লুমিয়ার আপ্পস এবং গেমস সংক্রান্ত সমস্যার বাংলা ভিডিও টিউটোরিয়াল HD

আবার আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটি হল windows phone ব্যবহারকারীদের জন্য।

যারা লুমিয়া ব্যবহার করেন তারা প্রায় অনেকেই কম্পিউটার দিয়ে ডাউনলোড করা গেমস বা আপ্পস তাদের লুমিয়াতে ব্যবহার করতে চান কিন্তু মাঝে মাঝে আপনার মোবাইলে সেই ডাউনলোড করা গেমস বা আপ্পসটি ইন্সটল করা সম্ভব হয় না কিছু সমস্যার কারনে…তাই এই সব কমন সমস্যার সমাধান নিয়ে নিয়ে এলাম একটি HD বাংলা ভিডিও…আমার মনে হয় যারা লুমিয়া ব্যবহার করেন তারা এই বাংলা ভিডিওটি দেখলে অনেক মজা পাবেন…।  আর এভাবে আপনি আপনার কম্পিউটার দিয়ে ডাউনলোড করা বড় বড় আপ্পস বা গেমস আপনার লুমিয়াতে চালাতে পারবেন…

লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=fCn1QZJqR6Q

লুমিয়া ইউজাররা সাধারণত যে ধরনের প্রব্লেম ফেস করে তা হলোঃ

  • ভাববেন যে আপনি সরাসরি SD card এ paste না করে ভুল কোনো যায়গায় যেমন ফোন memory তে paste করেছেন বা অন্ন্য কোনো ফোল্ডার এর ভিতর paste করেছেন
  • Restart দেওয়ার পর মোবাইল ২-৩ মিনিট রেখে দিন এবং পরে store চেক করুন
  • যদি তাও না আসে তবে আপনি আপনার লুমিয়া ফোনটি Amber থেকে Lumia Black এ update korun…
  •  তারপরও না হলে আপনাকে বুঝতে হবে যে অই আপ্লিকেশনটি আপনার লুমিয়া তে support করবেনা…এটা lumia এর higher models গুলোর জন্য…

আর যে সকল আপ্পস গুলো payment করতে হয় সেই সব আপ্পস গুলোর জন্য payment চাবে…এছাড়া আর কোনো প্রব্লেম হওয়ার কথা না…।

কোনো problem হলে তা টিউমেন্টস এর মাধ্যমে জানাবেন... 😆

Level 0

আমি Black shark। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসংখ ধন্যবাদ।

    @rana786: আপনাকেও ধন্যবাদ…

Level 0

Ami lumia 525 use kori.store my local app kothai pabo. Amber kothai pabo.

    @sundorban: apnar phone akhon kon version e ase

আমি এসডি কার্ডের ডাউনলোড ফোল্ডারে অ্যাপ রেখেও ইন্সটল করতে পারি – প্রবলেম হয় না।
আমার লুমিয়া ৬৩০ ফোনটি কিছুদিন আগে আপডেট চায়। এটা GDR1 ছিলো কিনা কিভাবে বুঝবো অথবা আদৌ ৬৩০ এর জন্য GDR1 এসেছে?
আর GDR1 আপডেট যদি এটি নিয়েই থাকে, এরপরও লাইভ ফোল্ডার create করতে পারছি না; একটা টাইলস আরেক্টার উপর নিলেই সরে যাচ্ছে।
সমাধান প্লিজ…

Bro paid apps gulo chori korar upay nei???