মাইক্রোসফট গত ২৯ জুলাই,২০১৫ পিসি এবং উইন্ডোজ ট্যাবলেট এর জন্য উইন্ডোজ ১০ রিলিজ করে।কিন্তু উইন্ডোজ ১০ এর মোবাইল ভারশন মাইক্রোসফট এখনও সব ডিভাইস এর জন্য রিলিজ করে নি।যদিও মাইক্রোসফট উইন্ডোজ ১০ চালিত ৪ টি লুমিয়া ডিভাইস রিলিজ করে (লুমিয়া ৯৫০,লুমিয়া ৯৫০ এক্সএল,লুমিয়া ৫৫০,লুমিয়া ৬৫০)।অন্য সব লুমিয়া ডিভাইস এর জন্য মাইক্রোসফট উইন্ডোজ ১০ মোবাইল এর প্রিভিউ ভারশন রিলিজ করে আসছে যা ইনসাইডার প্রিভিউ নামে পরিচিত।এখন বেশির ভাগ লুমিয়া ইউজারই উইন্ডোজ ১০ মোবাইল এর এই প্রিভিউ ভারশন ইউজ করেন।লুমিয়া ৫৩০ বাদে অন্য যেসব লুমিয়া মোবাইলে উইন্ডোজ ৮ বা ৮.১ প্রিইন্সটলড আছে সেই সবগুলো ডিভাইসই উইন্ডোজ ১০ সাপোর্টেড।যেহেতু উইন্ডোজ ১০ মোবাইল এর অফিশিয়াল ভারশন এখনও মাইক্রোসফট রিলিজ করে নি,তাই এটা আপনি সাধারনভাবে আপডেট দিতে পারবেন না।আপনারা অনেকেই জানেন কিভাবে ইন্সটল করতে হয়,কিন্তু যারা জানেন না তারা এই টিউনটা দেখতে পারেন।
যেহেতু আপনি উইন্ডোজ ১০ মোবাইল এর প্রিভিউ ভারশন ইউজ করবেন, তাই আপনাকে প্রথমে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট এর সাহায্যে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে এখানে চলে যান।এখানে আপনি প্রথমে একটা অপশন পাবেন যেখানে লেখা থাকবে Get Started। ওই অপশনে ক্লিক করে এরপর আপনি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে লগিন করবেন।এরপর আপনাকে Phone অথবা pc এর মধ্যে একটা সিলেক্ট করতে বলা হবে।
Phone সিলেক্ট করার পরে আপনাকে কয়েকটা Agreement দেয়া হবে,এইগুলা একসেপ্ট করবেন।এরপর আপনাকে প্রশ্ন করা হবে যে কেন আপনি উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে জয়েন করতে চান।এটার উত্তর দেয়ার পরে নেক্সট পেজে গেলে যদি এমন একটা মেসেজ আসে যে, Congratilations, You are a windows insider তাহলে বুঝবেন আপনি সফলভাবে রেজিস্ট্রেশন করেছেন।এরপরে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে বলা হবে যার নাম Windows Insider। আপনি চাইলে ওয়েবসাইটে দেয়া লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারেন,আবার চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন।
এবার আসি পরের স্টেপে।এবার windows insider অ্যাপটা অ্যাপ লিস্ট থেকে ওপেন করবেন।ওপেন করলে যদি অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলে তাহলে মাইক্রোসফট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন।ওপেন করলে এমন একটা স্ক্রিন পাবেন।
এবার Get preview builds সিলেক্ট করবেন।এরপর কিছুক্ষন লোডিং হওয়ার পরে আপনি তিনটা অপশন দেখতে পাবেন। যেগুল হল,
আপনি অবশ্যই Insider release preview সিলেক্ট করবেন।আর যদি এই অপশনটা না থাকে তাহলে Insider Slow সিলেক্ট করবেন।এরপরে আপনাকে কিছু ওয়ার্নিং সহ কিছু Agreements দেয়া হবে।যতবার এগুলা দেয়া হবে প্রত্যেকবারই Yes বা Next (যেটা থাকে) সিলেক্ট করবেন।শেষ স্টেপে আপনার ফোনটা রিস্টার্ট নিবে।
ফোন অন হওয়ার পরে ফোন এর Settings থেকে চলে যাবেন Phone Update অপশনে। আপডেট চেক করবেন।আশা করি আপনি উইন্ডোজ ১০ মোবাইল এর আপডেট পাবেন।এরপর আপডেটটা সাধারন যেকোনো আপডেট এর মতই ডাউনলোড করবেন এবং ইন্সটল করবেন।আপডেট এর সাইজ ৭০০-৮৫০ এমবির মধ্যে।
N:B:
এটা যেহেতু উইন্ডোজ ১০ এর প্রিভিউ ভারশন তাই অসম্ভব না যে এটাতে কিছু বাগস থাকবে।তাই যদি আপনার ইউজ করতে কোন ধরনের সমস্যা হয় তাহলে আপনি খুব সহজেই Windows device recovery tools ইউজ করে আবার উইন্ডোজ ৮.১ এ ফিরে আসতে পারবেন।
ধন্যবাদ টিউনটি এতক্ষন ধৈর্য দিয়ে পড়ার জন্য।যেকোনো সমস্যা হলে টিউনমেন্টে জানাতে পারেন এবং ফেসবুকেও মেসেজ দিতে পারেন। 🙂
আমি সিয়াম একান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সিয়াম রউফ একান্ত। অনেকে সিয়াম নামে চেনে আবার অনেক একান্ত নামে। যাইহোক, পড়াশুনা একেবারেই ভাল লাগেনা আমার। ভাল লাগার মধ্যে দুইটা জিনিস , ফটোগ্রাফি আর প্রযুক্তি। এই প্রযুক্তির প্রতি ভাললাগা থেকেই টেকটিউন্স চেনা এবং টেকটিউন্সে আইডি খোলা। দেখা যাক কতদূর কি করা যায়......
ভাই ধন্যবাদ এই বিষয়ে টিউন করার জন্য।আগামীকাল অফিসিয়ালী Windows 10 এর আপডেট রিলিজ হওয়ার কথা।প্রথম সিডিউলে লুমিয়া 535, 636, 638, 640, 640 XL, 830, 930, 1520 এই আপডেটটি পাবে।পরবর্তী সিডিউলে বাকি লুমিয়া সেটগুলো আপডেট পাবে। তো আগামীকালের অপেক্ষায় থাকুন!!