যেভাবে উইন্ডোজ ফোনের Boot screen(Power On/Off Screen) পরিবর্তন করবেন। (ExClusive)

হ্যালো tech tuners। কেমন আছেন?? আশা করি ভাল।সরাসরি কাজের কথাই আসি।আজকে একটা খুলি উড়ানো ট্রিকস দিব। অনেকেই জানেন মনে হয়। ট্রিকটা হল "কিভাবে আমরা আমাদের উইন্ডোস ফোনের Bootscreen Pic change করতে পারি। শেয়ার করব বলছিলাম। প্রথমে কিছু কথা এই ট্রিকস টা Xda-dev forum থেকে নেয়া  কিন্তু ওখানে এত বিস্তারিত লিখা নেই। তাই আমি step by step শেয়ার করতেছি। আর কেউ অযথা কাজ হয়না বলবেন না। মি try করেই নিছি। Ok let's start the fun

প্রয়োজনীয় tools ::

১। পিসি বা ল্যাপটপ (with windows 7 or higher)

২। ডেভ আনলকড ফোন।

৩। আর শিখার আগ্রহ। That's it

🙂

Steps::

১। প্রথমে এই Post অনুসারে আপনার ফোনের registry unlock করেন। post Link- https://www.techtunes.io/windows-phone/tune-id/357009

২। টিউন টা ভালমত পরে কাজ করেন।

৩। Successfully registry unlock করানোর পর Preview for Developers app টা ওপেন করেন।

৪। এখন আপনি পিসির মত আপনার ফোনের full registry দেখতে পারবেন। Registry সম্পর্কে কিছু না জানলে ওগুলা নিয়ে কাজ না করাই ভাল। আমাদের registry তে হাত দেয়ার প্রয়োজন নেই। :p

৫। Preview for developers app টা open করে ডান দিকে swipe করে "Tweaks(List)" Tabএ যান। ওই Tab এ দেখেন" click this app was applied." এরকম কিছু লিখা আছে। ওইটাতে click করেন।

৬।দেখবেন একটা new windowআসবে। ওইখানে

"C:\Mtp access" টা disable দেখাবে।আপনি ওটাকে Enable করে দিবেন তার সাথে "Enable custom bootimage screen" আর "Enable custom shutdown image screen" এই দুইটাও "Enable" করবেন। অন্য কিছুতে হাত দেওয়ার প্রয়োজন নেই।

এইটুকু করার পর app টা close করে দিন।

৭। এবার USB দিয়ে ফোনটা পিসির সাথে connect করুন।

৮। এবার ফোনের "Phone memory"open করুন। পার্থক্য দেখতেছেন কোন?? না দেখলে বুঝব আপনি কানা। :3। একটু খেয়াল করে দেখুন আপনা ফোনের সিস্টেম ফাইলগুলা দেখাচ্ছে পিসিতে।

ফোনের সিস্টেম পুরাই unlocked।। বাহ: আপনিতো দারুন হ্যাকার।

৯। এবার phone memory(c:) ->Data-> users-> public-> Pictures এই ফোল্ডারে যান। দেখেন ""CustomPFD" নামে কোন ফোল্ডার আছে কিনা। যদি না থাকে তাহলে new folder তৈরি করেন "CustomPFD" নামে। এবার আপনি দুইটা pic select করবেন। দাড়ান প্রথমে ২ টা শর্ত আছে। ১) Pic এর extension Png হতে হবে। ২) pic গুলো আপনার screen resolution এর সাথে মিলতে হবে।

আমার ফোন 525। এটার রেজুলেশন 480x800। আপনারা about এ গিয়ে দেখবেন আপনাদের  টা কত।

শর্ত দুইটার জন্য ট্রিকস :p

১) আপনার pic এর extension যদি jpg হয় তাহলে just rename করে png বসাবেন।

২) পিসি তে Microsoft paint এর সাহায্যে pic crop করেরেজুলেশন কমাতে বাড়াতে পারবেন। 🙂

ওকে মনে করে pic এর ঝামেলা টা ঠিক করে ফেলছেন। এবার pic ২টা rename করেন। একটার নাম দেন "startupboot.png" আরেকটার নাম "shutboot.png"। এখানে png হল file extension.। এবার pic ২টা ওই "CustomPFD" ফোল্ডারে রাখেন। ফোন USB থেকে disconnectকরে shutdownকরে দেখেন। Boot screen with ur favourite image।

এখানে shutboot.png হল ফোন off হওয়ার টাইমের pic। আর startupboot.png হল ফোন স্টার্ট হওয়ার টাইমের pic।

আপনি ইচ্ছা করলে শুধুমাত্র একটা pic ও দিতে পারেন। যেমন only shutboot অথবা startupboot। 🙂

সবকিছু ঠিকমত করে আমাদের সাথে আপনার new boot screen share করবেন। 😉

আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি নাহিদ হাসান রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Thanks bro go ahead.

When My Lumia 535 mobile is on call it should sense object in front of it to turn off the screen light. But its not working for my mobile. I checked other nokia touch screen mobile, this functionality is working fine for them. why not for lumia 535.