Speed Dial ও বিল্ট ইন Bengali Key Board যেভাবে সেট করবেন আপনার উইন্ডোজ ফোন ৮.১ এ

Speed Dial:

Speed Dial এমন একটি ফিচার যার সাহায্য খুব দ্রুত কিছু প্রিয় নম্বরে ফোন করা যায়। নোকিয়া ১১০০,১৬০০ সহ প্রায় সকল জাভা ফোনে এই ফিচার ছিল, যার সাহায্যে ৯টি SpeeD Dial করা যেত।

উইন্ডোজ ফোন ৮.১ এ ও এই ফিচার আছে। এটি পাওয়ার জন্য আপনাকে নিচের কাজগুলো করতে হবেঃ

১) প্রথমে Call Menu তে যান। (যেখানে receive call/missed call/dialled call এর লিস্ট থাকে)
২) যে নম্বরটিকে Speed Dial হিসেবে সেট করবেন সেটি চেপে ধরুন।
৩) Add To Speed Dial লেখা পাবেন। সেটিতে ক্লিক করুন।
৪) নম্বরটি Speed Dial এ সেভ হয়ে যাবে। Call Menu থেকে ডানে Swipe করলেই Speed Dial নম্বরগুলো খুজে পাবেন।

Bengali KeyBoard:

উইন্ডোজ ফোন ৮.১ এ বিল্ট ইন বাংলা কি-বোর্ড আছে। এটা আমরা অনেকেই জানি না। বিশেষ করে নতুন ব্যবহারকারীরা। বাংলা লেখার জন্য অ্যাপ স্টোরে অনেক অ্যাপ আছে। কিন্তু সেগুলোতে প্রথমে লিখে তারপরে লেখা ক্লিপ বোর্ডে কপি করে তারপর কোথাও শেয়ার করতে হয়। অনেক সময় সেসব অ্যাপে অনেক বেশী কিছু লিখলে সেটি হ্যাং হয়ে যায় কিংবা হুট করেই বন্ধ হয়ে যায়। উইন্ডোজ ফোন ৮.১ এর অনেক নতুন ফিচার গুলোর মধ্যে একটি হচ্ছে বাংলা কি-বোর্ড।

যেভাবে পাবেন বাংলা কি-বোর্ডঃ

১) প্রথমে Settings এ যান।
২) সেখান থেকে KeyBoard এ যান।
৩) Add KeyBoard এ ক্লিক করুন।
৪) Bengali খুজে বের করে টিক দিয়ে দিন

ইংরেজী কি-বোর্ডের সাথে বাংলা কি-বোর্ড ও ব্যবহার করতে পারবেন।

চাইলে আমার উইন্ডোজ ফোন বিষয়ক বাংলা ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

Level 0

আমি সিফাত আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks…………..

Level 0

phona bangla front support krare kno trick asa kinds……ba kno app ….thakla link den plzzzzz…..

Level 0

phona bangla front support krare kno trick asa ki????……ba kno app ….thakla link den plzzzzz…..