বিঃদ্রঃ - এই পদ্ধতি দ্বারা আপনার মোবাইল এর কোন ক্ষতি হলে আমি দায়ী থাকব না। অ্যান্ড এইটা ১০০% কার্যকরী পদ্ধতি।
প্রথমেই গুগল থেকে জেনে নিন interop/capabilities unlock কি এবং কেন করবেন এটা।??
প্রথমে আপনার পিসি তে SDK 8.1 Lite install করেন।
এবার এইটা (windowsphone power tools) ডাউনলোড করে extract করেন ..
লিঙ্ক -- forum.xda-developers.com/attachment.php?attachmentid=2610524
যদি SDK ইন্সটল এ প্রবলেম হয় তাহলে আপনাকে .Net frameworks 4.0 install করতে হবে।
link -- সব লিঙ্ক আমি দিলে আপনি কি শিখলেন জীবনে ?? :p
এরপর install complete হলে পরের স্টেপ এ যান।
**** যারা এখনও Extras and infos update করেন নাই ঃ
প্রথমে আপনার ফোনের Developer mode on করেন।
Settings>update and security> for developers
এরপর developer mode mark করে দেন।।
এরপর পিসির সাথে আপনার ফোন USB দিয়ে connect করেন।
এখন পিসি তেwindows phone power tool নামে একটা সফটওয়্যার পাবেন। না পাইলে search করেন।
এখন নিচের xap file টা পিসি তে ডাউনলোড করেন।
এরপর windows phone power tool এ ঢুকে connect এ click করেন।। এরপর Browse button এ ক্লিক করে vcreg1.5 টা সিলেক্ট করে Deploy দেন।
deploy complete হলে ফোন disconnect করেন।
applist থেকে vcreg এ ঢুকেন। এরপর “...” বাটন এ ক্লিক করে template select করেন। এরপর ‘live interop unlock’ mark করে Apply দেন।।
**** যারা Extras and infos update করেছেন তাদের জন্যঃ
N.B. – 550/950/950XL user এইটা try করবেন না ...।
প্রথমে আপনার ফোনের Developer mode on করেন।
Settings>update and security> for developers
এরপর developer mode mark করে দেন।।
এরপর পিসির সাথে আপনার ফোন USB দিয়ে connect করেন।
এখন পিসি তেwindows phone power tool নামে একটা সফটওয়্যার পাবেন। না পাইলে search করেন।
এখন নিচের xap file টা পিসি তে ডাউনলোড করেন।
এরপর windows phone power tool এ ঢুকে connect এ click করেন।। এরপর Browse button এ ক্লিক করে vcreg1.5 টা সিলেক্ট করে Deploy দেন।
deploy complete হলে ফোন disconnect করেন।
applist থেকে vcreg এ ঢুকেন। এরপর “...” বাটন এ ক্লিক করে templates select করেন। এরপর “restore Ndtksvc” mark করে apply দিয়ে ফোন restart দেন।।
restart করার পর আবার applist থেকে vcreg এ ঢুকেন। এরপর “...” বাটন এ ক্লিক করে templates select করেন। এরপর ‘live interop unlock’ mark করে Apply দেন।।
Interop Unlock for lumia {550,650(Not tested)}950/950XL ঃ
N.B. – আমি guarantee দিতে পারতেসিনা যে এটা কাজ করবে কিনা ?? কারন আমার এই ডিভাইস নাই।।
প্রথমে আপনার ফোনের Developer mode on করেন।
Settings>update and security> for developers
এরপর developer mode mark করে দেন।।
এরপর পিসির সাথে আপনার ফোন USB দিয়ে connect করেন।
এখন পিসি তেwindows phone power tool নামে একটা সফটওয়্যার পাবেন। না পাইলে search করেন।
এখন নিচের xap file টা পিসি তে ডাউনলোড করেন।
এরপর windows phone power tool এ ঢুকে connect এ click করেন।। এরপর Browse button এ ক্লিক করে vcreg1.5 টা সিলেক্ট করে Deploy দেন।
deploy complete হলে ফোন disconnect করেন।
applist থেকে vcreg এ ঢুকেন। এরপর “...” বাটন এ ক্লিক করে template select করেন। এরপর “restore ndtksvc 950” mark করে apply দেন।।
আবার ফোন usb দিয়ে পিসি এর সাথে connect করেন।।
Then phone memory(c:) তে "ndtk" একটা ফোল্ডার create করেন।
এবার নিচের ফাইল টা ডাউনলোড করেন।
এই ফাইল টা একটু আগে create করা ফোল্ডার এ রাখুন।।
এরপর আবার applist থেকে vcreg এ ঢুকেন। এরপর “...” বাটন এ ক্লিক করে template select করেন। এরপর ‘live interop unlock’ mark করে Apply দেন।।
***সব কাহিনী শেষ chill ..keep calm and be a true Wpian
N.B. -- এই টিউন আমার বাপ দাদার সম্পত্তি।। কোথাও copy paste করলে ক্রেডিট দিবেন। তবে copy paste না করলে খুশি হব।। 🙂
interop/capabilities unlock করলে কি উপকার হবে জানাবেন প্লীজ?