কেন আপনি উইন্ডোজ ফোন কিনবেন ? কি আছে এটাতে ?

এটা আমার টেকটিউনসে প্রথম টিউন।আজকের টিউনে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব কেন আপনি উইন্ডোজ ফোন কিনবেন।কেন আপনি সব ওএস ছেড়ে উইন্ডোজ ফোন ওএস ব্যবহার করবেন।কি আছে উইন্ডোজ ওএস তে?সরাসরি টিউনে চলে যাই।

উইন্ডোজ ফোন ইউজার ইন্টারফেসঃ

উইন্ডোজ ফোনের ইউজার ইন্টারফেস খুবই চমৎকার।এটিকে ঠিক আপনার যেমন প্রয়োজন তেমনভাবে সাজানো হয়েছে।এটার ইউজার ইন্টারফেস অন্যান্য ওএস থেকে একেবারেই আলাদা।উইন্ডোজ ফোনে ব্যবহার করা হয়েছে অনবদ্য লাইভ টাইলস সুবিধা, যার কারনে ফোন কখনও স্লো হয় না।এটার ইউজার ইন্টারফেস এমন যে আপনার একবার দেখলেই ভাল লেগে যাবে।এবং এটা অনেকের কাছেই খুব পছন্দের।

ইউজার ইন্টারফেস

ক্যামেরা এবং ক্যামেরা ফিচারসঃ

উইন্ডোজ ফোনের ক্যামেরা বিশেষভাবে নোকিয়ার ক্যামেরা পৃথিবীর প্রথম সারির ভালো ক্যামেরার মধ্যে পড়ে।উইন্ডোজ ফোনের ক্যামেরা সহজেই স্যামসাং,এইচটিসি এগুলোর সাথে তুলনা করা যায়।এছাড়াও উইন্ডোজ ফোনের ক্যামেরায় দেওয়া হয়েছে বিশেষ কিছু ফিচারস যা আপনি সাধারনত অন্য ডিভাইসে পাবেন না।এছাড়াও উইন্ডোজ ফোনে লুমিয়া ক্যামেরা অ্যাপ ব্যবহার করে লুমিয়া প্রো ক্যামেরা ফিচারস ইউজ করে আপনি বেশ ভালো মানের ছবি তুলতে পারবেন।

ক্যামেরা ফিচারস

করটানাঃ

উইন্ডোজ ফোনে দেওয়া হয়েছে পৃথিবীর সবথেকে বুদ্ধিমান এবং শিক্ষিত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করটানা।এটা যারা ব্যবহার করেছেন তারাই বুঝতে পেরেছেন এটা কি জিনিস।এর উপকারিতা বলে শেষ করা যাবে না।এই করটানা হল আপনার সর্বসময়ের সঙ্গী।এটা আপনার সব কাজ মনে করিয়ে দেবে এবং আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবে।এটা কি করতে পারে না বলে বলুন এটা কি করতে পারে না?এটা এখন বেটা ভার্সনেই গুগল নাও এবং সিরিকে হার মানাতে সক্ষম।

উইন্ডোজ ১০ আপগ্রেডঃ

চলতি বছরের সেপ্টেম্বর/অক্টোবর মাসে আসছে উইন্ডোজ ফোন ১০ ওএস।যেকোনো উইন্ডোজ ফোন উইন্ডোজ ১০ তে আপগ্রেড করা যাবে।সাধারনত অন্যান্য ডিভাইসে আপনি এত বড় আপগ্রেড ফ্রি তে এবং সকল ডিভাইসে পাবেন না।সবথেকে বড় আপগ্রেড সুবিধা সুধুমাত্র উইন্ডোজ ফোনই দেয়।উইন্ডোজ ফোন ১০ হবে ইউজারদের জন্য একটি বড় চমক।অনেক নতুন নতুন ফিচারস নিয়ে আসছে উইন্ডোজ ১০।উইন্ডোজ ১০ তে আছে এমন কিছু অনবদ্য ফিচার যা আপনি অন্য ডিভাইসে পাবেন না।

উইন্ডোজ ষ্টোরঃ

এটি হল উইন্ডোজ ফোনের অফিসিয়াল আপ্পস ষ্টোর।এখানে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় সকল ধরনের আপ্পস পাবেন।অনেকের ধারনা উইন্ডোজ ষ্টোরে বেশি আপ্পস নেই।কিন্তু এই ধারনা সম্পূর্ণ ভুল।উইন্ডোজ ষ্টোরে রয়েছে প্রচুর আপ্পস।যদিও এটাতে এন্ড্রয়েড এবং আইফোনের মত এত আপ্পস নেই,কিন্তু যেসব আপ্পস আছে তা খুবই মানসম্মত।আপনার প্রয়োজনীয় আপ্পস দ্বারা প্রতিনিয়ত উইন্ডোজ ষ্টোর ডেভেলপ হচ্ছে।

এক্সবক্সঃ

উইন্ডোজ ফোনে আপনি পাবেন এক্সবক্স কানেকশন।লাইভ এক্সবক্স কানেক্ট করার মাধ্যমে আপনি পাবেন অসাধারন গেমিং অভিজ্ঞতা।এটার সাহায্যে আপনি একত্রিত হতে পারবেন দুনিয়ার অসংখ্য এক্সবক্স ব্যবহারকারীর সাথে।

আশা করি আমার টিউনটি আপনাদের খারাপ লাগে নাই।আমি বলব যদি নতুন একটি ফোন কেনার চিন্তা করেন,তাহলে অবশ্যই একবার উইন্ডোজ ফোনের কথা ভাববেন।

Level 0

আমি সিয়াম একান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সিয়াম রউফ একান্ত। অনেকে সিয়াম নামে চেনে আবার অনেক একান্ত নামে। যাইহোক, পড়াশুনা একেবারেই ভাল লাগেনা আমার। ভাল লাগার মধ্যে দুইটা জিনিস , ফটোগ্রাফি আর প্রযুক্তি। এই প্রযুক্তির প্রতি ভাললাগা থেকেই টেকটিউন্স চেনা এবং টেকটিউন্সে আইডি খোলা। দেখা যাক কতদূর কি করা যায়......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Well
Ami last month theke WP use kori,,,WP ar features joto e valo hok Android ar Windows ar tulona korle hoytp kono os ke e kharap bola jabe na kiintu Android k e best bolte hobe,,
Ar Cortana ato ta o special kichu na,,,ar ei app only USA te cholbe,,,amara country USA diye chalate parbo jodio,,,,,kintu eita amay khub akta help kore na,,,,WP os not best,,,just good

    @মেহেদী হাসান ভাইঃ আমি কি এন্ড্রয়েড এর সাথে তুলনা করে কিছু বলেছি? আমি উইন্ডোজ ফোন কেন ভাল তাই লিখেছি।আর আমি তো একবারও এন্ড্রয়েডকে খারাপ বলি নাই।ভাই প্রত্যেকটা ওএস এর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে।সেগুলো একটা আরেকটার সাথে নাও মিলতে পারে।এন্ড্রয়েড মোবাইল অনেক আগে বের হইছে,তাই এটার ডেভেলপমেন্টও বেশি হইছে।উইন্ডোজ ফোন কেও একটু টাইম দেন,দেখবেন এটারও ডেভেলপমেন্ট হবে।

