Alcatel Onetouch Fierce XL: লো বাজেটের একটি সুপার ফোন!!!

বর্তমান বিশ্বের শীর্ষ দশ মোবাইল ফোন নির্মাতাদের মধ্যে একটি দ্রুত বর্ধনশীল নাম হচ্ছে অ্যালকাটেল। অ্যালকাটেল একটি আন্তর্জাতিক মোবাইল প্রযুক্তি ব্র্যান্ড যারা ২০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী উন্নত প্রযুক্তির মোবাইল এবং ইন্টারনেট ডিভাইস বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারের MWC,2016 এ অ্যালকাটেল একটি চমৎকার লো বাজেটের হ্যান্ডসেট প্রদর্শন করেছে।

আসুন এক নজরে দেখে নিই কি আছে এতে:

Display
• 5.5" HD
• 1280 x 720 pixels
Size and Weight
• 5.98 x 3.06 x 0.38 inches
• 6.14 ounces
Operating System and Processor
• Windows 10
• 1.1 GHz Quad-core Processor
Battery Life
• 2500 mAh
• Up to 14 hours talk time
• Up to 34 days standby time
Camera, Photos and Video
• 8MP AF Main Camera with x2 Digital Zoom with LED Flash
• 2 MP Front Facing Camera
Memory
• 2GB RAM, 16GB ROM, 32GB Expandable with MicroSD Memory Slot
Connectivity
• Sync methods: USB, Bluetooth, Wi-Fi 802.11 b/g/n,UMTS/HSDPA/HSPA+
• 4G Capable
• Wi-Fi and Mobile Calling
Audio and Multimedia
• T-Mobile TV
GPS and Apps
• GPS enabled
International
• Quad Band GSM; LTE: 2, 4, 12; UMTS: Band II (1900), Band IV (1700/2100), Band V (850)
Hearing Aid Compatibility
• M3 & T4
Wireless Emergency Alert
• Yes
Additional Features
• FCC Mandated Anti-Theft Protection
Price
• About 140USD

অ্যালকাটেল এর পক্ষ থেকে বলা হয়েছে যে, লো বাজেটের সেট হলেও Alcatel Onetouch Fierce XL চমৎকার গেমিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এতে প্রায় সবধরনের হাই ডেফিনেশনের গেম খেলা যাবে। তাই অ্যালকাটেল এই ফোনটিকে লো বাজেটের সুপার ফোন হিসেবে অভিহিত করেছে। অ্যালকাটেল এর পক্ষ থেকে বলা হয়েছে যে, আগামী দুএক মাসের মধ্যে Alcatel Onetouch Fierce XL বানিজ্যিকভাবে বিক্রি শুরু হবে আর এটির মুল্য হতে পারে প্রায় ১৪০ ইউএস ডলারের মত।

এই লিংক থেকে আপনারা Alcatel Onetouch Fierce XL এর একটি চমৎকার ভিডিও প্রিভিউ দেখতে পারেন https://www.youtube.com/watch?v=mUCQ9YRCxk0

Xiomi, HP, Acer, HTC, Mouse Computer এর পর Alcatel তাদের উইন্ডোজ ১০ চালিত হ্যান্ডসেট বাজারে আনল। আজ এই পর্যন্তই। শুভ কামনা রইল সবার প্রতি। আর হ্যা টিউমেন্টস্ করতে ভুলবেন না কিন্ত।

Level 2

আমি আবু সাঈদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই কনফিগারেশনের এন্ড্রয়েড পেলে মন্দ হত না।
আমার মতে উইন্ডোজ ফোনে কাস্টমাইজেশনের কোন সুবিধা নেই। আর এটাই উইন্ডোজের মার্কেটে তালা লাগিয়েছে।
আর আলকাটেল মারাত্মক এন্ড্রয়েড বানায় এটা জানি কিন্তু এই প্রথম উইন্ডোজ ফোন বের করলো নাকি এটা?

    ভাই আপনার মনে হয় বর্তমান উইন্ডোজ ফোন সম্পর্কে ধারনা নেই।উইন্ডোজ ১০ এবং উনিভার্সাল অ্যাপ ধারনার উপর ভর করে উইন্ডোজ ফোন slow poisoning এর মত ধীরে ধীরে এগিয়ে চলছে। তার প্রমান হচ্ছে,Xiomi, HP, Acer, HTC, Mouse Computer, Alcatel উইন্ডোজ ১০ চালিত হ্যান্ডসেট বাজারে আনছে। মজার ব্যাপার হচ্ছে স্যামসাংও নাকি উইন্ডোজ মোবাইল আনতে চাচ্ছে।এই বিষয়ে আমি পরবর্তিতে একটি টিউন করব।আপনি আপনার উত্তর নিশ্চই পেয়ে গেছেন।আর বর্তমান উইন্ডোজ মোবাইল সম্পর্কে আরো একটু ভাল ধারনা পাওয়ার জন্য লুমিয়া ৫৫০ সেটটি কিনতে পারেন। দাম প্রায় ১০,৫০০ টাকার মত।ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।

      আমি জানি আমার কাক্কুর হাতে ওই ফোন দেখেই লুমিয়ার প্রতি এলার্জি আর চুলকানি দুটোই শুরু হয়ে গিয়েছে।
      তবে আরো ভালো কাস্টমাইজেশন ফিচার না দিলে কোন লাভ হবে না আপনি যতই বলেন। তাদের এপ স্টোরে এপ তো প্রায় নেই বললেই চলে।
      সবমিলিয়ে আহামরি অবস্থা ধরার দরকার নেই উইন্ডোজ ফোনের।

        আমি আহামরি অবস্থার কথা বলিনি আর মানুষ সর্বদা নতুন কিছু পেতে আগ্রহী থাকে।একসময় অ্যান্ড্রয়েড এর যুগ শেষ হয়ে যাবে তা মানেন তো? আর মশা তাড়ানো,আংগুলের ছাপ দিয়ে বয়স বা ওজন বের করা,ব্লাড প্রেসার মাপা ইত্যাদি তেলেসমাতি অ্যাপ ছাড়া দরকারি সব অ্যাপিই বর্তমানে মাইক্রসফট্ স্টোরে আছে।

রাকিব রিয়াদ ভাই টিক বলেছেন।

    আপনি কি কোন উইন্ডোজ মোবাইল ব্যবহার করেছেন?যদি না করে থাকেন তাহলে হুজুগে বাংগালী সাজাটা মনে হয় বুদ্ধিমানের কাজ হচ্ছে না।ধন্যবাদ।

সবাইকে ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।আপনারা পাশে থাকলে টিউন করতে উৎসাহিত হব।