SHAREit দিয়ে Android এবং WindowsPhone 8.1 এর মধ্যে ফাইল শেষার করার সঠিক পদ্ধতি

যদি বলা হয় Android কে কে ব্যবহার করেন,,,,? দেখা যাবে আমাদের ভিতরে অধিক অংশ Android ব্যবহার করে। তবে ইদানিং WindowsPhone এর উপরও মানুষ ঝুঁকছে, ঝুঁকবে নাইবা কেনো,,,? নতুন কিছু যানার আগ্রহ সাবারই মাঝে কাজ করে। আমিও কিছু দিন আগে একটা WP নিছিলাম, Os টা খারাপ না। তো যা হোক কাজের কথায় আসি,,,,

প্রথমে আপনার Android এবং WP8.1 দুটাই SHAREit থাকতে হবে, যদি না থেকে নিচের Photo দুইটার ওপরে ক্লিক করে নামিয়ে নিন।

 

                      

 

WP8.1 থেকে Android ফোনে ফাইল শেয়ার

প্রথমে আপনার Android ফোনের SHAREit টা ওপেন করুন। এর পর পর Receive করুন, এখন দেখুন আপনার Android ফোনে Automatically হটস্পট চালু হয়ে গেছে। এখন আপনার WP8.1 কে Android এর হটস্পটের সাথে কানেক্ট করুন। এখন আপনার WP8.1 ফোনটি থেকে SHAREit টা ওপেন করুন এবং Send করুন। যে ফাইল শেয়ার করতে হবে সেটা সিলেক্ট করে Send করুন। এখন সে নিজেই ওই Android ডিভাইসটি Search করে নিবে। এখন আপনার সেই Android ডিভাইস টি সিলেক্ট করে দিলেই কাজ শুরু।

Android থেকে WP8.1 এ ফাইল শেয়ার

Android ফোনটির SHAREit ওপেন করে Send করুন চাপুন, যে ফাইল শেয়ার করবেন সেটা সিলেক্ট করে Send করুন। এরপর দেখেন নিচের দিকে "Friends not found" আসছে, এ খান থেকে Apple সিলেক্ট করুন। দেখবেন আপনার Android ফোনটিতে Automatically একটি হটস্পট চালু হয়ছে। এখন আপনার WP8.1 কে Android এর হটস্পটের সাথে কানেক্ট করুন। তারপর WP8.1 এর SHAREit ওপেন করেন Receive করুন। দেখবেন Android নিজেই ওই WP ডিভাইস টি পেয়ে গেছে সিলেক্ট করলে ফাইল শেয়ার শুরু হবে।

 

আশাকরি সঠিক ভাবে কাজ গুলো করতে পারলে আপনি অবশ্যয় ফাইলটি শোয়ার করতে পারবেন। টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

ফেসবুকে আমি

Level 0

আমি ব্লগার তিতাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am solo


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই

আপনাদেও অসংখ্য ধন্যবাদ