাধারন ফিচার আছে সে সম্পর্কে আমরা একটু ধারনা নিই:


আর এই লিংক থেকে আপনারা Acer Liquid Jade Primo এর একটি চমৎকার ভিডিও প্রিভিউ দেখতে পারেন
https://www.youtube.com/watch?v=zlMnYmexRNg

প্রিয় পাঠক, আরো কিছু চমৎকার উইন্ডোজ ১০ মোবাইল সম্পর্কে ধারনা পেতে আমার পূর্ববর্তী টিউনগুলো দেখতে পারেন এই লিংকগুলো থেকে:
https://www.techtunes.io/windows-phone/tune-id/432269
https://www.techtunes.io/windows-phone/tune-id/435498
https://www.techtunes.io/windows-phone/tune-id/436122
https://www.techtunes.io/windows-phone/tune-id/436859
https://www.techtunes.io/windows-phone/tune-id/438931

তো পাঠক, আশা করছি এই পকেট কম্পিউটার স্মার্টফোনটিকে আপনাদের ভালো লেগেছে। আর কেমন ভালো লাগলো তা টিউমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। শুভ কামনা রইল সবার প্রতি।

বিশেষ দ্রষ্টব্য: টিউন কপি করা থেকে বিরত থাকুন এবং মানসম্মত টিউন করার জন্য সচেষ্ট থাকুন।

Level 2

আমি আবু সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস