এটা আমার টেকটিউনসে প্রথম টিউন।আজকের টিউনে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব কেন আপনি উইন্ডোজ ফোন কিনবেন।কেন আপনি সব ওএস ছেড়ে উইন্ডোজ ফোন ওএস ব্যবহার করবেন।কি আছে উইন্ডোজ ওএস তে?সরাসরি টিউনে চলে যাই।
উইন্ডোজ ফোনের ইউজার ইন্টারফেস খুবই চমৎকার।এটিকে ঠিক আপনার যেমন প্রয়োজন তেমনভাবে সাজানো হয়েছে।এটার ইউজার ইন্টারফেস অন্যান্য ওএস থেকে একেবারেই আলাদা।উইন্ডোজ ফোনে ব্যবহার করা হয়েছে অনবদ্য লাইভ টাইলস সুবিধা, যার কারনে ফোন কখনও স্লো হয় না।এটার ইউজার ইন্টারফেস এমন যে আপনার একবার দেখলেই ভাল লেগে যাবে।এবং এটা অনেকের কাছেই খুব পছন্দের।
উইন্ডোজ ফোনের ক্যামেরা বিশেষভাবে নোকিয়ার ক্যামেরা পৃথিবীর প্রথম সারির ভালো ক্যামেরার মধ্যে পড়ে।উইন্ডোজ ফোনের ক্যামেরা সহজেই স্যামসাং,এইচটিসি এগুলোর সাথে তুলনা করা যায়।এছাড়াও উইন্ডোজ ফোনের ক্যামেরায় দেওয়া হয়েছে বিশেষ কিছু ফিচারস যা আপনি সাধারনত অন্য ডিভাইসে পাবেন না।এছাড়াও উইন্ডোজ ফোনে লুমিয়া ক্যামেরা অ্যাপ ব্যবহার করে লুমিয়া প্রো ক্যামেরা ফিচারস ইউজ করে আপনি বেশ ভালো মানের ছবি তুলতে পারবেন।
উইন্ডোজ ফোনে দেওয়া হয়েছে পৃথিবীর সবথেকে বুদ্ধিমান এবং শিক্ষিত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করটানা।এটা যারা ব্যবহার করেছেন তারাই বুঝতে পেরেছেন এটা কি জিনিস।এর উপকারিতা বলে শেষ করা যাবে না।এই করটানা হল আপনার সর্বসময়ের সঙ্গী।এটা আপনার সব কাজ মনে করিয়ে দেবে এবং আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবে।এটা কি করতে পারে না বলে বলুন এটা কি করতে পারে না?এটা এখন বেটা ভার্সনেই গুগল নাও এবং সিরিকে হার মানাতে সক্ষম।
চলতি বছরের সেপ্টেম্বর/অক্টোবর মাসে আসছে উইন্ডোজ ফোন ১০ ওএস।যেকোনো উইন্ডোজ ফোন উইন্ডোজ ১০ তে আপগ্রেড করা যাবে।সাধারনত অন্যান্য ডিভাইসে আপনি এত বড় আপগ্রেড ফ্রি তে এবং সকল ডিভাইসে পাবেন না।সবথেকে বড় আপগ্রেড সুবিধা সুধুমাত্র উইন্ডোজ ফোনই দেয়।উইন্ডোজ ফোন ১০ হবে ইউজারদের জন্য একটি বড় চমক।অনেক নতুন নতুন ফিচারস নিয়ে আসছে উইন্ডোজ ১০।উইন্ডোজ ১০ তে আছে এমন কিছু অনবদ্য ফিচার যা আপনি অন্য ডিভাইসে পাবেন না।
এটি হল উইন্ডোজ ফোনের অফিসিয়াল আপ্পস ষ্টোর।এখানে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় সকল ধরনের আপ্পস পাবেন।অনেকের ধারনা উইন্ডোজ ষ্টোরে বেশি আপ্পস নেই।কিন্তু এই ধারনা সম্পূর্ণ ভুল।উইন্ডোজ ষ্টোরে রয়েছে প্রচুর আপ্পস।যদিও এটাতে এন্ড্রয়েড এবং আইফোনের মত এত আপ্পস নেই,কিন্তু যেসব আপ্পস আছে তা খুবই মানসম্মত।আপনার প্রয়োজনীয় আপ্পস দ্বারা প্রতিনিয়ত উইন্ডোজ ষ্টোর ডেভেলপ হচ্ছে।
উইন্ডোজ ফোনে আপনি পাবেন এক্সবক্স কানেকশন।লাইভ এক্সবক্স কানেক্ট করার মাধ্যমে আপনি পাবেন অসাধারন গেমিং অভিজ্ঞতা।এটার সাহায্যে আপনি একত্রিত হতে পারবেন দুনিয়ার অসংখ্য এক্সবক্স ব্যবহারকারীর সাথে।
আশা করি আমার টিউনটি আপনাদের খারাপ লাগে নাই।আমি বলব যদি নতুন একটি ফোন কেনার চিন্তা করেন,তাহলে অবশ্যই একবার উইন্ডোজ ফোনের কথা ভাববেন।
আমি সিয়াম একান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সিয়াম রউফ একান্ত। অনেকে সিয়াম নামে চেনে আবার অনেক একান্ত নামে। যাইহোক, পড়াশুনা একেবারেই ভাল লাগেনা আমার। ভাল লাগার মধ্যে দুইটা জিনিস , ফটোগ্রাফি আর প্রযুক্তি। এই প্রযুক্তির প্রতি ভাললাগা থেকেই টেকটিউন্স চেনা এবং টেকটিউন্সে আইডি খোলা। দেখা যাক কতদূর কি করা যায়......
Well
Ami last month theke WP use kori,,,WP ar features joto e valo hok Android ar Windows ar tulona korle hoytp kono os ke e kharap bola jabe na kiintu Android k e best bolte hobe,,
Ar Cortana ato ta o special kichu na,,,ar ei app only USA te cholbe,,,amara country USA diye chalate parbo jodio,,,,,kintu eita amay khub akta help kore na,,,,WP os not best,,,just good