আপনারা যারা Windows ফোন ব্যবহার করেন, তারা জানেন যে কিছুদিন আগেই VLC এর স্ট্যাবল ভার্সন স্টোরে রিলিস করা হয়। কিন্তু, এখনো এটি পুরোপুরি ভাবে সব ভিডিও ফাইল সাপোর্ট করে না। সেই দিক থেকে Moli Player এখন পর্যন্ত Windows ফোন এর বেস্ট ভিডিও প্লেয়ার। তবে, এটি একটি প্রিমিয়াম অ্যাপ্লিকেশন। এটি trial হিসেবে কিছুদিন ব্যবহার করার পর আপনাকে কিনতে বলবে।
তবে এটির একটি ফ্রি ভার্সন আছে যা শুধু China-এর ইউসারদের জন্য। ফ্রি ভার্সন আপনি আজীবন ব্যবহার করতে পারবেন। আজকে আমরা দেখবো কিভাবে যেকোনো Country থেকে Moli Player এর ফ্রি ভার্সন টি পাওয়া যায়।
১. মোবাইল এর নেট কানেকশন অন রাখুন।
২. সেটিংস এ ক্লিক করুন।
৩. সেটিংস থেকে region সিলেক্ট করুন।
৪. এবার Country/Region - 'China' সিলেক্ট করুন। এবং Regional Format 'English' সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ফোন রিস্টার্ট দিন।
৫. ফোন চালু হবার পরে স্টোরে যান।
৬. Moli লিখে সার্চ করুন। তাহলে MoliPlayer এর ফ্রি ভার্সন দেখতে পারবেন। এইটি ইনস্টল করুন।
৭. ডাউনলোড কমপ্লিট হলে, মোবাইল এর সেটিংস এ গিয়ে region আপনার মত পরিবর্তন করে নিন। যেমন- US/Bangladesh. Language ও নিজের ইচ্ছে মত পরিবর্তন করে নিন। এর পর রিস্টার্ট দিন। এবং অ্যাপ্লিকেশন টি ওপেন করুন।
ওপেন করার পর প্রতিবার লাল চিন্হিত অপসন টি সিলেক্ট করবেন। সো, ফ্রি ভার্সন ইনস্টল করা সম্পন্ন হলো।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো জিজ্ঞাষা থাকলে কমেন্ট করতে পারেন।
ধন্যবাদ।
আমি mmhasanovee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Simple and try to be honest. Love the cute things and always will be
Good Job Bro.aro besi besi tips and tricks asa korsi apnar kas theke sathe aro windows apps.thanks for ur tune.