এবার উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা ভিপিএন দিয়ে ফেইসবুক সহ ব্লক হয়ে যাওয়া ওয়েবসাইট ব্রাউজ করুন।

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের কাছে উইন্ডোজ ফোনে ভিপিএন ব্যবহার করার প্রক্রিয়া তুলে ধরব।  সরকার ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ব্লক করে অনেককেই বেশ বিপদে ফেলে দিয়েছে। অনেক ক্ষেত্রেই আমরা এসব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর নির্ভরশীল। এই প্রক্রিয়ায় আপনি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেইসবুক টুইটার সব ব্লক করে দেয়া অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।

প্রথমে স্টোরে যান। সার্চ বক্সে Hotspot Shield Free VPN লিখে সার্চ দিন। আর যদি না খুজে পান তাহলে এই নিন লিংকঃ  https://www.microsoft.com/en-us/store/apps/hotspot-shield-free-vpn/9wzdncrdfng7 এখানে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার অ্যাপ চালু করে মাইক্রোসফট আইডি দিয়ে লগিন করুন।

Screenshot

 

উপরের ছবির মত আসবে। লাল জায়গায় ক্লিক করে নির্দেশনা অনুসরন করুন।  পরবর্তি নির্দেশনা অনুসরক করলেই হবে। আর যদি না পারেন তাহলে ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিলাম। প্রয়োজন হলে এটা দেখে নিন, বুঝতে সুবিধা হবে। ধাপ ধাপে লিখে টিউন করতে গেলে প্রত্যেকটা ধাপের ছবি দেয়ার চেয়ে একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে ফেলা সহজ। 😀

 

ভিপিএন সেট হয়ে গেলে নিচের ছবির মত আসবেঃ

Screenshot

 

 

টিউটোরিয়াল লিংকঃ https://www.youtube.com/watch?v=JznYkygSHso

[মাফ করবেন, আমি এখানে এম্বেড কোড দিয়ে টিউন করতে পারছি না]

কোনো সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন। সমাধান দেয়ার চেষ্টা করব। এখানে একটা কথা না বললেই নয়। কিছুক্ষন পর পর এই ভিপিএন ডিজেবল হয়ে যায়। ভিডিওতে এটা কিভাবে সমাধান করতে হবে সেটিও দেয়া আছে।

উইন্ডোজ ফোনের কিছু টিউটোরিয়াল নিয়ে আমার একটা চ্যানেল আছে। চাইলে ঢু মেরে আসতে পারেন। লিংকঃ ইউটিউব

Level 0

আমি সিফাত আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Super bro. aro besi besi windows phone somporke tune chai.