সবাইকে রমজানুল মুবারক জানিয়ে শুরু করছি। সর্বশেষ টিউনে আমার ডেভলাপ করা তিনটি উইন্ডোজ ফোন এপস নিয়ে লিখেছিলাম। আজ এসেছি ইসলামিক একটি এপস নিয়ে। এটাও উইন্ডোজ ফোনের জন্যে এবং এটিও আমারই ডেভলাপ করা।
আমাদের এক মিনিটের ভরসা নেই। যেকোন সময় ডাক আসতে পারে। আর ডাক আসলে কেউ ঠেকাতে পারবে না, তা আর নতুন করে বলার কিছু নাই। সবাই জানেন। কিন্তু আমাদের, আই মিন মুসলমান ভাই-বোনদের মধ্যে ৮০% মানুষই সঠিক ও শুদ্ধ আরবি উচ্চারণ করতে পারি না। আর না পারাটাই স্বাভাবিক কেননা আরবি আমাদের মাতৃ ভাষা না।
আপনি নিশ্চই জানেন কুরানের কোন আয়াত পড়লে যে নেকি হয়, শুনলেও একই পরিমাণ নেকী হয়। যেহেতু আমাদের মেক্সিমামই সঠিক ভাষায় আরবি উচ্চারণ পারি না এবং ৫০% ই ৫ টি কালিমা সঠিক উচ্চারণসহকারে পড়তে পারব না। কিন্তু যেখানেই যাই না কেন আমাদের স্মার্ট ফোনটি সাথে থাকে সব সময়। তাই কালিমা নিয়ে রমজান মাসে একটি এপস তৈরী করে নিলাম। যেখানে পাবেন পাচটি কালিমা বাংলা, আরবি ও ইংরেজী হরফে। এর সাথে থাকছে ইংরেজী ও বাংলায় তার অনুবাদ এবং পাশাপাশি সঠিক উচ্চারণতো থাকছেই।
যাদের এপসটী প্রয়োজন মনে করেন তারা ডাউনলোড করে নিন এবং যদি পছন্দ হয় তাহলে রেটিং দিতে ভুলবেন না।
এপস নেইমঃ Kalima – কালিমা
সাইজঃ ২ এম.বি
ডাউনলোড লিংকঃ Kalima – Islamic Apps
স্কিনশর্টঃ
আশা করছি, পরবর্তীতে আর কি নিয়ে এপস বানানো যায় তা নিয়ে সাজেশন দিবেন।
আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্যে দুঃখিত এবং টিউনটি পরার জন্যে ধন্যবাদ।
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
অনেক সুন্দর হয়েছে @ আরো চাই।