আইওএস এর সাথে না পারলেও আন্ড্রইড এর সাথে ভালই পাল্লা দিয়ে মাইক্রোসফট এর মোবাইল অপারেটিং সিস্টেম এখন অনেকেরই হাতে। আমিও পার্সোনালি ব্যবহার করি ও পছন্দ করি। হাজার গেম এর মধ্য থেকে আমার মতামত অনুযায়ী উইন্ডোজ ফোন এর সেরা ৩ গেম নিয়েই আজ আমার আয়োজন।
আইওএস ও আন্ড্রইড মত উইন্ডোজ এও গেমটি বেশ জনপ্রিয়। তাছাড়া আইওএস এর মত উইন্ডোজ এরও বেশি র্যাম এর প্রয়োজন হয় না তাই মাত্র ৫১২ র্যাম এর ডিভাইস গুলাতেও গেম টি স্মুথলি খেলতে পারবেন। গেমলফট এর এই রেছিং গেমটি এত জনপ্রিয় কারন এর গ্রাফিক্স আর উইন্ডোজ ফোন এর গ্রাফিক্স কুয়ালিটি তুলনামুলক ভাল।
গেমটি উইন্ডোজ ফোন এর ক্লাশ অফ ক্লান্স এর চাহিদা পুরন করে। গেমটি কোন ভাবে ক্লাশ অফ ক্লান্স এর চেয়ে খারাপ বলা যায় না। আর মাইক্রোসফট গেম টি বানাতে কোন কপি করে নি।
গেমটি আসলে ১ এ থাকার কথা কিন্তু একমাত্র সমস্যা গেমটি কিনে খেলতে হয়। তবে আন্ড্রইড এর মত উইন্ডোজ এও পাইরেছি করে গেম টি খেলা। এটি মুলত একটি অ্যাকশান গেম যা এক্সবক্স এ অনেক আগে থেকেই তুমুল জনপ্রিয়।
এছাড়াও উইন্ডোজ প্রচুর গেম রয়েছে। উইন্ডোজ ১০ এ আরও আনেক আপডেট আসবে। বাংলাদেশে উইন্ডোজ ফোন ব্যাপক জনপ্রিয় না, লুমিয়া ৫৩৫ ও ৪৩৫ বের হওয়ার পর এখন অনেক দেখা যায়। আপনি যদি উইন্ডোজ ফোন এউসার হয়ে থাকেন তবে টিউমেন্ট এ জানান যা আমাদের আরও উইন্ডোজ ফোন নিয়ে টিউন করতে উৎসাহ করবে।
আমি নাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bro Ami Lumia 435,535 use korsi.ar 540 kinte jassi.lumia set gula satti osadharon.lumiar performance android ER theke onek valo. worldwide windows OS ER mobile user share silently berei cholese.ar apnader kas theke aro besi besi tips and apps asa korsi.doya kore keo faltu comments korben na Lumia set use na kore ar Typical Bangladeshi hoa theke nijeke biroto rakhun.