    আন্ড্রইড ভাল কারনঃ
    ১। আন্ড্রইড সম্পূর্ণ কাস্টমাইজেবলঃ লল, ম্যাক বা উইন্ডোজ এর মত সব ডিভাইসএ এক অপারেটিং সিস্টেম চালানোর সুবিধা না থাকায় আন্ড্রইড এর এই হাল। অ্যাপল বা মাইক্রোসফট এর ওএস এর একটা লুকিং আছে যা তাদের অন্য সব ওএস থেকে আলাদা করে রাখে। এটা প্রমান করে আন্ড্রইড এর কোন পারসোনালিটি নাই।
    ২। ফ্রী ইন্টারনেটঃ আন্ড্রইড কাস্টমাইযেবল হওয়ায় এতে না ভাবে পাইরেসি করে ইন্টারনেট ফ্রী তে চালান যায়। তার চেয়ে ভাল পাশের ফ্লেক্সিলোড এর দোকান থেকে হাইজ্যাক করে কিছু ফ্লেক্সি করে নেয়া।
    ৩। পাইরেসি এর বসঃ সব গেম এরই ক্রাক পাওয়া যায়। এতে একদিক দিয়ে ডেভেলপার এর নিছু করা হয় অপর দিকে নতুন ইউজারদের ইন্টারনেট ওয়ার্ল্ড মাগনা পাওয়া যায় এইটা শিখানো হয়।
    আইফোন ইউজ করার ক্ষমতা নাই, তাই পাইরেসি রোধে উইন্ডোজ ফোন ইউস করি। আমরা অন্তত একটা কথা বলতে পারি যে- আমরা পাইরেসি ফ্রী।
    আর উইন্ডোজ ১০ এ করটানা সব রিজন এ সাপোর্ট করবে। একটা মানুষ (প্রায়) মোবাইল এ নিয়ে ঘোরা কোন বড় ব্যাপার নয়? মজা পাইলাম।

উইন্ডোজ ফোনে ব্যবহার করা হয়েছে অনবদ্য লাইভ টাইলস সুবিধা, যার কারনে ফোন কখনও স্লো হয় না।- এইটা কিছু বললেন? লাইভ টাইলস এর জন্য স্লো হয় না? মাইরালা, এইটাই একমাত্র র‍্যাম কিলার।
নোটিফিকেশান বার নিচে কবে আসলো? এমনকি উইন্ডোজ ফোন ১০ এও নোটিফিকেশান বার উপরে থাকবে। এইটা কনসেপ্ট। পারলে কোন মোবাইল দেখান এরকম।
না জেনে টিউন করে উইন্ডোজ ফোন এর মান সম্মান ধুলায় মিশায় দিয়েন না প্লিজ।

    ভাই এইটা কনসেপ্ট আমি জানি।
    ভাই আমি প্রথমেই বলছি যে টেকটিউনসে আমি নতুন।এটা আমার প্রথম টিউন।এই প্রথম টিউন করছি তো,ভুল হতেই পারে।আর ভাই আমি আমার সীমিত জ্ঞান থেকেই এটা লিখেছি।তাই ভুল হলে ধরায় দেন,এভাবে অপমান করার কি দরকার?
    আর ভাই আরেকটা কথা।আপনার মোবাইলের রেম কত যে এইটাকে আপনার রেম কিলার মনে হয়?এইটা একমাত্র রেম কিলার কে বলছে আপনাকে ভাই?

      হাহাহা আরে ভাই একটা কথা বলি তুমি একটা কনসেপ্ট রে উইন্ডোজ ফোনের ন্যাটিভ ফিচার বলে চালাইয়া দিবা মাগার খোচা খাইবা না তাতো হইব না !!! । আবার কেউ খোচা মারলে অপমান!!! । তাইলে কেমনে কি কও ভাই ?। হুনো ভায়া টাইলস এর লিগা না হুদা। তুমার সাধের পেয়ারা উইন্ডোজ মোবাইল মাত্র ১৫০ এমবি র‍্যাম দেয় অ্যাপ্স এর ক্ষেত্রে যদি সেটা ৫১২ এমবি ডিভাইস হয়। আর ১ জিবি ডিভাইস হয় তাইলেও ৩৫০ এমবি বেশি এপ রে দেয় না ব্যবহার করতে। আর এমন কিপ্টার লগে ওপেন সোর্স এর তুলনা দিলে পাবলিক মরে হুতাই হালাইবো তো যাই হোক। মনে কোর তুমি ৫১২ অ্যান্ড্রয়েড ডিভাইস এ একটা গেম খেলবা যেখানে ৩০০ এম্বি র‍্যাম খায়। কিন্তু তোমার খালি আছে মাত্র ২২০ এমবি তাইলে যখন তুমি গেম টা রান দিবা তখন সেটের সকল এক্সট্রা প্রসেস লাইক মেসেঞ্জার ইমো বা phone, contacs সব ক্লিন কইরা হালাই বো এবং গেম ল্যগ ফ্রি রান করাই বো। যেটাকে snr treshhold বলে। কিন্তু লুমিয়া তে কিন্তু তা হবে না এ বেটা সাথে সাথে এপটাকে হত্যা করবে।

        আর সেট ভিতরে যদি গরমিল থাকে তাইলে উপরে গরিলা দাদার কাচ দিয়া জানালার উইন্ডশেড বানাম ? যতসব !!! >:(

        Level 2

        Bro tahole apnar sader android Os ke Bolen 100gb!! ram diya mobile set banate.tahole snr threshold Hobe na.

          হাহা, এইডা কি যুগ? মোবাইলে ৪ জিবি র‍্যাম লাগে। ৫০ জিবি র‍্যাম হলেও তো ৫ অথবা ৫.৫ ইঞ্চি ডিসপ্লেতে GTA V খেলতে পারব না। তাইলে লাভ কি? আর মোবাইল হ্যাং এর প্রশ্ন তুল্লে পারলে একটা ৫১২ এম্বি এর উইন্ডোজ ফোন হ্যাং করে দেখাক।
          আপনার টিউমেন্ট দেখে শেষ পর্যন্ত স্বস্তি পেলাম।

          android dosen’t need to 100 gb because of his SNR ThreshHold Feature only 1 gb ram device can produce 675 mb free for gaming.

        প্রথম কথা ভালই লাগল।
        কিন্তু র‍্যাম বিভিন্ন কাজের জন্য আলাদা করে ভাগ করে দেয়া যায়? এইটা ভাই প্রথম শুনলাম।
        ওপেনসোর্স নিয়ে যেই খোটা মারলেন তা সেপ্টেম্বর মাসেই বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ!
        ৫১২ এমবি র‍্যাম এর উইন্ডোজ ফোন এও এসফাল্ট ৮ দৌড়ায়, আন্ড্রইড এ হাটতে গিয়ে রেস্ট নেয়।
        তখন সেটের সকল এক্সট্রা প্রসেস লাইক মেসেঞ্জার ইমো বা phone, contacs সব ক্লিন কইরা হালাই বো এবং গেম ল্যগ ফ্রি রান করাই বো। যেটাকে snr treshhold বলে। – এইটা আবার কি বললেন? গেম খেলতে খেলতে আমি মেসেঙ্গার এর নোটিফিকেশান ও পাই, কল ও ধরতে পারি। এইসব কথা কি আপনি আবিষ্কার করছেন?
        মাইক্রোসফট এর মত একটা টিম ভালই জানে অপারেটিং সিস্টেম ক্যামন হওয়া উচিৎ। নাইলে পিসিতে এত জনপ্রিয়তা পেত না। ফোন এর অপারেটিং সিস্টেম নয়ে মাত্র চিন্তা করে নাই বলে পিছায় পরছে। উইন্ডোজ ১০ আসতে দেন, তারপর দেখা যাবে।
        ৩ বছর যাবত উইন্ডোজ ফোন নিয়ে গবেষণা করি। ১ বছর হল ইউস করি। উলটা পাল্টা কথা কইতে আইলে ডাইরেক্ট ভাইঙ্গা দিমু।

          litsen bro, may i like to upgrade your knowlegde that. when your game cost much ram then you have free. than it just clean your cash like mesenger,imo or other third party ram killer. are expect stop your call masage which are native feature of an os. with s.t. then i can do nothing but laugh at you. and listen android dosen’t gone to closed sourcre there just some system google feature putting asl 2.0 license and aosp is still open source you can still get updated open source rom like cynogen, aokp, or miui. ok !!! so please say again ‘inshalla’ for android will open souce ever and after. you dam’n rubish!!!.
          and i am wait for laughing at your low quaity windows 10. hahaha
          are you research on windows mobile since 3 years and using 1 years right ?
          listen you jerk!!! your research is just stuck on windows mobile. you can’t grew to an mobile os ok. at least the ass hole like you are try broke someone by his hand. but i had boke you nose by my word.
          thought you get sense ‘roookie !!!’
          speake carefully. and give knowledge after shake your city you rubbish !!!. hahaha

      এইটা কনসেপ্ট আপনি জানেন? তাইলে টিউন করলেন ক্যা?
      টিউন করা বাধ্যতামূলক নয় যে না জেনেও টিউন করতেই হবে।
      উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম অনেক অপটিমাইজড। শুধু ব্যাকগ্রাউন্ড এর কাজ গুলার জন্য যত র‍্যাম খায় তার ৯০% লাইভ টাইলস আপডেট এর জন্য।

      Windows phone aaa,,ram killer lage na,,,set all time ak vabe kaj kore,,,,

Level 2

Bro Ami Lumia 435,535,730 use korsi.ar next week e Lumia 540 kinte jassi.Ami WP Os somporke ekta information dete chai ta holo 1GB ram jukkto Lumia phone asonkho apps install korar poreo eti ke otota slow hote dekhini jotota Anroid phone hoy.Also lumiar battery back khubi valo Anroid phone theke.Windows phone khub Tara tari ekta valo market share Pete jasse.Wait and see.

ঠিক বলছেন ভাই @saeedrony

Nokia Phone Use Kori Sei 1110 Model Theke. Ei Porjonto Lumia Use Koreci Mot 3 Ta. Now Use Korteci Lumia 540. Ami Android And IOS Use Koreci, But WP Er Moto Moja Paina. WP 8.1 Ashar Por Theke Chorom Laage WP! Lumia Phn Gular Color And Design Marattok Laage! And Sobai Taak Laagiye Takiye Thake!! Samsung Phone Gular Style Er Boro-E Ovab. WP Er Battary BackUp Amar Best Laage. And Also Chorom User Inrerface. And Phone Android Er Moto Kothai Kothai Slow Maare Na. Ei Speed Booster Sei Ram Booster O Use Korte Hoi Na Android Er Moto. WP 10 Asar Por Asha Kori Sokoler Mon Kere Nite Parbe. Poriseshe Eitai Bolbo Je WP Er Moto Sohoj And Easy Phone Aar Nai.

    Level 2

    Bro Lumia 540 set Ta kinte chassi.set ta kemon janaben ki tahmid borhan?etar ki gorrila glass ase display Te?

      লুমিয়া ৫৪০ গোরিলা গ্লাস ডিসপ্লে।চরম একটা ফোন এইটা। @saeedrony

      Ji 540 A Gorilla Glass 3 Ace. Display Super HD. CAmera Super Good. And Sobchaite Valo Bapar Hoilo Phn Ta Onek slim and ultra stylish and 535 Er Moto game play korle gorom hoi na..

ঠিক বলছেন।@তাহমিদ বোরহান ভাই

সিয়াম একান্ত ভাই, টিউন আপডেট করেন নাইলে সবাই (আমার বন্ধু বান্ধব এর অভাব নাই) মিলে রিপোর্ট করবো। টিউন আইডি টাও হারাবেন।

Windows phone : Microsoft Lumia 535 Dual sim. kine silam very hanging, touching problem korse.

Android is best. because its apps more than other os. And other os didn’t make this lot of app.