আসুন অসাধারন নির্মান শৈলী, আলট্রা স্লীম, কাঁচের বডি এবং মিডরেন্জের একটি চাইনীজ মোবাইল সেটের সাথে পরিচিত হই!!

 

সুপ্রিয় পাঠক, কয়েক বছর আগেও আমরা চাইনীজ মোবাইল সেট বলতে বুজতাম এটি হবে কপি, লো প্রাইস্ এবং নিম্নমানের ওয়ান টাইম ইউজ্ হ্যান্ডসেট। কিন্তু আজ সময়ের ব্যবধানে চাইনীজ হ্যান্ডসেটের আমূল পরিবর্তন হয়েছে। চাইনীজরা বর্তমানে বড় বড় সব টেক জায়ান্টদের সাথে পাল্লা দিয়ে উন্নত প্রযুক্তির এবং নকশার হ্যান্ডসেট বানাচ্ছে, যা অনেক সময় নামিদামি সব হ্যান্ডসেটকে হার মানিয়ে দিচ্ছে। আজকে আমি আপনাদের সাথে এমনিই এক চাইনীজ মোবাইল সেটের সাথে পরিচয় করিয়ে দিব, যার নির্মান শৈলী সত্যিই চমৎকার। এই হ্যান্ডসেটটির দুটি অতুলীয় ফিচার হচ্ছে আলট্রা স্লীম এবং কাঁচের বডি। এই অসাধারন মোবাইল সেটটির ব্র্যান্ড নেম হচ্ছে Moly X1 এবং এটি চাইনীজ স্মার্টফোন নির্মাতা COSHIP এর তৈরী।

 

 

তো সুপ্রিয় পাঠক আর সময়ক্ষেপন না করে আমরা এই অসাধারন হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন সম্পর্কে একটু জেনে নেই:

আপনারা নিচের লিংক থেকে Moly X1 এর চমৎকার ভিডিও প্রিভিউ দেখতে ভুলবেন না কিন্তু
https://www.youtube.com/watch?v=IqkYeyStFZo

আর কারো যদি এই মোবাইল সেটটি কিনতে ইচ্ছে করে তাহলে এই ইমেইলে সরাসরি যোগাযোগ করতে পারেন :[email protected]

প্রিয় পাঠক, আরো কিছু চমৎকার উইন্ডোজ ১০ মোবাইল সম্পর্কে ধারনা পেতে আমার পূর্ববর্তী টিউনগুলো দেখতে পারেন এই লিংক থেকে:
https://www.techtunes.io/windows-phone/tune-id/432269
https://www.techtunes.io/windows-phone/tune-id/435498
https://www.techtunes.io/windows-phone/tune-id/436122

আপনাদের এই অসাধারন চাইনীজ হ্যান্ডসেটটি কেমন লাগল তা টিউমেন্টস্ করে জানাতে ভুলবেন না কিন্তু। শিগ্রীই সামনের টিউনে আরো একটি চমৎকার চাইনীজ মোবাইল সেট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ্। শুভ কামনা রইল সবার প্রতি। ভালো থাকবেন সবাই।

বিশেষ দ্রষ্টব্য: টিউন কপি করা থেকে বিরত থাকুন এবং মানসম্মত টিউন করার জন্য সচেষ্ট থাকুন।

Level 2

আমি আবু সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

android os er moto hoina ,apni jai bolenna ken

    Operating system বিবেচনা করলে অ্যানড্রয়েড, উইন্ডোজ ১০ মোবাইল এবং আইওস থেকে অনেক পিছিয়ে ভাইজান!! এবছরটা উইন্ডোজ ১০ মোবাইলের জন্য। আরো অনেক OEM টেক জায়ান্ট এবছর তাদের উইন্ডোজ ১০ মোবাইল বাজারে ছাড়ছে। আপডেট পেতে আমার টিউনের সাথে থাকুন। ধন্যবাদ আপনাকে মূল্যবান টিউমেন্টের জন্য।

ভালোই বুঝলাম………………

    ধন্যবাদ ভাই বোজার জন্য আর এই মোবাইল সেটটি কিনলে আমাকে জানাবেন কিন্তু কারন আমিও এই অসাধারন সেটটি কিনতে চাচ্ছি।