ব্রিক লুমিয়াকে উইন্ডোজ ফোন ৮ এ রিস্টোর করুন

**যাদের লুমিয়া ৫২৫ ব্রিক হয়ে গেছে উইন্ডোজ ১০ প্রিভিউইয়ে আপডেট করতে যেয়ে , শুধু মাত্র তাদের জন্য

শুধু মাত্র ব্রিক লুমিয়া এর জন্যঃ

( লুমিয়া ৫২৫ এ পরিক্ষিত :D)

প্রয়োজনীয় লিঙ্কসমুহঃ

১) লুমিয়া ৫২৫ এর ফার্মওয়্যারঃ (১.৬১ জিবি) http://nds2.fds-fire.nokia.com/fds_fire/1312/0609/7320087035/15F63A9A_RM998_3055.40000.1347.1002_RETAIL_apac_prc_906_02_344130_prd_signed.ffu

২) Windows Phone Recovery Tool 1.2.4 : https://www.dropbox.com/s/feq2bqzh79kv53r/WindowsPhoneRecoveryToolInstaller.exe?dl=0

 

স্টেপ ১ : লুমিয়া ৫২৫ এর ফার্মওয়্যারটি ডাউনলোড করে নিন ।

স্টেপ ২ : WPRT 1.2.4 ডাউনলোড করে নিন । আপনার লুমিয়া পিসি তে কানেক্ট করুন ।

স্টেপ ৩ : Command Promot রান করুন run as administrator দিয়ে। টাইপ করুন   CD\   এবং Enter প্রেস করুন ।

স্টেপ ৪: আবার cd C:\Program Files (x86)\Microsoft Care Suite\Windows Phone Recovery Tool টাইপ করে Enter প্রেস করুন ।

স্টেপ ৫ : আবার টাইপ করুন   thor2 -mode uefiflash -ffufile "[Firmware Location]" এবং Enter প্রেস করুন ।

যেমন thor2 -mode uefiflash -ffufile " C:\Users\Touhid\Downloads\Lumia 525\ 15F63A9A_RM998_3055.40000.1347.1002_RETAIL_apac_prc_906_02_344130_prd_signed.ffu "

 

স্টেপ ৬ : যদি সব কিছু ঠিক ঠাক থাকে তাহলে এই রকম কিছু দেখতে পাবেন …।

 

১০০ পর্যন্ত হতে দিন। অপেক্ষা করুন। ৫ মিনিট এর মত সময় নিবে ।

স্টেপ ৭: ফ্ল্যাশ সম্পুর্ন হলে আবার টাইপ করুন thor2 -mode rnd –bootnormalmode এবং Enter প্রেস করুন। আপনার ফোন রিস্টার্ট হবে।

স্টেপ ৮ : এর পর আপনার ফোন Chinese language শো করবে , পরিবর্তন করে নিন। এবং সাধারণ সেটআপ সম্মপুর্ন করুন।

 

**** এটি উইন্ডোজ ফোন এর Chinese ফার্মওয়্যার। দুঃখিত Chinese ফার্মওয়্যার ছাড়া অন্য কোন ফার্মওয়্যার পাই নি।

কেঊ পেলে জানাবেন এই ইমেইলেঃ [email protected]****

 PDF DOWNLOAD : Click

Level 2

আমি খালেদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello World


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

ভাই আমার একটি lumia 521 আছে , কিন্তু ফোনটি সিম আনলক, কিছু কি করার আছে?