Hello টেকটিউনসারস !! সবাই কেমন আছেন ? আশা করি খুবই ভাল।। উইন্ডোজ ফোনে সম্পর্কে এটা আমার ৪ নং টিউন।।
প্রথমে copa america সম্পরকে সংক্ষিপ্ত কিছু জেনে নেই।।
"কোপা আমেরিকা (আমেরিকা কাপ) নামেও পরিচিত, দক্ষিণ আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশনের একটি নিয়মিত ফুটবল প্রতিযোগিতা। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আগে এ টুর্নামেন্ট চালু হয়।১৯১৬ সালে চালু হওয়া এই টুর্নামেন্ট ১৯৭৫ সালে বতর্মান নাম কোপা আমেরিকা ধারন করে। ১৯১০ সালে এই প্রতিযোগিতা পরীক্ষামূলক চালু হয়েছিল। বর্তমানে বারটি দেশের অংশগ্রহনে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিন্তু ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা দশ বলে বাকি দুই দেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এ পর্যন্ত অনুষ্ঠিত ৪২ টি টুর্নামেন্টে সর্বাধিক ১৫ বার উরুগুয়ে চ্যাম্পিয়ান হয়।"
এবার সরাসরি কাজের কথাতে আসি।।
এইটা সম্পূর্ণ আমার নিজের বের করা ট্রিক্স।। copy paste বলবেন না।।
ওকে তাহলে শুরু করি।।
১) প্রথমে এই লিঙ্ক এ যান -- http://calendar.live.com
২) আপনার Microsoft id and password দিয়ে লগিন করেন।।
৩)এখন একটা ক্যালেন্ডার show করবে।। উপরে "import" লিখা তে ক্লিক করেন।।
৪) এখন বাম পাশের থেকে "subscribe" এ ক্লিক করেন।।
৫) এক্তা ফর্ম দেখাবে।। অইখানে Calendar URL ঘরে এই লিঙ্ক টা দিন "webcal://hacktheweb.in/fun/copa2015.php"।।এরপর Calendar name ঘরে লিখুন "Copa America 2015"।। Calendar color এ যে কোন রং select করুন।। সব শেষে Charm এর নিচে None এ ক্লিক করে Football icon টা select করেন।।
আমি নাহিদ হাসান রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Exellent.aro besi besi apps and tips chai.