উইন্ডোজফোন ব্যবহার কারীরা কোথায়? নিয়ে নিন মারাত্মক এক ইউটিউব আপ্পস! [Android থেকে ১০০ বেস্ট, নিশ্চিত!]

স্মার্ট ফোন জগতে ধিরে ধিরে জাইগা বানিয়ে নিতে যাচ্ছে উইন্ডোজফোন। আমি সহমত যে Android একটা জিনিস! কিন্তু কিছু কিছু উইন্ডোজ ফোন ফিচার এবং আপ্পস আমার এতোই ভাল লাগে যা বলার মত না! এক কথাই বলতে গেলে "Just Awesomez". গোটা উইন্ডোজফোন আপস স্টোর খুঁজেও ভাল কোনো Youtube আপ্পস ছিল না। বেশির ভাগ আপ্পস এ হলো ব্যাগ এ ভর্তি। তাছাড়া মাইক্রোসফট অবশ্য নিজেই একটি YouTube আপ্পস বানিয়েছে, যা পুরায় হাস্য কর। আশাকরিয়ে দেবো যা পুরায় মারাত্মক। এই আপসটি তে  সেই সকল ফিচার  আছে যা এত দিন আমি আপনি সকলেই খুজছিলাম! অবশেষে তা উইন্ডোজ স্টোর এ ধরা দিলো। তো, চলুন না দেখেই আসি! কি আহা মরি আছে এই আপস টি তে!

Apps Name And Download Link:

আপ্পস টির নাম হলোঃ Tubecast।
এটি সম্পূর্ণ ফ্রী একটি আপ্পস! তবে এর প্রো ভার্সন ও আছে। আপ্পস টি  উইন্ডোজফোন আপস স্টোর থেকে ডাউনলোড করতে

CLICK HERE TO DOWNLOAD FROM WP STORE

আপ্পস টি সরাসরি ডাউনলোড করতে. DOWNLOAD NOW

যাই হোক আপ্পস তো ডাউনলোড করা হয়ে গেলো! তো চলুন দেখে আসি কি আছে এতে! কেন এত সুনাম করলাম?

ফিচার সমূহঃ

১/ এই আপ্পস দিয়ে অনেক Smooth ভাবে 4k(2160p) QHD(1440p) Full HD (1080p) SD (480p) 60fps ভিডিও সমূহ প্লে করা যাবে।

২/ ইউটিউব ভিডিও গুলোকে সরাসরি SD কার্ড এ ডাউনলোড করা যাবে 4k(2160p) QHD(1440p) Full HD (1080p) SD (480p) 60fps ফরম্যাট এ। তাও আবার (Pause and Resume) করা যাবে। মারাত্মক না?

৩/ আপনার ইউটিউব অ্যাকাউন্ট এ লগ ইন করা যাবে, এবং ইউটিউব অ্যাকাউন্ট এর সকল ফিচার ব্যবহার করা যাবে! (subscribe, watch later, history, my videos, subscribers.)

৪/ তাছাড়াও রয়েছে মারাত্মক ধরনের সুন্দর User Interface!

৫/ আপনার পছন্দের ইউটিউব ভিডিও Live Tiles হিসেবে আপনার START SCREEN এ ভাসবে! হল না অসাধারন?

৬/ হাই কোয়ালিটি এম পি থ্রি তে ডাউনলোড করতে পারবেন!

তাছাড়া এই আপ্পস টির মাধ্যমে সম্পূর্ণ Cast ফিচার পাওয়া যাবে।

1 Cast video or audio on your Smart TV (Samsung, Philips, LG, Sony, Panasonic, Sharp, Toshiba etc.)

2 Cast online and downloaded Youtube videos (WP8 only)

3 Chromecast (total control Volume and seek)

4 Airplay Apple TV (total control Volume and seek)

5 DLNA (total control Volume and seek)

ইমেজ গ্যালারিঃ

Image 01: TubeCast App User Interface. [YouTube User Account Control Panel]

Image 02: Playing Your Favorite Or Latest YouTube Video!

 

Image 03: Play Your Video In LandScape Mode In Full Hd Quality! Enjoy!

Image 04: Download Your Favorite YouTube Video In HD, HQ And Many Other Format! Or Download Video As Mp3! Its Really Awesome!

 

Image 05: YES! Its Preparing To Download Your Favorite Video In Full Hd Format On Your SD Card

 

উপসংহারঃ

সকল দিক বিবেচনা করে এই আপ্পস টি আমার কাছে চরম লেগেছে। তো উইন্ডোজ ফোন ব্যবহার কারীরা তোমরা দেখিয়ে দাও! আমার মতে এই আপসটি কে অফিসিয়াল করে দেওয়া দরকার! তো আজ আর না বন্ধুরা! ভাল থাকুন!

 

আমার Bollywood Hd Videos ডাউনলোড করার সাইট ঘুরে আসুন অবশ্যই!

FACEBOOK.

Level 6

আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস