কেমন আছেন সবাই? আসা করি অনেক ভালো আছেন। আজকে উইন্ডোজ ফোন এর নারি নক্ষত্র নিয়ে লিখতে বসলাম। উইন্ডোজ ফোন দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। অনেকেই ইতিমদ্ধে এই অপারেটিং সিস্টেম কে চরম পছন্দ করতে শুরু করেছেন। উইন্ডোজ ফোন এর আগের ভার্সন গুলোতে কিছু সীমাবদ্ধতা ছিল, কিন্তু উইন্ডোজ ৮.১ এ কোন সীমাবদ্ধতা নাই। উইন্ডোজ ৮.১ এখন আর সহজ এবং স্মার্ট। আজকের আমার এই পোস্টটি আসলে উইন্ডোজ ফোন চালাইতে হইলে যা যা লাগে টা নিয়ে। ত আর কথা না বারিয়ে কাজে লেগে পরি।
উইন্ডোজ ফোন এর আগের ভার্সন গুলোতে ফাইল ম্যানেজার ছিল না। যদিও উইন্ডোজ ফোন ইউজ করার সময় ফাইল ম্যানেজার এর কথা মাথাই আসে না। তারপর ও অনেকের কাছে এইটা একটা অনেক বড় সমস্যা ছিল। তবে এখন এই সমস্যা আর নাই। এখন মাইক্রোসফট অফিসিয়াল ভাবে ফাইল ম্যানেজার পাবলিশ করেছে। ফাইল ম্যানেজার টির নাম FILES. ফাইল ম্যানেজার এর সকল বিশিষ্ট ই আছে এই অ্যাপ এ। তাছাড়া এখন উইন্ডোজ স্টোর এ অনেক উন্নত ফাইল ম্যানেজার পাওয়া যাই।
অনেকেই অভিযোগ করে থাকেন যে, উইন্ডোজ ফোন এ ফাইল শেয়ার করা বেশ ঝামেলা! যেখানে কিনা এই বিষয়টা আন্ড্রইড এবং আইওএস এ অনেক সহজ। তবে উইন্ডোজ ব্যাবহার কারিগন চিন্তার কিছু নাই, কারন উইন্ডোজ ফোন এর জন্য আছে FEEM নামক আপ্পস। যা কিনা পিসি, উইন্ডোজ ফোন, আন্ড্রইড সকল প্ল্যাটফরম এর জন্য ই পাওয়া যায়। এই অ্যাপ টির মাধ্যমে আপনি অতি সহজেই ওয়াইফাই এর মাধ্যমে ফাইল শেয়ার করতে পারবেন আপনার বিভিন্ন ডিভাইস এর মধ্যে। তাছাড়া এই অ্যাপ টি দিয়ে চ্যাট ও করা যাই। এই অ্যাপ দিয়ে 60mbps গতিতে ফাইল শেয়ার করা যাই।
Download Feem For Windows 8.1 PC
সাধারনত উইন্ডোজ ফোন এ ১০৮০পি ভিডিও চলতে সমস্যা করে। যদিও ৭২০পি ভিডিও মাখনের মত চলে। চিন্তা করার কোন কারন নাই। কারন উইন্ডোজ ফোন এর জন্য আছে MOLI PLAYER । এই প্লেয়ার টির কাজকর্ম একদম MX PLAYER এর মত। ১০৮০পি ভিডিও মাখনের মত চালাইতে পড়বেন এই অ্যাপ টি দিয়ে। তাছাড়া আপনি এম্পিথ্রী প্লে ও করতে পারেন এই অ্যাপ টির মাধ্যমে।
Download Moli Player For WP 8.1
ফোন এর কিছু গুরুত্বপূর্ণ জিনিস যা আমরা সবসময় ব্যাবহার করে থাকি। যেমন; ওয়াইফাই, ডাটা কানেকশান, ব্লুটুথ ইত্যাদি। Connectivity Shortcuts এই অ্যাপ টির মাধ্যমে আপনি অতি সহজেই এই গুরুত্বপূর্ণ জিনিস গুলো নিয়ন্ত্রন করতে পারবেন। আর সাথে LIVE TILES তহ থাকছেই।
Android এর মত উইন্ডোজ ফোন কে বার বার চার্জ এ লাগাতে হইনা। এমিতেই উইন্ডোজ ফোন এর ব্যাটারি অনেক দীর্ঘস্থায়ী হয়, তারপর ও আপনি চাইলে চার্জ আর সেভ করতে পারেন। Battery Saver এই অ্যাপ টির মাদ্ধমে। এই অ্যাপ টি বর্তমানে লুমিয়া ফোন গুলোতে DEFAULT ভাবে দেওয়া থাকে। আর ও একটি অ্যাপ আছে যা অনেক উপকারি, অ্যাপ টির নাম হল Battery । অ্যাপ টির মাধ্যমে আপনি ব্যাটারি এর বিভিন্ন তথ্য জানতে পারবেন। যেমন; Percent Of Charge, Time Remaining, Discharged Speed, Last Charge Time, More Battery Savings Tips. তাছাড়া ব্যাটারি পূর্ণ হয়ে গেলে নোটিফিকেশান পাবেন। এবং পাবেন আর ও অনেক কিছু।
Download Battery Saver For WP 8.1
উইন্ডোজ ফোন Android এর মত ঘন ঘন স্লো হয়ে পরে না, তাই হাজার হাজার BOOSTER Tools উইজ করতে হই না। তবে Temporary Files ডিলিট করার প্রয়োজন হয়। নিয়ে নিন Phone Cleaner (English) নামক এই অ্যাপটি। জাস্ট ২ ক্লিক এ পরিশকার করে দেবে সব ময়লা। সময় লাগবে ২ সেকেন্ড।
Download Phone Cleaner (English) For WP 8.1
ফ্ল্যাশ লাইট একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস। Flash Light নামক অ্যাপ টির মাধ্যমে আপনি অতি সহজেই যখন ইচ্ছা তখন ফ্ল্যাশ লাইট নিয়ন্ত্রন করতে পারেন। কিন্তু ফ্ল্যাশ লাইট এর ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা ভালো,
১. একটানা ৫ মিনিটের বেশি ফ্ল্যাশ লাইট জালিয়ে না রাখা।
২. ফ্ল্যাশ লাইট অনেক চার্জ অপচয়ই করে, সুতরাং ফ্ল্যাশ কম ব্যবহার করা ব্যাটারি লাইফ এর জন্য ভালো।
Download Flash Light For WP 8.1
উইন্ডোজ ফোন এ পাবেন চরম গেমিং অভিজ্ঞতা। বর্তমান বাজার এর প্রায় সকল জনপ্রিয় গেমস এ উইন্ডোজ স্টোরে পাওয়া যায়। আমি কিছু গেম এর লিঙ্ক দিলাম।
ত আজ এই পর্যন্তই বন্ধুরা। আবার দেখা হবে আগামি টিউন এ। আজকের টিউনটি কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকুন। এবং সুস্থ থাকুন।
আর হাঁ New Hindi,Tamil (Hindi Dubbing), English (Hindi Dubbing) Movies | 1080p Hindi Movie Songs | PC Games | DVDRip Videos ডাউনলোড করতে আমার সাইট টি ভিসিট করতে ভুলবেন না কিন্তু। আশা করি চরম লাগবে।
Any Kind Of Technological Help Please Join Us On Facebook
আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!
ধন্যবাদ