আপনি কি উইন্ডোজ ফোন কেনার কথা ভাবছেন? তাহলে আসুন কিছু চমৎকার উইন্ডোজ ১০ মোবাইল সম্পর্কে জানি!! পর্ব -২

 

সুপ্রিয় পাঠক, গত পর্বে আমি আপনাদেরকে কিছু চমৎকার  "5th Generation" উইন্ডোজ ১০ ফোনের সাথে পরিচয় করে দিয়েছিলাম। প্রথম পর্ব যারা মিস করেছেন তারা এই লিংক থেকে দেখে নিতে পারেন https://www.techtunes.io/windows-phone/tune-id/432269। যা হোক আমি গত পর্বেও বলেছিলাম, আপনারা যারা উইন্ডোজ ফোন কেনার কথা ভাবছেন অথবা উইন্ডোজ ফোন সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য আমার এই টিউনটি বিশেষ উপকারে আসবে। আজকে আমি আলোচনা করব সেরা কয়েকটি "4th Generation" উইন্ডোজ মোবাইল সম্পর্কে, যার ইনবিল্ট OS ছিল Windows 8.1। বর্তমানে এই হ্যান্ডসেটগুলোকে Window 10 এ আপগ্রেড করা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেরা কয়েকটি "4th Generation" উইন্ডোজ মোবাইলের স্পেসিফিকেশন সম্পর্কে একটু জেনে নিই:

প্রিয় পাঠক, আশা করছি উপরোক্ত পর্যালোচনার মাধ্যমে আপনারা চমৎকার সব "4th Generation" উইন্ডোজ মোবাইল সম্পর্কে ধারনা পেয়েছেন এবং সহজেই আপনার পছন্দের হ্যান্ডসেটটি এখন বেছে নিতে পারবেন।

চমৎকার এই হ্যান্ডসেটগুলির সম্পর্কে আরো ভালোভাবে ধারনা পেতে আপনারা নিচের ভিডিও প্রিভিউগুলো দেখতে পারেন।

Lumia 540 DS  এর ভিডিও প্রিভিউ লিংক
https://www.youtube.com/watch?v=U9fVLRfO8Ww

Lumia 640  এর  ভিডিও প্রিভিউ লিংক
https://www.youtube.com/watch?v=RlI6yRUgGXY

Lumia 640 XL এর  ভিডিও প্রিভিউ লিংক
https://www.youtube.com/watch?v=RLjxB-vksDE

 

সুপ্রিয় পাঠক, আমি আপনাদেরকে সব সময় ব্যতিক্রমধর্মী মোবাইল সেট সম্পর্কে জানানোর চেষ্টা করে আসছি। এরই ধারাবাহীকতায় আমার এই দ্বিতৃয় পর্বের টিউন। যদি আমার টিউন পড়ে আপনাদের ভালো লাগে, তাহলে টিউমেন্টস্ করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ আপনাকে আমার টিউনটি পড়ার জন্য।

বিশেষ দ্রষ্টব্য: টিউন কপি করা থেকে বিরত থাকুন এবং মানসম্মত টিউন করার জন্য সচেষ্ট থাকুন।

Level 2

আমি আবু সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস