আসসালামু-আলাইকুম।
উইন্ডোজ ফোন, নামটা অনেক আগে থেকেই পরিচিত হলেও আন্ড্রয়েড এর কাছে এর জনপ্রিয়তা কিছু না। তবে উইন্ডোজ ফোন ব্যবহারকারীর সংখ্যাও কম না। তাই আপনাকে উইন্ডোজ ফোনের প্রতি আসক্ত করতেই আমার এই টিউন।
নকিয়ার হার্ডওয়্যার নিয়ে বদনাম করবে এমন সাহসী মানুষ কম। আর সেই নোকিয়া থেকেই আসছে সব উইন্ডোজ ফোন। যদিও নতুন ৫৩৫ মাইক্রোসফট ব্র্যান্ডিং এর প্রথম ফোন, সাথে আপকামিং ৬৪০ ও মাইক্রোসফট এর নিজস্ব। তবে বেশির ভাগ উইন্ডোজ ফোনই নোকিয়ার যার বিল্ড কুয়ালিটি নোকিয়া ১১০০ এর মত না হলেও তার থেকে কম না। তাই এ নিয়ে আলোচনা করার আর কোন মানে হয় না। সাথে নোকিয়ার ক্যামেরা নিয়েও কিছু বলার মানে হয় না। ১০২০, ১৫২০, ৯৩০ এর মত হাইএন্ড মোবাইল গুলোর ক্যামেরা থেকে আপনারা অনেক কিছু আশা করতে পারেন। এমন কি একটু কম দামি ৫২০ থেকেও আপনারা খারাপ আশা করতে পারেন না।
মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮.১ এর সাথে বিল্ট ইন এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটি আইএস অথবা গুগল নাও কে পিছনে ফেলে দিয়েছে অনায়েশে। আপনার যেকোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই অ্যাপটি হতে পারে আপনার কিছু সময়ের অংশীদার। আর কেও যদি এক্স-বক্স এর হ্যালো গেমটি খেলে থাকেন তবে করটানা ক্যামন হতে পারে তা নিয়ে আর কোন সন্দেহ থাকবে না। আপনাদের সুবিধারতে নীচে ইউটিউবএ করটানা নিয়ে একটি ভিডিও লিঙ্ক দেয়া হল।
সবাই এ সম্পর্কে জানে। উইন্ডোজ ফোন এর হোম স্ক্রীনটি একটু অন্য রকম, বিভিন্ন অ্যাপ থেকে আগত তথ্য দিয়ে পরিপূর্ণ এটি।
আশা করি আপনাদের ভেতরে ৯৮% উইন্ডোজ ব্যবহার করেন। এদিক থেকে উইন্ডোজ ফোন আপনাকে দেবে কিছু সুবিধা। আপনার কম্পিউটার অথবা মোবাইল এর থাকা ফটো গুলো অটো সিঙ্ক এর মাধ্যমে আপনি অন্য ডিভাইস এও তা দেখতে পারবেন। কোন ওয়ার্ড ডকুমেন্ট ফাইল কম্পিউটারএ অর্ধেক লিখে বাকিটা মোবাইল দিয়ে শেষ করতে পারবেন।
উইন্ডোজ ১০ এর ফোন গুলো হবে আরও ফ্রেন্ডলি। হোম স্ক্রীন থেকেই কোন অ্যাপ এ না ঢুকে সামান্য কাজ সম্পন্ন করা। নোটিফিকেশন প্যানেল থেকে যেকোনো মেসেজ এর রিপ্লাই দেয়া। এছারাও সেটিংস এর ইন্টারফেস এ পাবেন নতুন ভিউ। সব উইন্ডোজ ফোনই ফ্রী উইন্ডোজ ১০ এ আপগ্রেড করা যাবে।
ভুল হলে ক্ষমা করবেন। পারলে উইন্ডোজ ফোন ব্যবহার করুন।
আমি নাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যাই বলেন ভাই, Android is BEST
আমি আপনাকে ৫০ টির ও বেশি কারন(সুবিধা) দেখাতে পারবো, Windows Phone থেকে Android OS এর দিকে ধাবিত হওয়ার। এগুলোর মধ্যে কিছু হয়তো আপনার অজানা।