মাইক্রোসফট স্মার্টফোনের উইন্ডোজ ১০ প্রিভিউ

স্মার্টফোনের জন্য নতুন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের প্রিভিউ ভার্সন ছেড়েছে মাইক্রোসফট। সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটির বাজারজাতকৃত উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের প্রথম সংস্করণ এটি।
মাইক্রোসফট স্মার্টফোনের জন্য ‘উইন্ডোজ ১০’ এর প্রিভিউ ভার্সন ছেড়েছে বৃহস্পতিবার। সর্বশেষ উইন্ডোজ ১০ ইভেন্টে দেখানো ইন্ট্যার‌্যাকটিভ নোটিফিকেশন, উন্নত স্পিচ-টু-টেক্সট ফিচার, নতুন অ্যাকশন সেন্টার, নতুন ফটো অ্যাপ ইত্যাদি ফিচারগুলোর আছে উইন্ডোজ ১০ প্রিভিউ ভার্সনে।

পরবর্তী সংস্করণগুলোতে  ইউনিভার্সাল অফিস অ্যাপ, আউটলুক আর স্কাইপ অ্যাপ থাকবে বলে জানিয়েছে মাইক্রোসফট। তবে উইন্ডোজ ১০-এর এই প্রাথমিক সংস্করণটি সাধারণ ব্যবহারকারীদের জন্য নয় বলেই মন্তব্য করেছে ম্যাশএবল।

“প্রিভিউ সংস্করণটি নিয়ে এখনও কাজ চলছে। ব্যবহারকারীরা এটি ব্যবহারের সময় কিছু জটিলতার শিকার হতে পারেন।”--এক ব্লগ পোস্টে প্রিভিউ ভার্সন নিয়ে এভাবে সতর্ক করে দিয়েছে খোদ মাইক্রোসফট।

কর্টানার মতো কিছু ফিচার ব্যবহার করতে বেগ পেতে হবে বলে জানিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ১০ প্রিভিউয়ে বন্ধ রাখা হয়েছে উইন্ডোজের পুরানো সংস্করণগুলোর বেশ কিছু ফিচার।

উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে নিবন্ধিত ব্যবহারকারীরা উইন্ডোজ ১০ এর প্রিভিউ সংস্করণটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আপাতত লুমিয়া ৬৩০, ৬৩৮, ৬৩৫, ৭৩০, ৬৩৬ এবং ৮৩০ মডেলগুলোতে চলবে উইন্ডোজ ১০ প্রিভিউ।

তথ্যটি অনুবাদকৃত

সৌজন্যে : Entertainments24

Level New

আমি আকাশ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Tnxx bro

Well done… Go ahead WP..

welcome bro

Level 0

ভাই,
আমার কম্পিউটার অনেক পুরাতন।
এখনই নতুন কম্পিউটার কিনতেও পারবো না এবং সেই চিন্তাও নেই।

বর্তমানে এর কনফিগারেসন হচ্ছে।

প্রসেসর – Intel Pentium 4 CPU 2.66GHz
প্রসেসর স্পিড – 2.66 gigahertz (GHz)
র‍্যাম – 2 GB (DDR2)

মাদারবোর্ড –
Manufacturer – Gigabyte Technology Co., Ltd.
Model – 8I915MD-GV (Socket 775)
Chipset Vendor – Intel
Chipset Model- i915P/i915G

গ্রাফিক্স (বিল্টইন) – Intel 82915G/GV/910GL Express Chipset Family

ডাইরেক্ট এক্স – Microsoft DirectX 10

Firmware – এটার ব্যাপারে কিছুই জানা নেই।
এমন কি বর্তমান কনফিগারেসনে Firmware UEFI- 2.3.1 এক্টিভেট হবে কিনা সেটাও জানা নেই।

বর্তমানে—
অপারেটিং সিস্টেম – Windows XP Professional 32-bit SP2
সার্ভিস প্যাক – SP- 2

এখন আমার প্রশ্ন,
১// আমি কি উইন্ডোজ ১০ এই পুরাতন কনফিগারেসনে চালাতে পারবো কিনা?
২// আর সেটা না হলে এখানে কি কি পরিবর্তন আনতে হবে?
৩// আমার বর্তমান গ্রাফিক্স কার্ড যা মাদারবোর্ডের সাথে বিল্টইন, সেটা কি উইন্ডোজ ১০ এর জন্য যথেস্ঠ হবে কিনা?
৪// বর্তমান কনফিগারেসনে Firmware UEFI- 2.3.1 কি এক্টিভেট হবে?
বা, এর বিকল্প কি রয়েছে?

উত্তর গুলি এই পোস্টে দেওয়ার পাশাপাশি আমাকে ইমেইল করে দিলে খুবই খুশি হব।
ইমেইল – [email protected]