আবার আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটি হল windows phone ব্যবহারকারীদের জন্য।
যারা লুমিয়া ব্যবহার করেন তারা প্রায় অনেকেই কম্পিউটার দিয়ে ডাউনলোড করা গেমস বা আপ্পস তাদের লুমিয়াতে ব্যবহার করতে চান কিন্তু মাঝে মাঝে আপনার মোবাইলে সেই ডাউনলোড করা গেমস বা আপ্পসটি ইন্সটল করা সম্ভব হয় না কিছু সমস্যার কারনে…তাই এই সব কমন সমস্যার সমাধান নিয়ে নিয়ে এলাম একটি HD বাংলা ভিডিও…আমার মনে হয় যারা লুমিয়া ব্যবহার করেন তারা এই বাংলা ভিডিওটি দেখলে অনেক মজা পাবেন…। আর এভাবে আপনি আপনার কম্পিউটার দিয়ে ডাউনলোড করা বড় বড় আপ্পস বা গেমস আপনার লুমিয়াতে চালাতে পারবেন…
লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=fCn1QZJqR6Q
আর যে সকল আপ্পস গুলো payment করতে হয় সেই সব আপ্পস গুলোর জন্য payment চাবে…এছাড়া আর কোনো প্রব্লেম হওয়ার কথা না…।
কোনো problem হলে তা টিউমেন্টস এর মাধ্যমে জানাবেন... 😆
আমি Black shark। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসংখ ধন্যবাদ।