সেরা ৩ টি মিডিয়াপ্লেয়ার; গান শোনা ও মুভি দেখা হবে এখন ভিন্ন মাত্রায়

উইন্ডোজ ফোন কেনার পর অনেকেই মিডিয়া প্লেয়ার নিয়ে চিন্তায় পরে। মলি প্লেয়ার ব্যবহার করতে অনেক কষ্ট করতে হয়। তাই আজ সেরা ৩ মলি প্লেয়ার এর বিকল্প নিয়েই আমার আয়োজন।

1. Omni MPlayer

মুভি দেখার জন্য সেরা অ্যাপ। ছোট ভিডিও ক্লিপ গুলো ভিএলছি দিয়েই চালান যায়, তবে বড় মুভি দেখার সময় মাঝে মাঝেই আটকে যায়। অমনি প্লেয়ার সম্পূর্ণ ফ্রী যা আপনাকে দেবে বাধাহীন ভিডিও দেখার আনন্দ। আমি অনেকদিন ধরে ব্যবহার করি। প্রায় সব ফরমেট ও এইচডি ব্লু-রে মুভি গুলা চালাতেও কোন সমস্যা হয় না। সাবটাইটেল দেখার সুবিধাও পাবেন এতে।

 

ডাউনলোড

2. VLC for Windows Phone

মুভি দেখার জন্য ভিএলসি কে আমি পুরা পুরি রিকমান্ড করতে পারি না তবে ছোট ভিডিও ফাইল (প্রায় যেকোনো ফরমেট) দেখার জন্য এই প্লেয়ার বেস্ট। সবচেয়ে বড় ফিচার হল এর লুক। আমার মতে মলি প্লেয়ার এর চেয়ে এর লুক ভাল। প্লেয়ারটি প্রায় সব ফরমেট এর যেকোনো রেজুলুশন এর ফাইল প্লে করতে পারে। এমনকি সাবটাইটেলও প্লেয়ারটি প্লে করতে পারে।

প্লেয়ারটি মিউজিক প্লেয়ার হিসেবে সবচেয়ে ভাল মানায়। ইন্টারনেট থাকলে আর্টিস্ট এর বিস্তারিত ও অ্যালবাম এর ফটো অটো সিঙ্ক হয়ে যাবে।

 

ডাউনলোড

3. J.A.V Player

ভিডিও প্লে করতে পারলেও প্লেয়ারটি মুলত গান শুনার জন্যই বানানো। এর সিম্পল স্টাইলিশ ইন্টারফেস গান শোনার জন্য পারফেক্ট।

এতে লিরিক্স দেখারো সুবিধা রয়েছে

ডাউনলোড

আশা করি ভাল লাগবে। ধন্যবাদ পড়ার জন্য। যেকোনো সমস্যা ও উপদেশ এর জন্য টিউমেন্ট করবেন।

Level 0

আমি নাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১ নম্বর টা সংগ্রহে রাখলাম দেখি কেমন লাগে ।

কমপিউটারের ভালো কোন প্লেয়ার দিলে ভালো হতো।

এন্ড্রইড এর মত রিদ্মিক করবো কী করে? এমন কোনো এপ আছে?

    উইন্ডোজ ৮.১ এ পারবেন না, ইনশাআল্লাহ উইন্ডোজ ১০ এ পারবেন। তবে যে বাংলা কীবোর্ড দেওা আছে তাও ভাল।

Level 0

Ami Lumia 530 windows 8.1 a mobile silent mode korbo kivabe