Vaio Phone Biz: আসুন সবাই চমৎকার এই মোবাইল সেটের সাথে পরিচিত হই!!

 

 
সুপ্রিয় পাঠক, আপনারা যারা VAIO এর হ্যান্ডসেট সম্পর্কে জানতে আগ্রহী বা কিনতে চাচ্ছেন, তাদের জন্য আজকের আমার এই টিউন। শুরুতে আসুন আমরা  VAIO সম্পর্কে একটু জেনে নিই। VAIO হচ্ছে Sony এর একটি ব্র্যান্ড এবং এটি ১৯৯৬ সালে যাত্রা শুরু করে। VAIO শব্দের অর্থ হচ্ছে "Visual Audio Intelligent Organizer" VAIO কর্পোরেশনের হেডকোয়ার্টার, জাপানের আজুমিনো নাগানোতে অবস্থিত। VAIO সাধারনত তাদের পন্য আমেরিকা, ব্রাজিল এবং জাপানে সরাসরি বাজারজাত করে থাকে। এরা মূলত PC/Laptop নির্মাতা প্রতিষ্ঠান। বর্তমানে এরা চমৎকার এবং অসাধারন সব হ্যান্ডসেটও বানাচ্ছে।


আজকে আমি VAIO এর একটি অন্যতম সেরা হ্যান্ডসেট নিয়ে আলোচনা করব যার ব্র্যান্ড নাম হচ্ছে Vaio Phone Biz। তো পাঠক চলুন এর কনফিগারেশন সম্পর্কে আমরা একটু ধারনা নেই:

চমৎকার এই হ্যান্ডসেটির সম্পর্কে আরো ভালোভাবে ধারনা পেতে আপনারা নিচের ভিডিও প্রিভিউ দেখতে পারেন।

Vaio Phone Biz এর ভিডিও প্রিভিউ লিংক
https://www.youtube.com/watch?v=r_5BXnECSpY

প্রিয় পাঠক, আশা করছি আমার এই টিউন থেকে আপনারা VAIO এর এই চমৎকার মোবাইল সেট সম্পর্কে মোটামোটি একটি ধারনা পেয়েছেন।

আরো কিছু চমৎকার উইন্ডোজ ১০ মোবাইল সম্পর্কে ধারনা পেতে আমার পূর্ববর্তী টিউনগুলো দেখতে পারেন এই লিংকগুলো থেকে:

https://www.techtunes.io/windows-phone/tune-id/432269
https://www.techtunes.io/windows-phone/tune-id/435498

আজ এই পর্যন্তই। সামনে আরো চমৎকার এবং ব্যতিক্রমধর্মী মোবাইল সেট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ্। শুভ কামনা রইল সবার প্রতি। ভালো থাকবেন সবাই।

বিশেষ দ্রষ্টব্য: টিউন কপি করা থেকে বিরত থাকুন এবং মানসম্মত টিউন করার জন্য সচেষ্ট থাকুন।

Level 2

আমি আবু সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস