বিলাই প্রেমীদের জন্যে উইন্ডোজ ফোন এপস

আপনি যেহেতু আর্টিকেলটি পড়ছেন তাই আমি ধরে নিলাম আপনি একজন বিড়াল প্রেমীক কিংবা প্রেমীকা। যেহেতু আপনি বিড়াল পছন্দ করেন সেহেতু নিঃসন্দেহে বলা যায় আপনি আপনার প্রিয় উইন্ডোজ ফোনে বিড়ালের ছবি রাখতে পছন্দ করবেন। আমিও একজন বিড়াল প্রেমীক এবং সেই কারণেই তৈরী করা Cats LockscreenCa এপসটি।
এপসটিতে এই মুহূর্তে তেমন কিছু না থাকলেও একজন বিড়ালপ্রেমীকে সন্তুষ্ট করার মত অসাধারণ কিছু ছবির সংগ্রহশালা থাকছে এতে। যা আপনি সহজেই শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে আপনার প্রিয় উইন্ডোজ ফোনের লক স্ক্রিন হিসেবে চিহ্নিত করতে পারবেন।
কিন্তু এপসটি থেকে যতেষ্ট পরিমাণ সারা পেলে পরবর্তিতে আপনার প্রিয় বিলাই এর ছবি এপসে পাবলিশ করার সুযোগ রাখার ইচ্ছা রয়েছে।
উল্লেখ্য, এপসটি ব্যবহারের জন্যে ডাটা কানেকশন অন রাখার প্রয়োজন হবে কিন্তু ভয় পাবার কিছু নেই, প্রতিবার এপসটি আপনার ডাটা কানেকশন ব্যবহার করবে না। যখন কোন ছবি লোড হয়ে যাবে তা পরবর্তিতে কোন ডাটা কানেকশন ছাড়াই আপনি দেখতে পাবেন।
Cats Lockscreen এপসটি ব্যবহার করা যাবে উইন্ডোজ ফোন ৮, উইন্ডোজ ফোন ৮.১ এবং উইন্ডোজ ১০ মোবাইলে। নিম্নে এপসটির কিছু ছবি তোলে ধরা হল।

বিলাই প্রেমী হলে এপসটি বিনামূল্যে ডাউনলোড করতে পারেন আশা করছি ভাল লাগবে এবং পছন্দ হলে আশা করি ভাল রিভিউ দিবেন। ধন্যবাদ।

ডাউনলোড লিংকঃ http://www.windowsphone.com/s?appid=20ece240-74f5-45fe-8062-e920ee3ea8cd

Cats Lockscreen এর পাশাপাশি আমার অন্যান্য উইন্ডোজ ফোন এপসগুলো পাবেন এই লিংকে
পূর্ব প্রকাশিতঃ http://fagunrain.com

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

thanks for tune.bro apnar kase ki GP Wowbox apps tar windows version ase? thakle share koren.